Khanka Story BD

Khanka Story BD Please support me


updated video calection new vairal video


All time any moment

আয়াতুল্লাহ আলি খামেনী বিশ্বের অন্যতম অদম্য মুসলমান। তিনি কখনো সুন্নি বা শিয়ার বিরুদ্ধে নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্যের ...
19/06/2025

আয়াতুল্লাহ আলি খামেনী বিশ্বের অন্যতম অদম্য মুসলমান। তিনি কখনো সুন্নি বা শিয়ার বিরুদ্ধে নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্যের পক্ষে আজীবন প্রচার করে এসেছেন। আজ যখন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়ার কিছু নেতা সুন্নি-শিয়া বিভেদ সৃষ্টি করতে চায়, তখন দুনিয়াজুড়ে মুসলমানরা বুঝতে শুরু করেছে—আসলে কে ইসলামের পক্ষে দাঁড়িয়ে আছেন আর কে ভিন্ন স্বার্থে কাজ করছে।

ইসরায়েল ধাপে ধাপে মুসলিম দেশগুলোকে দখল করছে। প্রথমে তারা ‘বিনাশকারী অস্ত্র’-এর মিথ্যা অজুহাতে ইরাক আক্রমণ করল, এরপর সিরিয়া ধ্বংস করল, এরপর লেবানান, আজ তারা ইরানকে ঘিরে রেখেছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়ার , বাহরাইন , জর্দান , কুয়েত,লিবিয়া এই সব দেশের শাসকদেরকে ত আগেই ক্রয় করে নিয়েছে। লানত তাদের উপর। আমীন। কিন্তু ইরান ,হিজবুল্লাহ , হুতি সবসময়ই ফিলিস্তিনের প্রকাশ্য বন্ধু ছিল, আর ফিলিস্তিনের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনী।

যদি এই বিশ্বব্যাপী সংগ্রামে আয়াতুল্লাহ খামেনেয়ী শাহাদাত বরণ করেন, তবুও তিনি কখনো মারা যাবেন না। তিনি ফিলিস্তিনের জনগণ ও বিশ্বের মুসলমানদের হৃদয়ে চিরজীবী থাকবেন। তার কণ্ঠ হয়তো থেমে যাবে, কিন্তু তার বার্তা থামানো যাবে না। খ্রিষ্টান-সিয়োনিস্ট ও ইহুদি পরাশক্তি যারা তাকে হত্যা করতে চায়, তারা বুঝে না—এই বার্তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং এটি একটি অন্তহীন সংগ্রাম।

আমরা মুসলমানরা এক অদম্য জাতি। আমাদের জান-মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে দ্বিধা করি না। তোমরা হয়তো আমাদের জান্নাতের পথে কিছু বাধা সৃষ্টি করতে পারো, কিন্তু থামাতে পারবে না। পবিত্র কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন—সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত।

প্রায় ৯০ বছর বয়সী খামেনেয়ীর আর কোনো দুনিয়াবি চাওয়া-পাওয়া নেই। তিনি সম্মান, নেতৃত্ব, ধন-সম্পদ—সবই অর্জন করেছেন। এখন তার একমাত্র আকাঙ্ক্ষা—জান্নাত। আর তার শত্রুরা নিজেদের অজান্তেই যেন তাকে সেদিকেই এগিয়ে দিচ্ছে।

এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি, আয়াতুল্লাহ খামেনেয়ী পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিদের একজন। আমার ভালোবাসা, সম্মান, সহানুভূতি ও মমতা চিরকাল তার প্রতি নিবেদিত থাকবে 💖

আপনি যদি পাখিটির নামটা জানেন তাহলে বুঝতে ভুল হবে না যে আপনার বুদ্ধি আছে।
19/06/2025

আপনি যদি পাখিটির নামটা জানেন তাহলে বুঝতে ভুল হবে না যে আপনার বুদ্ধি আছে।

আমি তামান্না বাটি আপনাদের ভালোবাসায় আমি সিক্ত আনন্দে আত্মহারা আপনাদের মত ফেন ফলোয়ার আমার জন্য বিশাল শুভাকাঙ্ক্ষী।
05/06/2025

আমি তামান্না বাটি আপনাদের ভালোবাসায় আমি সিক্ত আনন্দে আত্মহারা আপনাদের মত ফেন ফলোয়ার আমার জন্য বিশাল শুভাকাঙ্ক্ষী।

