A K M Rabiul Hasan

A K M Rabiul Hasan সত্য সমাগত, মিথ্যা অপসৃত, নিশ্চয় মিথ্যা অপসৃত হওয়ার ছিল । I am a simple man. I want to work for human beings.
(9)

 # # # ⚖️ ৭৫০০ কোটি টাকার দুর্নীতি: সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলাসাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত এবং...
03/08/2025

# # # ⚖️ ৭৫০০ কোটি টাকার দুর্নীতি: সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা

সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত এবং বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট **মো. জাহাঙ্গীর আলম** ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা **গোলাম কিবরিয়ার** বিরুদ্ধে **দুর্নীতি দমন কমিশন (দুদক)** একটি মামলা করেছে।

📍 **অভিযোগ ও অনুসন্ধান**
রোববার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের **মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন**।

তিনি জানান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া **ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে**, নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বরাদ্দ দিয়ে **সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল** থেকে **৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেন**। পরে এই অর্থ **বিদেশে পাচার** করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

📌 **অভিযোগের প্রেক্ষাপট**
দুদক জানায়, সিটি করপোরেশনের নামে **ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট** খোলা হয়। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত ওই অ্যাকাউন্টে **কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন** করে আত্মসাৎ করেন জাহাঙ্গীর আলম।

📢 দুদক মহাপরিচালক বলেন,

> “এই অর্থ আত্মসাৎ **দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা**। আইন তার নিজস্ব গতিতে চলবে।”

📜 **রাজনৈতিক প্রেক্ষাপট**
২০১৮ সালের **গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন**ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। কিন্তু ২০২১ সালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে **আপত্তিকর মন্তব্য** করায় **আওয়ামী লীগ তার সদস্যপদ বাতিল** করে এবং তিনি **মেয়র পদ থেকেও বরখাস্ত** হন।

🔍 এরপর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর **জাহাঙ্গীর আলম ভারতে পালিয়ে যান**। তার একটি **উস্কানিমূলক অডিও বার্তা** সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন:

> “যে শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুমাতে পারে না, ওই শহরে কাউকে ঘুমাতে দেওয়া হবে না।”

🎯 **মূল অভিযোগের বিষয়সমূহ**:

* ভুয়া টেন্ডার ও বিল
* সরকারি অর্থ আত্মসাৎ
* ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট
* বিদেশে অর্থ পাচার
* রাজনৈতিক পদ হারানো ও পালিয়ে যাওয়া

#জাহাঙ্গীরআলম #গাজীপুরসিটি #দুদকমামলা #দুর্নীতির_অভিযোগ #টাকা_আত্মসাৎ #বিদেশে_অর্থপাচার #সাবেকমেয়র #আওয়ামীলীগ #বাংলাদেশরাজনীতি #দুর্নীতিবিরোধীআন্দোলন

**‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির**জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে জাতির স...
03/08/2025

**‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির**

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে জাতির সামনে হাজির হয়েছে। আজ **রোববার, ৩ আগস্ট** রাজধানীর **কেন্দ্রীয় শহীদ মিনারে** আয়োজিত এক গণসমাবেশে দলের আহ্বায়ক **নাহিদ ইসলাম** ‘নতুন বাংলাদেশের’ রূপরেখা তুলে ধরে **২৪ দফা ইশতেহার** ঘোষণা করেন।

শহীদ মিনারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন,

> **“এই পবিত্র স্মৃতিসৌধ থেকে আমরা একটি নতুন যাত্রার সূচনা করছি। আজ আমরা ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি—যা আমাদের স্বপ্নের রাষ্ট্র নির্মাণে পথ দেখাবে।”**

# # # 🟨 ইশতেহারের ২৪ দফা মূল প্রতিশ্রুতি:

১. **নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রবর্তন**
২. **জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার**
৩. **গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার**
৪. **ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইনের আধুনিকায়ন**
৫. **সেবামুখী প্রশাসন ও দুর্নীতির নির্মূল**
৬. **জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গঠন**
৭. **গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার**
৮. **স্বাধীন গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজ**
৯. **সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় উদ্যোগ**
১০. **জাতিগঠনের ভিত্তিতে আধুনিক শিক্ষানীতি প্রণয়ন**
১১. **গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব ঘটানো**
১২. **ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা**
১৩. **নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন**
১৪. **মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনৈতিক কাঠামো**
১৫. **তারুণ্যকে সম্পদে রূপান্তর ও কর্মসংস্থানের সুযোগ**
১৬. **বহুমুখী বাণিজ্য ও টেকসই শিল্পায়ন নীতি**
১৭. **টেকসই কৃষি ও খাদ্যে স্বনির্ভরতা অর্জন**
১৮. **শ্রমিক ও কৃষকের অধিকার সংরক্ষণ**
১৯. **জাতীয় সম্পদের স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা**
২০. **নগরায়ণ, পরিবহণ ও আবাসন ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন**
২১. **জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও নদী-সমুদ্র রক্ষা**
২২. **প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার সুরক্ষা**
২৩. **বাংলাদেশকেন্দ্রিক বাস্তববাদী ও সাহসী পররাষ্ট্রনীতি**
২৪. **রাজনীতিকে অর্থ ও অস্ত্রের প্রভাবমুক্ত করে জনসম্পৃক্ত ধারা গঠন**

