Pratidiner Thakurgaon

Pratidiner Thakurgaon সত্য, সেবা ও নিরপেক্ষতা এই তিন মূলমন্ত্রকে বুকে লালন করে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছি।
(4)

সাংবাদিকরা মেহনতি মানুষের কণ্ঠস্বর । তারা সবার জন্য কিন্তু তাদের জন্য কেউ না।

সত্য , সেবা, সাংবাদিকতা ও নিরপেক্ষতা- এইগুলো একসূত্রে গাঁথা।

সংবাদ ও সাংবাদিকতা- সংবাদ বলতে মুদ্রণজগৎ , সম্প্রচার কেন্দ্র , ইন্টারনেট অথবা তৃতীয় পক্ষের মুখপাত্র কিংবা গণমাধ্যমে উপস্থাপিত বর্তমান ঘটনা প্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি যা যােগাযােগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে।

সংবাদদাতা বা সাংবাদিক বিভ

িন্ন স্থান, ক্ষেত্র বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন।

একজন ভালাে সাংবাদিক হতে হলে যেসব যােগ্যতা লাগবে- ১. কমন সেন্স - ২ . লেখালেখির যােগ্যতা - ৩. ভাষাগত দক্ষতা - ৪. চাপ সহ্য করার ক্ষমতা - ৫. সবার সঙ্গে ভাব জমানাের ক্ষমতা।

সাংবাদিকতা একটি স্পর্শকাতর পেশা। যে কারাে হাতে যেভাবে ছুরিকাঁচি তুলে দিয়ে অপারেশনের সার্জন বানিয়ে দেয়া গ্রহনযােগ্য হয় না , একই ভাবে যে কারাে হাতে কলম - ক্যামেরা - বুম তুলে দিয়ে তাঁকে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব দেওয়াটাও গ্রহণযােগ্য হওয়া উচিত নয়।

একশ্রেনীর তথাকথিত সাংবাদিকদের কর্মকান্ডে গােটা দেশের মানুষ ধীরে ধীরে এই পেশার প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। এই সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে হরেদরে সাংবাদিক পরিচয় ব্যবহারের সুযােগ।

15/08/2025

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতি*বাদে ঠাকুরগাঁও চৌরাস্তায়

নিখোঁজ- নাম : সম্রাট ( মাহমুদ হাসান) পিতা: আব্দুল হামিদ মাতা: মহসিনা  ঠিকানা : দানার হাটযোগাযোগের নাম্বার: 01755256007
15/08/2025

নিখোঁজ-

নাম : সম্রাট ( মাহমুদ হাসান)
পিতা: আব্দুল হামিদ
মাতা: মহসিনা
ঠিকানা : দানার হাট
যোগাযোগের নাম্বার: 01755256007

নবীকে নিয়ে কটুক্তি কারী সেই দিপুকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ঠাকুরগাঁও রোড এলাকার হরিহরপুর গ্রামে....
15/08/2025

নবীকে নিয়ে কটুক্তি কারী সেই দিপুকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ঠাকুরগাঁও রোড এলাকার হরিহরপুর গ্রামে....

14/08/2025

মহানবী (সা:) নামে কটুক্তি, দিপুর শাস্তির দাবিতে স্থানীয়রা

আগ্রহীদের জন্য....
14/08/2025

আগ্রহীদের জন্য....

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জলাবদ্ধতা নিরসনে সড়ক অবরোধ,সেনাবাহিনীর উপস্থিতি
13/08/2025

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জলাবদ্ধতা নিরসনে সড়ক অবরোধ,সেনাবাহিনীর উপস্থিতি

অনলাইন জুয়ার ডিলার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ফারাজুল ইসলাম খোকন৷ তার মাধ্যমে অনল...
13/08/2025

অনলাইন জুয়ার ডিলার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ফারাজুল ইসলাম খোকন৷

তার মাধ্যমে অনলাইন জুয়ার অনেক সীম চলে বলে অভিযোগ রয়েছে। আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের৷

12/08/2025

উদ্ধার হওয়া কষ্টিপাথর সদর থানায় হস্তান্তর
ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯নং বেগুনবাড়ি ইউনিয়ন।

