Tahi __⁠_একবার Message করে তো দেখো
⁠_⁠_রিপ্লাইয়ের স্পীড দেখে ফিদা হইবা! 🙂
👍পৃষ্ঠা ফলো দিও 👍 প্লিজ 🙏

18/06/2025
"শেষ চিঠি"---গল্প:রাহাত আর নীলা—বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই দেখা। টুকটাক কথা, তারপর একদিন নীলার খোলা হাসি রাহাতের হৃদয়...
15/06/2025

"শেষ চিঠি"
---

গল্প:

রাহাত আর নীলা—বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই দেখা। টুকটাক কথা, তারপর একদিন নীলার খোলা হাসি রাহাতের হৃদয় দখল করে নেয়। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়, প্রতিদিনের নোট লেখা, বৃষ্টিতে এক ছাতার নিচে হাঁটা, সন্ধ্যায় একসাথে চা খাওয়া—সব কিছুতে ভালোবাসা।

তবে সময় সবসময় একরকম থাকে না।

নীলার পরিবারের হঠাৎ বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্তে ভেঙে যায় সবকিছু। রাহাত বোঝে, এই ভালোবাসা আর থাকবে না আগের মতো। তবুও সে শেষ একদিন দেখা করতে চায়।

নীলা আসলো, লাল শাড়ি পরে, চোখে জল লুকানো হাসি।
রাহাত হাতে দিলো একটা চিঠি।

চিঠিতে লেখা ছিলো—
"তুই থাক, তোর শহরে, তোর স্মৃতিতে আমি রয়ে যাবো... ঠিক প্রতিদিন সন্ধ্যায় যখন বৃষ্টি নামবে।"

নীলা চোখের পানি সামলে হাসে। তারপর ধীরে ধীরে চলে যায়। রাহাত বসে থাকে, একা, শেষ চিঠির অপেক্ষায়।



#গল্প

14/06/2025

"ছবিতে যতটা দেখা যায়, তার চেয়ে অনেক বেশি লুকানো থাকে!"

সাধারণ সুন্দর ক্যাপশন:"নিজেকে ভালোবাসো, কারণ দিনশেষে তুমিই নিজের আপন।""চুপচাপ থাকলেও মনটা কিন্তু অনেক কিছু বলে!""আকাশ যে...
14/06/2025

সাধারণ সুন্দর ক্যাপশন:
"নিজেকে ভালোবাসো, কারণ দিনশেষে তুমিই নিজের আপন।"

"চুপচাপ থাকলেও মনটা কিন্তু অনেক কিছু বলে!"

"আকাশ যেমন তার রঙ পাল্টায়, আমরাও বদলাই—সময় আর অভিজ্ঞতায়।"

"হাসিটা ঠিক রেখে চলেছি, ভিতরের কষ্টটা গোপন রেখে।"

"জীবনটা ছোট, তাই মন খুলে হাসো আর ভালোবাসো।"

14/06/2025

"অভিমান জমে গেলে, ভালোবাসাও নরমাল লাগে না..." 🖤

05/06/2025

◕◕কেউ ভালোবাসলে ঈদের আগে জানাবেন, নাহলে মনে যত ভালোবাসা আছে সব কোরবানি দিয়ে দিব乁(😒

13/01/2025

- One Day You Will Cry For Me 🖤🥀💔
- Waiting For This Day's 🖤🥀🙂

14/12/2024

তুমি ঝিনুক কুড়াও যদি
আমি হবো শান্ত নদী..🍥🌻

Address

Sapahar
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share