Voice of Sinthiya

Voice of Sinthiya জীবনের প্রতিটি মূহুর্ত অন্যের উপকার করেই কাটাতে চাই! বাচঁতে চাই সাধারণ হয়ে,,আর মরতে চাই ইতিহাস হয়ে।
(21)

অতি বড় সুন্দরী, না পায় বর। অতি বড় ঘরনি , না পায় ঘর। নিখুঁতভাবে মনে নেই কিন্তু এরকমই প্রবাদটা। বেশী সুন্দরীরা স্বামী ...
25/11/2025

অতি বড় সুন্দরী, না পায় বর। অতি বড় ঘরনি , না পায় ঘর। নিখুঁতভাবে মনে নেই কিন্তু এরকমই প্রবাদটা। বেশী সুন্দরীরা স্বামী পায়না, আর বেশী সংসারী মনোভাবের মেয়েদের সংসার হয়না।

অবশ্য সব কিছুর উপরে থাকে ভাগ্য। ভাগ্যে থাকতে হয়। বেশ কিছুদিন আগে দেখলাম ভারতের কমেডিয়ান ভারতী সিং আবারও মা হচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে গিয়ে সুখবর টা দিলেন। কী সুন্দর করে ক্যাপশন দিয়েছে, we are pregnant again
আহা!

নায়িকাদের মতো রূপ , ফিগার কিছুই নেই মেয়েটার। ছেলেদের চোখে কুৎসিত মেয়ে যাকে বলে। যখন প্রথম কমেডি সার্কাস শো তে দেখলাম, ওজনও অনেক বেশী ছিলো।

কিন্তু কী সুন্দর করে নিজের ওজন নিয়ে নিজেই মজা করতো আর বলতো , আপনার নিজের খুঁত গুলো নিজেই মানুষকে বলবেন । তাহলে আর মানুষ আপনাকে ছোটো করার সুযোগই পাবেনা।

এখন তো নিজেকে অনেক বদলে ফেলেছে। দেখলেই বোঝা যায় কতোটা আত্মবিশ্বাসে ভরা মেয়েটা। স্বামী, সন্তান নিয়ে সবসময় ভ্লগ শেয়ার করে। সুখী ভাব চোখেমুখে।

অন্যদিকে ঐশ্বরিয়া আর অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন যখন বার বার শুনি । মনে হয়, বিশ্বের অন্যতম সেরা সুন্দরীর স্বামীও অন্য নারীতে আসক্ত হয়?? তারাও সঙ্গী ছাড়া হয়?? এতো এতো অনুরাগী তার। কতো মানুষ তাকে একনজর দেখতে চায়। কিন্তু সে যার নজরে বন্ধী হতে চায় সেই মানুষটাই নেই তার কাছে।

একটা পবিত্র সম্পর্ক হচ্ছে সঞ্চয়ী একাউন্টের মতো। যেটা অল্প অল্প করে জমা হয়ে শেষ জীবনে আমাদের ভরসা দেয়। যখন দুনিয়ার সবার কাছে আপনি মূল্যহীন। তখনও শুধু ওই একটা পবিত্র সম্পর্কের মানুষের কাছে আপনি সবচাইতে দামী।

এতো এতো সম্পর্ক আমাদের জীবনে। মা, বাবা, বোন, ভাই, নানা, মামা, চাচা। কিন্তু একটা সর্ম্পকের নামই জীবনসঙ্গী। কতটা ভরসা, ভালোবাসা , বিশ্বাস দিতে হয় এমন একটা সর্ম্পকে।

আমরা বলি, পুরুষ পরকীয়া করে, পুরুষজাতি খারাপ। তাদের বিশ্বাস করতে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে পরকীয়া করেটা কার সাথে?? নিশ্চয়ই কোনো নারীর সাথে?? তার মানে, পৃথিবীতে যতো পরকীয়া করা খারাপ পুরুষ,ঠিক সেই সমান খারাপ নারীও আছে। মূল কথা আসলে নিজে ঠিক থাকলেই জগৎ ভালো।

