Voice of Sinthiya

Voice of Sinthiya জীবনের প্রতিটি মূহুর্ত অন্যের উপকার করেই কাটাতে চাই! বাচঁতে চাই সাধারণ হয়ে,,আর মরতে চাই ইতিহাস হয়ে।
(22)

সবাই যখন টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, জমি, ফ্লাট ভবিষ্যৎ  নিয়ে আলোচনা করে তখন আমি চুপচাপ বসে ফোন চাপি, কারণ আমার টাকাও নেই কো...
01/08/2025

সবাই যখন টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, জমি, ফ্লাট ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে তখন আমি চুপচাপ বসে ফোন চাপি, কারণ আমার টাকাও নেই কোনো পরিকল্পনাও নেই।😁😁

সবচেয়ে বড় কথা আমি অন্যেরটা দেখে কোনোদিন আফসোস করিনা, কারণ আমি বিশ্বাস করি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহ'র পরিকল্পনা উত্তম।
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।🥰🥰

fans

One cup black coffee without sugar কথাটা বলার সাথে সাথে শরীরে যে একটা ভাব চলে আসে।😎😎 ভাইরে ভাই কিন্তু খাওয়ার পরে মনে হয় ...
29/07/2025

One cup black coffee without sugar কথাটা বলার সাথে সাথে শরীরে যে একটা ভাব চলে আসে।😎😎

ভাইরে ভাই কিন্তু খাওয়ার পরে মনে হয় হারিয়ে ফেলেছি জীবনের সব পাসওয়ার্ড।😤😤

#ডায়েটকফি

মহৎ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে সম্মান করে না,আর নীচ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে অপমান করে কথা বলে না। স্ত্রী হচ্ছে ...
27/07/2025

মহৎ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে সম্মান করে না,আর নীচ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে অপমান করে কথা বলে না।

স্ত্রী হচ্ছে পুরুষের পরিবারের একাংশ, আর যে ব্যক্তি তার পরিবার কে অপমান করবে সে তার জীবন থেকে সমস্ত সুখ,শান্তি হারিয়ে ফেলবে।
fans

22/07/2025

আমরা সবাই গাধা। কিংবা বুদ্ধি প্রতিবন্ধী। আমাদের তারা যা বলবে আমরা তাই মেনে নিবো। পরিপূর্ণভাবে বিশ্বাস করবো।

চারটা শ্রেণীকক্ষের কেউ বের হতে পারে নাই, ছাত্র শিক্ষক কেউ না। এটাও তারাই বলেছে। আমরাও বিশ্বাস করেছি। এখন তারাই বলছে নিহতের সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৭ হয়েছে।

আমরা এটাই বিশ্বাস করি। সত্য বলে মানি। যদিও আমরা জানি মাইলস্টোনে প্রতি শ্রেণীকক্ষে ৫০ থেকে ৬০ জন ছাত্রছাত্রী থাকে।

তবুও আমরা বিশ্বাস করি নিহতের সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৭ এ পৌঁছেছে।

তিতা হলেও চরম সত্য এ দেশে সবচেয়ে বেশি রাজনীতি হয় লাশের সাথে।

জানালার কাছে জমে থাকা পোড়া দেহগুলো লাশ নয় পুতুল ছিলো। ছাই হয়ে যাওয়া জীবন্ত খেলনা পুতুল।😭😭

একজন স্ত্রী মধু হবে নাকি বিষ, সেটা নির্ভর করে তার স্বামীর উপর।কারণ, একটা নারী যখন কারও ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে—not শ...
21/07/2025

একজন স্ত্রী মধু হবে নাকি বিষ, সেটা নির্ভর করে তার স্বামীর উপর।
কারণ, একটা নারী যখন কারও ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে—not শুধু নিজের জন্য, বরং তার নতুন পরিবারের জন্য।

একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়।
তাহলে সেই স্ত্রী হয়ে ওঠে ঘরের আশীর্বাদ।
সকালটা হয় মিষ্টি, সন্ধ্যাটা হয় শান্তির।
সে হাসে, পরিবারের জন্য জ্বলে—একটা প্রদীপের মতো।

কিন্তু স্বামী যদি অবহেলা করে, ছোট করে, কটু কথা বলে,
তাহলে সেই মেয়েটাই ধীরে ধীরে বিষে রূপ নেয়—not কারণ সে খারাপ।
বরং কারণ তাকে তিলে তিলে বিষ খাইয়ে দেওয়া হয় প্রতিদিন।

অনেক স্বামী বলে, আমার বউ বদলে গেছে।
আসলে স্ত্রী বদলায় না, বদলায় তার হাসির কারণ, বদলায় তার সম্মানের জায়গা।

একটা কথা সব স্বামীদের মনে রাখা উচিত—
আপনি যেমন ব্যবহার করেন, স্ত্রী তেমনই হয়ে ওঠে।
তাকে যদি কাঁটার মাঝে রাখেন, সে বাঁচবে কাঁটা হয়ে।
আর যদি ভালোবাসার ছায়া দেন, সে ফুটে উঠবে একটা ফুল হয়ে।

স্ত্রীকে ভালোবাসা মানে শুধু ভালো স্ত্রী পাওয়া নয়—
বরং একটা ঘরের ভবিষ্যত, শান্তি আর ভালোবাসার ভিত্তি গড়া।
তাই মনে রাখবেন, স্ত্রী মধু হবে নাকি বিষ!! সেটা একজন স্বামী হিসাবে আপনিই নির্ধারণ করবেন।
fans

আপনার হাসবেন্ড/স্ত্রী  কেমন??একটা সবজির সাথে তুলনা করে ব্যাখ্যা করে যান,,দেখি কারটা ভালো হয়।🙃🙃             fans
17/07/2025

আপনার হাসবেন্ড/স্ত্রী কেমন??
একটা সবজির সাথে তুলনা করে ব্যাখ্যা করে যান,,
দেখি কারটা ভালো হয়।🙃🙃
fans

Address

Palashbari
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Sinthiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category