25/11/2025
অতি বড় সুন্দরী, না পায় বর। অতি বড় ঘরনি , না পায় ঘর। নিখুঁতভাবে মনে নেই কিন্তু এরকমই প্রবাদটা। বেশী সুন্দরীরা স্বামী পায়না, আর বেশী সংসারী মনোভাবের মেয়েদের সংসার হয়না।
অবশ্য সব কিছুর উপরে থাকে ভাগ্য। ভাগ্যে থাকতে হয়। বেশ কিছুদিন আগে দেখলাম ভারতের কমেডিয়ান ভারতী সিং আবারও মা হচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে গিয়ে সুখবর টা দিলেন। কী সুন্দর করে ক্যাপশন দিয়েছে, we are pregnant again
আহা!
নায়িকাদের মতো রূপ , ফিগার কিছুই নেই মেয়েটার। ছেলেদের চোখে কুৎসিত মেয়ে যাকে বলে। যখন প্রথম কমেডি সার্কাস শো তে দেখলাম, ওজনও অনেক বেশী ছিলো।
কিন্তু কী সুন্দর করে নিজের ওজন নিয়ে নিজেই মজা করতো আর বলতো , আপনার নিজের খুঁত গুলো নিজেই মানুষকে বলবেন । তাহলে আর মানুষ আপনাকে ছোটো করার সুযোগই পাবেনা।
এখন তো নিজেকে অনেক বদলে ফেলেছে। দেখলেই বোঝা যায় কতোটা আত্মবিশ্বাসে ভরা মেয়েটা। স্বামী, সন্তান নিয়ে সবসময় ভ্লগ শেয়ার করে। সুখী ভাব চোখেমুখে।
অন্যদিকে ঐশ্বরিয়া আর অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন যখন বার বার শুনি । মনে হয়, বিশ্বের অন্যতম সেরা সুন্দরীর স্বামীও অন্য নারীতে আসক্ত হয়?? তারাও সঙ্গী ছাড়া হয়?? এতো এতো অনুরাগী তার। কতো মানুষ তাকে একনজর দেখতে চায়। কিন্তু সে যার নজরে বন্ধী হতে চায় সেই মানুষটাই নেই তার কাছে।
একটা পবিত্র সম্পর্ক হচ্ছে সঞ্চয়ী একাউন্টের মতো। যেটা অল্প অল্প করে জমা হয়ে শেষ জীবনে আমাদের ভরসা দেয়। যখন দুনিয়ার সবার কাছে আপনি মূল্যহীন। তখনও শুধু ওই একটা পবিত্র সম্পর্কের মানুষের কাছে আপনি সবচাইতে দামী।
এতো এতো সম্পর্ক আমাদের জীবনে। মা, বাবা, বোন, ভাই, নানা, মামা, চাচা। কিন্তু একটা সর্ম্পকের নামই জীবনসঙ্গী। কতটা ভরসা, ভালোবাসা , বিশ্বাস দিতে হয় এমন একটা সর্ম্পকে।
আমরা বলি, পুরুষ পরকীয়া করে, পুরুষজাতি খারাপ। তাদের বিশ্বাস করতে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে পরকীয়া করেটা কার সাথে?? নিশ্চয়ই কোনো নারীর সাথে?? তার মানে, পৃথিবীতে যতো পরকীয়া করা খারাপ পুরুষ,ঠিক সেই সমান খারাপ নারীও আছে। মূল কথা আসলে নিজে ঠিক থাকলেই জগৎ ভালো।
পুরুষকে কেনো আটকাবে নারী?? নারী কী শিকারী?? জাল নিয়ে থাকবে?? কোনো পুরুষ যদি তার জীবনসঙ্গীর কাছে কমিটেড হয়, সেতো নিজেই অন্য নারীদের থেকে নিজেকে দূরে রাখবে। তাইনা??
fans