Pantha Shahria

Pantha Shahria একজন হাসিখুশি মানুষ 😎
Backup Page : Pantha Shahria Go
Id : Md Pantha Shahria Ei Sei Oi Video Ranna Kori 🤗
(26)

একসাথে বসে অনেক কথা হলো,বেশ জোরাজোরি করলো—তার দলে নাম লেখানোর জন্য,এমনকি টাকা-পয়সা দিতেও চাইলো!কিন্তু ভাই, আমি তো আমি!সর...
09/08/2025

একসাথে বসে অনেক কথা হলো,
বেশ জোরাজোরি করলো—তার দলে নাম লেখানোর জন্য,
এমনকি টাকা-পয়সা দিতেও চাইলো!

কিন্তু ভাই, আমি তো আমি!
সরাসরি মুখের উপর বলে দিছি,
“শুনেন ভাই, হাজার টাকা-পয়সা দিলেও
বউ নামক জিনিস থেকে আমাকে আলাদা করতে পারবেন না।
আজ হোক, কাল হোক—বিয়া আমি করমুই!”

যেমন আছি__
ছবি তুলতে চাইলে তুলেন, না চাইলে নাই।

07/08/2025

মেয়ে: চলেন কোথাও হারিয়ে যাই !
আমি: স্যাটেলাইটের যুগে হারানো সম্ভব না।
Block🚫
🥴

07/08/2025

👩‍🦰 – ভিডিও বানানো ছাড়া, আর কী করো তুমি?
😎 – মাঝে মাঝে অন্যের বউ নিয়ে ঘুরি।
😡 – ছিঃ! Block 🚫
🫣 – আরে না না, মানে… রিকশা চালাই!
📩 Message not delivered

06/08/2025

একটা ছোট্ট বাড়ি বানাবো — নিজের থাকার মতো,
যেখানে দু-একজন অতিথি এলে ভালোবেসে জায়গা করে দিতে পারি।
একটা রয়েল এনফিল্ড কিনে নেবো,
হাওয়া গায়ে মেখে এদিক-ওদিক ঘুরে বেড়াবো পথহারা পাখির মতো।

যদি কপালে থাকে, একটা বিয়ে করবো—
বউকে ভীষণ ভালোবাসবো, যত্ন করবো, পাশে রাখবো সব সময়।
তারে নিয়েই ঘুরবো,
পাহাড়, সমুদ্র, কিংবা বৃষ্টিভেজা শহরের অলিগলি।

এর বাইরে তেমন কিছু চাই না—
শান্ত একটা জীবন,
ভালোবাসার একটু আশ্রয়,
আর দু-চারটে ছোট্ট স্বপ্ন…
যা একদিন সত্যি হলে মনে হবে—
বাঁচাটা সার্থক।

[অনেকদিন আগের লেখা…
এখন আর তেমন লেখা হয় না।
তবে যখন আবেগে ভেসে যাই,
তখন টুকটাক একটু লিখে ফেলি]

নতুন বউ ঘরে ঢুকাতে না পারলে ও... নতুন চাদর ঘরে ঢুকিয়েছি বন্ধুরা। আমাদের সংসারের জন্য সকলের কাছে দোয়া পার্থী 😌🤝
06/08/2025

নতুন বউ ঘরে ঢুকাতে না পারলে ও...
নতুন চাদর ঘরে ঢুকিয়েছি বন্ধুরা।
আমাদের সংসারের জন্য সকলের কাছে দোয়া পার্থী 😌🤝

06/08/2025

“মানুষের উপর থেকে বিশ্বাস তখনই উঠে গেছে,
যখন গলা অব্দি চার প্লেট খাওয়ার পর শুনলাম —
‘ভাই, মাংসে ঝাল একটু বেশি হইছে!’

আর একটু হলেই পৌঁছে যাবো 💪😎
06/08/2025

আর একটু হলেই পৌঁছে যাবো 💪😎

মানুষজন চোখের আগে বউ নিয়ে ঘুরে শেষ করে ফেলতেছে 🥴
06/08/2025

মানুষজন চোখের আগে বউ নিয়ে ঘুরে শেষ করে ফেলতেছে 🥴

এক রাতে আর কত কী? Happy Birthday বউমা 🎉আপনারা অনুমতি দিলে একটা কেক নিয়ে যাইতাম 😌
05/08/2025

এক রাতে আর কত কী?
Happy Birthday বউমা 🎉
আপনারা অনুমতি দিলে একটা কেক নিয়ে যাইতাম 😌

05/08/2025

রাত ১টা বাজতে চললো,
ভাবতেছি অ'বু'ল কে 'উফ সরি...
রবিউলকে একটা কল করি 😌

05/08/2025

আপনারা আমাকে যতটা ছু,ল্লু ভাবেন,
আমি তার থেকে ও বেশি সরল সাদা 😌

অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে — পূর্ণতা!Congratulation রবিউল (অ’বু’ল)!আজ থেকে তুই আর অ’বু’ল না…আজ থেকে তুই “রবিউল সাহেব” ...
05/08/2025

অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে — পূর্ণতা!
Congratulation রবিউল (অ’বু’ল)!
আজ থেকে তুই আর অ’বু’ল না…
আজ থেকে তুই “রবিউল সাহেব” —
একদম বৈধ ভাবে বউমার মালিক! 😌💍

জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় —
যেখানে সকাল শুরু হবে কারো হাসিমুখে,
রাত্রি শেষ হবে কারো হাত ধরে…

বৈবাহিক জীবন হোক সুখের,
সংসার হোক শান্তির ঠিকানা।
আর সারাজীবন…
বউমার হাতটা এমন করে ধরে থাকিস — যেমন করে তোর ফোনটা ধরিস! 📱🤲

Address

Rājshāhi

Telephone

+8801967694987

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pantha Shahria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pantha Shahria:

Share