Pantha Shahria

Pantha Shahria একজন হাসিখুশি মানুষ 😎 Ei Sei Oi Video Ranna Kori 🤗
(23)

রাত ১২ টার পর থেকে ৫টা পর্যন্ত 😎
15/07/2025

রাত ১২ টার পর থেকে ৫টা পর্যন্ত 😎

14/07/2025

স্যাম অল্টম্যান এর ভাষ্য অনুযায়ী;
প্রতিদিন আমি কমছে কম ২-৩ লিটার পানি নষ্ট করি 🥴

চারিদিকে এই সব কি শুরু হয়ে গেলো 🥴
14/07/2025

চারিদিকে এই সব কি শুরু হয়ে গেলো 🥴

12/07/2025

মানুষ শত চেষ্টা করে ও সম্মান ধরে রাখতে ব্যর্থ হচ্ছে,
আর আমি শত চেষ্টা করে ও ডুবাতে পারছি না 🥴

এখান থেকেই বোঝা যায়__
যে জিনিস থাকার সেটা এমনিতেই থাকবে 😌
শুধু কারোর কথায় কান না দিলেই হলো 🙃

ঘটনাটা আমার সাথে ঘটলে একটু মানানসই হতো🙃এ খবর শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না 😌নিজের উপরে সব দায়ভার নিয়ে নিলাম 😎
12/07/2025

ঘটনাটা আমার সাথে ঘটলে একটু মানানসই হতো🙃
এ খবর শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না 😌
নিজের উপরে সব দায়ভার নিয়ে নিলাম 😎

কিছু ছবির ক্যাপশন লাগে না,কারণ ক্যাপশন ছবিতেই দেওয়া 😎
12/07/2025

কিছু ছবির ক্যাপশন লাগে না,
কারণ ক্যাপশন ছবিতেই দেওয়া 😎

যে ঘরে বউ নাই , সে ঘরে থাকার চেয়ে থানায় গিয়ে থাকায় শ্রেয় 🥴
12/07/2025

যে ঘরে বউ নাই , সে ঘরে থাকার চেয়ে থানায় গিয়ে থাকায় শ্রেয় 🥴

11/07/2025

"আমরা মুখ হারিয়েছি“
পান্থ শাহরিয়া__

আজকে এক মানুষ মরে গেল রাস্তায়—
না, মৃত্যুর কোনো পদ্য লেখা হয়নি তার নামে,
না ছিল মাইক, না পোস্টার,
শুধু কাঁপতে কাঁপতে মুখটা ঢেকে রেখেছিল হাত দিয়ে…
পাথর এলে মুখ বাঁচে না।

"এখন বাংলার ফুটপাতে
মানুষ নয়, দাঁড়িয়ে থাকে দর্শক"

চাঁদার হিসাব কষতে কষতে
চাঁদা না দেওয়ার ‘অপরাধে’
একজন মানুষকে সভ্যতার মাঝখানে
"ইট-পাথর দিয়ে" পিটিয়ে মেরে ফেলা হল।

না, সে দেবতা ছিল না।
হয়তো ভুল করেছিল,
হয়তো ভুল ছিল না—
কিন্তু মৃত্যুর আগে সে শুধু তাকিয়ে ছিল
এই সমাজের দিকে,
এই বাঙালির চোখে…

“তোমরা সবাই দেখছো, তাই তো?”

কেউ ছুটে আসেনি,
কেউ বলেনি, “থামো!”
কেউ বলেনি, “সে মানুষ!"
আর ওই শেষ শ্বাসে জমে ছিল শুধু এক ব্যথা—
“আমি তো বেঁচে থাকতে চাইতাম…”

এমন মৃত্যু কি আমরাও মারিনি?
হয়তো হাত বাড়াইনি,
কিন্তু দাঁড়িয়ে থেকেছি চুপচাপ,
মুখে তালা, ক্যামেরা হাতে…
সেই তালার চাবি হারিয়ে গেছে মানবতা নামের কোনো গুহায়।

“সমাজ বদলাচ্ছে…”
আর রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেল।
জানি না কে ছিল সে, কী ছিল তার পরিচয়,
শুধু জানি—
একটা মানুষের মুখ থেঁতলে
আমরা মুখ হারিয়েছি।

পাথর নয়, চোখের ভাষা চায় বিচার।

ছবি দেখা হলে মসজিদে যাও,আজকে শুক্রবার।সব তো মনে করে দেওয়া লাগে।
11/07/2025

ছবি দেখা হলে মসজিদে যাও,
আজকে শুক্রবার।
সব তো মনে করে দেওয়া লাগে।

10/07/2025

শেষবার দেখার আগেই, শেষ হয়ে গেলো সব,
একটু যদি দাঁড়াতে, বলতাম সবখানি,
যা ছিলো চুপ থাকা, তা-ই তো হলো কাহিনী।

10/07/2025

উপদেশ বাণী 😎

তাও যদি এবার বিয়েটা হয় 🫣
10/07/2025

তাও যদি এবার বিয়েটা হয় 🫣

Address

Badalgachi
Rājshāhi

Telephone

+8801967694987

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pantha Shahria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pantha Shahria:

Share

Category