12/08/2025

ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নে ক*ষ্টিপাথর উদ্ধার

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ঠাকুরগাঁওয়ের মাহফুজ তার ফেসবুক ওয়াল থেকে নেয়া:- আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনগতকাল রাজশাহী বি...
12/08/2025

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ঠাকুরগাঁওয়ের মাহফুজ

তার ফেসবুক ওয়াল থেকে নেয়া:- আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আমার পিএইচডি ডিগ্রি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
আল্লাহর দরবারে লাখো কোটি সেজদা — আলহামদুলিল্লাহ — যিনি আমাকে এই দীর্ঘ যাত্রার প্রতিটি পদক্ষেপে ধৈর্য, শক্তি ও বারাকাহ দান করেছেন।

আমার গবেষণার শিরোনাম:
“ইসলামে হদের প্রয়োগ ও তার শরী‘আহ দর্শন”
(The Application of Hadd in Islam and Its Shariah Philosophy)

প্রথমেই অশেষ কৃতজ্ঞতা আমার বাবা-মায়ের প্রতি—যাঁরা আমার স্বপ্নকে নিজেদের স্বপ্ন বানিয়েছেন। বিশেষ করে করোনা-পরবর্তী কঠিন সময়ে তাঁরা আর্থিক ও মানসিকভাবে নিরলস সহযোগিতা করেছেন, সার্বক্ষণিক দোয়া ও উৎসাহ দিয়ে আমাকে সাহস যুগিয়েছেন।

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও চিরকৃতজ্ঞতা আমার গবেষণার সুপারভাইজার, প্রখ্যাত লেখক, তাফসিরকার, শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম স্যারের প্রতি। স্যারের জ্ঞানের গভীরতা, নৈতিকতা, বিনয় ও অসাধারণ গুণাবলি আমাকে শুধু একজন গবেষক হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও নতুনভাবে গড়ে তুলেছে। মানুষ এত আন্তরিক ও সৌহার্দপূর্ণ হতে পারেন স্যারকে না দেখলে আমি বুঝতাম না। আমার এই অর্জনের বড় অংশ স্যারের অপরিসীম অবদানের ফল।

এছাড়াও আমার বিভাগের সকল শিক্ষকবৃন্দ, সহকর্মী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আপনাদের সকলের কাছে দোয়া চাই—যেন আমি এই জ্ঞান ও অভিজ্ঞতাকে উম্মাহর কল্যাণে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায়, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ব্যবহার করতে পারি।

ঠাকুরগাঁওয়ে মা*দ*কসহ গেজেটভুক্ত জুলাই যো*দ্ধা সেলিম যৌথবাহিনির অভিযানে আ*ট*ক
11/08/2025

ঠাকুরগাঁওয়ে মা*দ*কসহ গেজেটভুক্ত জুলাই যো*দ্ধা সেলিম যৌথবাহিনির অভিযানে আ*ট*ক

ঠাকুরগাঁও শহরের ফায়ার সার্ভিস এর অপজিটে রোড ডিভাইডার এর উপরের ট্রাক
11/08/2025

ঠাকুরগাঁও শহরের ফায়ার সার্ভিস এর অপজিটে রোড ডিভাইডার এর উপরের ট্রাক

Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Pratidiner Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pratidiner Thakurgaon:

Share

সাংবাদিকরা মেহনতি মানুষের কণ্ঠস্বর। তারা সবার জন্য কিন্তু তাদের জন্য কেউ না।

সত্য, সেবা ও সাংবাদিকতা- এই তিন একসূত্রে গাঁথা।

সংবাদ ও সাংবাদিকতা ---সংবাদ বলতে মুদ্রণজগৎ, সম্প্রচার কেন্দ্র, ইন্টারনেট অথবা তৃতীয় পক্ষের মুখপাত্র কিংবা গণমাধ্যমে উপস্থাপিত বর্তমান ঘটনাপ্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি যা যোগাযোগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে।

সংবাদদাতা বা সাংবাদিক বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন।

একজন ভালো সাংবাদিক হতে হলে যেসব যোগ্যতা লাগবে- ১.কমন সেন্স-২.লেখালেখির যোগ্যতা-৩.ভাষাগত দক্ষতা-৪.চাপ সহ্য করার ক্ষমতা-৫.সবার সঙ্গে ভাব জমানোর ক্ষমতা।