প্রেম মানে না বাধা 😍👻 প্রেমেই জ্বালানি প্রেমেই পূড়ানি, তবুও তারা ছেলে মেয়ে হয় প্রেমেই আসক্ত😉😲
05/06/2025

প্রেম মানে না বাধা 😍👻 প্রেমেই জ্বালানি প্রেমেই পূড়ানি, তবুও তারা ছেলে মেয়ে হয় প্রেমেই আসক্ত😉😲

নিজেদের গাছে বড় বড় নারিকেল থাকা সত্বেও অন্যের গাছের ডাব চুরি করে খাওয়া মেয়েদের জন্মগত স্বভাব 🥱
03/06/2025

নিজেদের গাছে বড় বড় নারিকেল থাকা সত্বেও অন্যের গাছের ডাব চুরি করে খাওয়া মেয়েদের জন্মগত স্বভাব 🥱

সৌদি আরব জেদ্দা আছি একজন বাঙালি বন্ধু চাই
03/06/2025

সৌদি আরব জেদ্দা আছি একজন বাঙালি বন্ধু চাই

Track pants > overthinking🤖
27/05/2025

Track pants > overthinking🤖

26/05/2025
ইনসাফ সিনেমায় একশন তো আছেই সাথে রোমান্টিক দৃশ্য, গান দিয়েও জমজমাট হয়ে উঠবে। ফারিণ তাহলে কমার্সিয়ালে এন্ট্রি নিয়েও নিলো ত...
26/05/2025

ইনসাফ সিনেমায় একশন তো আছেই সাথে রোমান্টিক দৃশ্য, গান দিয়েও জমজমাট হয়ে উঠবে।

ফারিণ তাহলে কমার্সিয়ালে এন্ট্রি নিয়েও নিলো তাও আবার রাজের সাথে 💔

আচ্ছা গাইস– মেহজাবীন কী শাকিবকে চিনে না?? না মানে কিছুজন দেখলাম ফটো তোলা সহ আলগা পিরিত নিয়ে ব্যস্ত।★ এবার মূল পয়েন্টে আস...
26/05/2025

আচ্ছা গাইস– মেহজাবীন কী শাকিবকে চিনে না?? না মানে কিছুজন দেখলাম ফটো তোলা সহ আলগা পিরিত নিয়ে ব্যস্ত।

★ এবার মূল পয়েন্টে আসুন:-
চেয়ার আসনে বসা সহ পুরষ্কার নেয়ার সময়, শেষে মঞ্চ তথা স্টেজে সবার পুরষ্কার জয়ী ফটোসেশন পর্ব মিলিয়ে ড্রামা কুইন এবং বর্তমান মুভিপাড়ায় প্রথম সিনেমা দিয়ে তাক লাগিয়ে দেয়া গুণী অভিনেত্রী “মেহজাবীন চৌধুরী” যেনো কোনোভাবে দেখা ও বিন্দুমাত্র কথা বলা তো দূরের কথা; মাগার একটু পাত্তাও দিলেন না মেগাস্টার শাকিব খানকে। যাহা কোলাজ করা ফটোগুলোতে প্রমাণিত..!
👀
স্টেজে কে আছে বা নাই; সেইদিকে মনোযোগ না দিয়ে লিজেন্ড অভিনেত্রী মেহজাবীন প্রথমে তার নাটক ক্যারিয়ারের ইতিহাস সৃষ্টি করা সফল ভার্সেটাইল জুটির– আফরান নিশো এবং পরে নবীনে অ্যাওয়ার্ড জয়ী রেহান'র সাথে খোশগল্পে মেতে ছিলেন যেটা সবাই উপভোগ করলো।

* বিঃদ্রঃ- ব্যাপারগুলো আরো ভালোভাবে খেয়াল করতে আসছে শীঘ্রই ইউটিউবে এবারের মেরিল-আলো পুরষ্কারের পুরো অনুষ্ঠানের পর্বটা ধন্যবাদ।

সমুদ্রে মাছ শিকারে গিয়ে পেলেন ৩০ কেজি স্বর্ণ, কোটিপতি হলেন জেলে
26/05/2025

সমুদ্রে মাছ শিকারে গিয়ে পেলেন ৩০ কেজি স্বর্ণ, কোটিপতি হলেন জেলে

Address

Kishoreganj
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khanka Story BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share