সুহাসিনী

সুহাসিনী আসসালামু আলাইকুম


আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ অনুভূতি প্রকাশের প্রচেষ্টায়
(2)

19/09/2025

গ্রামের ধান চাষ
#

17/09/2025

প্রাকৃতিক স্নিগ্ধতায় মিশে যাক সব গ্লানি

17/09/2025

আমি মনে করি পড়ালেখা করা খুবই আনহেলদি একটা জিনিস। মানুষের পড়াশুনা করা উচিত না। মানুষ সকালের কুয়াশায় ধান রোপন করবে, দুপুরে ভাত ঘুম দিবে, বিকেলে মাঠে ছাগল চরাবে, বর্ষায় নৌকা দিয়ে মাছ ধরতে যাবে। রাত্রিরে উঠোনে গানের আসর বসাবে। অসুখ হইলে মরে যাবে।

বরং কি এক অহেতুক প্রতিযোগিতা!

07/09/2025

সবাই শাহবাগে আয় চাঁদ লাল হয়ে গেছে🙂

22/08/2025

প্রতিষ্ঠিত হতে পারলেই দেখবেন, পাশে থাকার মানুষের অভাব হবে না!😊🖤

20/08/2025

ভালো একটা ফোন সাজেস্ট করুন যেই ফোনে আপনাদের 'ভাইয়ার'মেসেজ আসবে

14/08/2025

ঠকে যাওয়া কোন এক পুরুষ আমার জীবনে আসুক,আমি তাকে আবার ঠকিয়ে বলবো কিরে প্রথমে শিক্ষা হয় নাই।😐

14/08/2025

White gold

14/08/2025

যার জন্য আপনি নিজের সবকিছু ত্যাগ করে দেন, নিজের স্বপ্ন, সময়, অর্থ, এমনকি নিজের সুখও বিসর্জন দেন! একসময় সেই মানুষটিই আপনার জীবনে সবচেয়ে বড় আঘাত হয়ে আসে। শুরুতে মনে হয়, তার জন্য যতটুকু ত্যাগ করছেন, সে একদিন তা বুঝবে, মূল্য দেবে, পাশে থাকবে। কিন্তু বাস্তব বড়ই নিষ্ঠুর।

যখন তার প্রয়োজন মিটে যায়, যখন আপনার দেওয়া সবকিছু সে পেয়ে যায়, তখনই তার আচরণ বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে আপনি অনুভব করেন, যে মানুষটির জন্য আপনি নিজের সবকিছু উজাড় করে দিচ্ছেন, সে আর আগের মতো আপনার খোঁজ নেয় না, আপনার কষ্ট বোঝে না, আপনার পাশে দাঁড়ায় না। আপনার নিঃস্ব হয়ে যাওয়া তার চোখে কোনো গুরুত্বই পায় না। বরং তখন সে ভাবতে শুরু করে, আপনি আর তার কোনো কাজে লাগবেন না।

এমন মানুষরা সম্পর্ককে ভালোবাসা বা সম্মানের জায়গা থেকে দেখে না; তারা দেখে স্বার্থের চোখে। যতদিন তাদের প্রয়োজন থাকে, ততদিন তারা আপনাকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু যখনই তাদের স্বার্থ শেষ হয়ে যায়, তখন তারা আপনাকে ফেলে চলে যায়, ঠিক যেমন কোনো ব্যবহৃত জিনিস ফেলে দেওয়া হয়।

সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি তখন একা হয়ে যান, ঠিক তখনই যখন আপনার সবচেয়ে বেশি সমর্থন দরকার ছিল। আপনি ভেবেছিলেন, অন্তত সে পাশে থাকবে, কিন্তু সে-ই আপনাকে ফেলে চলে গেল। এই অভিজ্ঞতা শেখায়, কাউকে নিজের সবকিছু দিয়ে দেওয়ার আগে ভাবতে হবে, সে কি সত্যিই আপনার জন্য থাকবে, নাকি শুধু নিজের স্বার্থের জন্যই কাছাকাছি এসেছে।

কারণ ভালোবাসা কখনো স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে না, আর যে সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়ায় তা শেষ পর্যন্ত শুধু কষ্টই দেয়।
#মাহবুবা_আক্তার_লিমা
#লিখালিখি

13/08/2025

- আগের মতো পোস্ট করতে পারি না, শামি সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি।🙂

10/08/2025

জীবনে চলার পথে অনেক ভালো মানুষের সঙ্গে আপনার দেখা হবে, পরিচয় হবে। কিন্তু যাদের সাথে হৃদ্যতা গড়ে উঠবে, দেখবেন তারা বেশিরভাগই বা'টপারের এক নম্বর প্রার্থী। ভালো মানুষদের আপনি পাশ কাটিয়ে যাবেন, আর বা'টপাররা আপনাকে ‘আপন’ বানিয়ে গলা পর্যন্ত ডুবিয়ে ছাড়বে।

এটাই জীবন! এখানে বিশ্বাস না হারালেও, হুঁশ হারাতে দেরি হয় না।

09/08/2025

বৃষ্টি বিলাস,

Address

Nageswari
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহাসিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share