ইশতেহার ঘোষণার পূর্বে আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন,

> **“আমরা এমন এক রাজনৈতিক দল গঠন করব, যেখানে স্বৈরাচার আর কখনো মাথাচাড়া দিতে পারবে না।”**

# # # 🟨 ‘নতুন বাংলাদেশের পথে সাহসী পদক্ষেপ’

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব **আখতার হোসেন**, যিনি বলেন—

> **“আজকের ইশতেহার হবে নতুন বাংলাদেশের রূপরেখা। এই দিকনির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি সংকট মোকাবিলা করব এবং আশার দ্বার খুলব। সকল ধর্ম, জাতিসত্তা, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ।”**

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির **জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন**, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা। বিকেল ৪টার পর থেকেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

---

🔗 ***
জাতীয় নাগরিক পার্টির এই ইশতেহার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি নয়—এটি একটি ভবিষ্যত দর্শনের বহিঃপ্রকাশ। রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন ধারা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

#জাতীয়নাগরিকপার্টি
#নাহিদইসলাম
#নতুনবাংলাদেশ
#২৪দফাইশতেহার
#শহীদমিনারসমাবেশ
#রাজনৈতিকসংস্কার
#দ্বিতীয়প্রজাতন্ত্র
#গণতন্ত্ররক্ষা
#স্বৈরাচারবিরোধী
#জনবান্ধবরাজনীতি
#নাগরিকঅধিকার
#নবদিগন্ত
#বাংলাদেশপন্থীপররাষ্ট্রনীতি
#প্রবাসীবাংলাদেশি
#নারীরক্ষমতায়ন
#যুবসমাজ
#শিক্ষানীতি
#স্বাস্থ্যসেবা
#পরিবেশসংরক্ষণ

03/08/2025

"২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি"

03/08/2025

03/08/2025
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে ব্যক্তি উদ্যোগে দলের কোনো নেতা নির্বাচন কমিশনে আবেদন করতে পারবে না। যদি কারও কোনো ব...
02/08/2025

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে ব্যক্তি উদ্যোগে দলের কোনো নেতা নির্বাচন কমিশনে আবেদন করতে পারবে না। যদি কারও কোনো বক্তব্য থাকে দলকে আগে জানাতে বলা হয়েছে। এজন্য দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 # # # **৫ আগস্ট উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের 'জুলাই ঘোষণাপত্র', প্রধান দলগুলোকে পাঠানো হয়েছে খসড়া****ঢাকা, ২ আগস্ট ...
02/08/2025

# # # **৫ আগস্ট উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের 'জুলাই ঘোষণাপত্র', প্রধান দলগুলোকে পাঠানো হয়েছে খসড়া**

**ঢাকা, ২ আগস্ট ২০২৫:**
দেশের অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। আগামী **৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে** এ গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব **শফিকুল আলম**।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির উদ্দেশে এটি উপস্থাপন করা হবে।”

এর আগে **তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম** জানান, ঘোষণাপত্রটি ৫ আগস্টের আগেই প্রকাশ করা হবে বলে সরকার আশা করছে। আজ সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত **‘জুলাই পুনর্জাগরণ’** শীর্ষক এক র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

# # # **গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে অন্তর্বর্তী সরকার ও ‘জুলাই ঘোষণাপত্র’**

গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক চাপে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মূল ম্যান্ডেট হলো—

* রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার,
* সুশাসন নিশ্চিতকরণ,
* এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক ভিত্তিপ্রস্তর স্থাপন।

এই প্রেক্ষাপটে ‘**জুলাই ঘোষণাপত্র**’কে একটি **দিকনির্দেশনামূলক ঐতিহাসিক দলিল** হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

# # # **প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হয়েছে**

সরকার সূত্রে জানা গেছে, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যেই দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল—

* **বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)**,
* **বাংলাদেশ জামায়াতে ইসলামি**,
* এবং **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**
—কে পাঠানো হয়েছে **তাদের মতামত ও পরামর্শ** দেয়ার জন্য।

# # # **গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে ‘জুলাই ঘোষণাপত্র’**

এই ঘোষণাপত্রটি শুধু অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারপত্রই নয়, বরং পরবর্তী জাতীয় নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের পথনকশাও হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন দৃষ্টি সকলের ৫ আগস্টের দিকে, যেদিন জাতি জানতে পারবে— ভবিষ্যতের রাষ্ট্র গঠনের রূপরেখা কী হতে যাচ্ছে।

#জুলাই_ঘোষণাপত্র #অন্তর্বর্তী_সরকার #গণঅভ্যুত্থান #বাংলাদেশ_রাজনীতি #সংবিধান_সংস্কার #জনগণের_আকাঙ্ক্ষা #রাজনৈতিক_পরিবর্তন #৫আগস্ট #জাতীয়_ঘোষণাপত্র

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
02/08/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

12/04/2025

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ। মার্চ ফর গা💕জা। পুরো ঢাকায় মানুষের ঢ্ল।



Akm Rabiul Hasan

Big shout out to my newest top fans! 💎 Emam HasanDrop a comment to welcome them to our community,  fans
12/04/2025

Big shout out to my newest top fans! 💎 Emam Hasan

Drop a comment to welcome them to our community, fans

Address

Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when A K M Rabiul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A K M Rabiul Hasan:

Share