21/06/2025
নিজের নানা জীবিত থাকতেও কখনো মন খুলে ডাকা হয়নি।কারন তিনি দূরে থাকতেন।যখন অনেক দিন পর যেতাম খুব খুশি হতেন।নানার স্নেহ আসলেই আলাদা।গেলেই অনেক আদর করতো।আসার সময় অনেক বেশি আদর করতো নানা।প্রতিবার গেলে খুব খুশি হতো আর আসার সময় কান্না করতো।
কিন্তু মন খুলে ডাকতে পেরেছি নানাশশুর কে।নিজের নানার সময় অনেক ছোট ছিলাম তাই গল্প তেমন হয়নি।নানাশশুর এর সাথে অনেক গল্প হয়েছে। তিনি অসম্ভব ভালো মানুষ ছিলেন।কোনদিন কারও সাথে জোরে কথা বলেনি।তার সাথে যত অন্যায় ই হোক সে চুপ করে থেকেছে সব সময়।তার মতো ভালো মানুষ লাখ এ ২/১ টা।আমার বিয়ের বয়স প্রায় ৯ বছর।এই ৯ বছর এ ঝড় হোক তুফান হোক তাকে কখনো আমি মসজিদ ছাড়া বাসায় নামাজ পড়তে দেখিনি।
শেষ সময় এও সে মসজিদ এ যাওয়ার জন্য পাগল হয়ে ছিল।
তার এই হঠাৎ মৃত্যু টা মেনে নিতে পারছিনা। এত কষ্ট হচ্ছে যা বলে বোঝাতে পারবনা।প্রতিবার নানার বাড়ি থেকে আসার সময় দেখতাম কয়েকটা জায়গায় তিনি বসে থাকতেন।এখন নেই।তার কবর টা দেখে বুকের ভিতর এ দুমরে মুচরে যাচ্ছে।
আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।তিনি যেন ওইপারে ভালো থাকেন।সবাই দোয়া করবেন আমার নানাশশুর এর জন্য। আর লিখতে পারছিনা