15/09/2025
উমরাহ ভিসা-টিকিট সব প্রস্তুত, পরিবারের সাথে বিদায়-আদাব সব শেষ—এখন শুধু বিমানে ওঠার অপেক্ষা। এমন সময় দায়িত্বশীল জানালেন, সৌদি কতৃপক্ষের নির্দেশে বয়সের নতুন নিয়মের কারণে উমরাহ করতে আপনি যেতে পারছেন না। মুহূর্তেই যেন আকাশ-বাতাস ভারী হয়ে গেলো। আহ্—শেষ বয়সে আল্লাহর ঘরে যাওয়ার যে স্বপ্ন ছিল, তা অপূর্ণ থেকে গেলো! কান্নার রোল পরেগেল চারপাশে, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেলো।
আজকের এই ঘটনাই আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। ভাই, আসুন—সময় থাকতে আল্লাহর রহমতের ঘর, কাবার দিকে রওনা হই। কাল-পরশুর অপেক্ষা নয়, হেলামি নয়। কে জানে, সুযোগ থাকলেও হয়তো নিয়ম বা অবস্থার কারণে আর যাওয়া নাও হতে পারে। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আল্লাহর ঘরের দিকে রওনা হওয়াই সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ।