Rakib Hasan

Rakib Hasan Put your trust in that God

উমরাহ ভিসা-টিকিট সব প্রস্তুত, পরিবারের সাথে বিদায়-আদাব সব শেষ—এখন শুধু বিমানে ওঠার অপেক্ষা। এমন সময় দায়িত্বশীল জানালেন, ...
15/09/2025

উমরাহ ভিসা-টিকিট সব প্রস্তুত, পরিবারের সাথে বিদায়-আদাব সব শেষ—এখন শুধু বিমানে ওঠার অপেক্ষা। এমন সময় দায়িত্বশীল জানালেন, সৌদি কতৃপক্ষের নির্দেশে বয়সের নতুন নিয়মের কারণে উমরাহ করতে আপনি যেতে পারছেন না। মুহূর্তেই যেন আকাশ-বাতাস ভারী হয়ে গেলো। আহ্‌—শেষ বয়সে আল্লাহর ঘরে যাওয়ার যে স্বপ্ন ছিল, তা অপূর্ণ থেকে গেলো! কান্নার রোল পরেগেল চারপাশে, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেলো।

আজকের এই ঘটনাই আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। ভাই, আসুন—সময় থাকতে আল্লাহর রহমতের ঘর, কাবার দিকে রওনা হই। কাল-পরশুর অপেক্ষা নয়, হেলামি নয়। কে জানে, সুযোগ থাকলেও হয়তো নিয়ম বা অবস্থার কারণে আর যাওয়া নাও হতে পারে। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আল্লাহর ঘরের দিকে রওনা হওয়াই সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ।

21/08/2025

২০২৫ এর হজ্বের পর যারা উমরাহ কাফেলা নিয়ে এসেছেন আশা করি মক্কা মদিনার বাস্তবতা বুঝতে পেরেছেন।
উমরাহ হাজীদের জন্য নুসুক সিস্টেমের হোটেল বাধ্যতামূলক হওয়ায় নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে মুয়াল্লিম এবং হাজীদের।

নুসুকবিহীন হোটেল কর্তৃপক্ষ প্রথম দিকে নানান সিস্টেমে হাজী উঠালেও ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে । এখন নুসুক সিস্টেমের হোটেল ছাড়া ভিসাই হচ্ছে না। ফলে কিছু মুয়াল্লিম সস্তায় নুসুক সিস্টেমের হোটেল বুকিং দিচ্ছেন তবে সেটা বহুদুরের রাস্তা। পায়ে হেঁটে মসজিদে নববীর সংলগ্ন এলাকায় আসতে ৩০/৪০ মিনিট লেগে যায় ৪৭ ডিগ্রি গরমে।
ইতিমধ্যে কিছু হাজী মারা গিয়েছেন এই তীব্র গরমে।

সুতরাং হাজীদের বলব সস্তায় প্যাকেজ থেকে বিরত থাকুন এবং এজেন্সি মুয়াল্লিমদের বলব ৪০০/৫০০ মিটার এর বেশি দুরে হোটেল নেওয়া থেকে বিরত থাকুন। মানসম্মত প্যাকেজ করুন।

(কপি)

উবায়দুর রহমান মাদানী
মদীনা মুনাওয়ারা থেকে।

20/08/2025

আরমান আবির হজ্ব সার্ভিস...✈️🕋✈️.
হাজীগণদের সেবায় সার্বক্ষণিক অটল।

➡️ আসুন, দেখুন,বসুন,কথা বলুন বেছে নিন আপনাদের হজব্রত পালনের সঠিক এজেন্সি।✈️✅

28/04/2025

✈️লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক✈️
লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক 🤲🕋🤲
আরমান আবির হজ্জ্ব সার্ভিস কর্তৃক ২০২৫ সালের পবিত্র হজ পালনের হাজিদের স্বাগতম এবং শুভেচ্ছা বার্তা।
Md Rakibul Hasan

01/03/2025

আরমান আবির হজ্ব সার্ভিস

15/01/2025

2025 সালের হজের নির্দেশনা। মেনিনজাইটিস টিকা সনদ বাধ্যতামূলক।প্রতিবছরের চেয়ে আধুনিক সামগ্রী ডিজিটাল পদ্ধতি ব্যবহৃত হবে।

14/12/2024

আরমান আবির হজ্ব সার্ভিস ✈️✈️

✈️✈️
19/10/2024

✈️✈️

Address

Gobindganj
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category