পুরুষকে কেনো আটকাবে নারী?? নারী কী শিকারী?? জাল নিয়ে থাকবে?? কোনো পুরুষ যদি তার জীবনসঙ্গীর কাছে কমিটেড হয়, সেতো নিজেই অন্য নারীদের থেকে নিজেকে দূরে রাখবে। তাইনা??

fans

আবেগ প্রবণ নারী হওয়া বড় ঝামেলার ব্যাপার। অল্পতে মন খারাপ হয়। চোখে পানি আসে। লোকালয় ছেড়ে কোথাও একটা হারিয়ে যেতে ইচ্ছে হয়।...
14/11/2025

আবেগ প্রবণ নারী হওয়া বড় ঝামেলার ব্যাপার। অল্পতে মন খারাপ হয়। চোখে পানি আসে। লোকালয় ছেড়ে কোথাও একটা হারিয়ে যেতে ইচ্ছে হয়। এমন নিগূঢ় মন খারাপ নিয়ে বাড়িতে ফোন করলাম। মোবাইলের ওপাশে নানুর কন্ঠ শুনেই গলা ধরে আসলো, টপটপ করে গড়িয়ে পড়তে লাগল চোখের পানি। কোনো কারণ নেই, এমনিই। আমি কেঁদেছি নানুর কাছে এই কথা শুনে কল করলো আমার ভাই, ফোন দিয়েই বললো,, তুমি নাকি নানুর কাছে কেঁদেছো!! কাঁদছো কেনো??

' কাঁদো কেনো আপু?? কি হইছে??কি সমস্যা তোমার আমাকে বলো?? আব্বু আম্মুর অবর্তমানে এইযে আমি এখনো জীবিত আছি তো। তোমার যখন ইচ্ছে ফোন দিবা। কোনো প্রয়োজন হলে আমাকে বলবা, আমি যতো ব্যস্ত থাকি তোমার জন্য সবসময় ফ্রী।

এবার আমার চোখে পানি চলে এলো আহ্লাদে। আহারে আমার ভাই! মিষ্টি ভাই। পুরুষ মানুষ একজন বাবা আর ভাই হিসেবে যতো সুন্দর হয়। ততটা সুন্দর বুঝি আর কোনো রূপে হতে পারে না।

(আল্লাহুম্মা বারিক লাহু)

fans

কিছু মানুষ জীবনে এমনভাবে আসে, যেনো তারা আপনার জীবনের সাথে অনেক আগে থেকেই সম্পৃক্ত ছিল, শুধু দেখা হয়নি এতোদিন। তাদের সাথে...
13/11/2025

কিছু মানুষ জীবনে এমনভাবে আসে, যেনো তারা আপনার জীবনের সাথে অনেক আগে থেকেই সম্পৃক্ত ছিল,
শুধু দেখা হয়নি এতোদিন।

তাদের সাথে মিশতে এবং বুঝতে সময় লাগেনা, সবকিছু অদ্ভুতভাবে ঠিকঠাক লাগে।

তারা আপনার জীবনে আলো আনে অনিচ্ছাকৃত ভাবেই, ভালোবাসা দেয় কোনো প্রত্যাশা ছাড়াই।

তাদের উপস্থিতি জীবনটাকে সহজ করে দেয়, যেনো বিশৃঙ্খলার ভেতরেও একটু শান্তি পাওয়া যায়।

অনেকের জীবনে এরকম মানুষ হয়তো অলরেডি আছে শুধু সঠিক মূল্যায়ন করতে পারেনা।

সব ভালোবাসা বড় কোনো আয়োজন দিয়ে আসে না। কিছু ভালোবাসা শুধু উপস্থিত থাকলেই জীবনটা বদলে যায়।

fans

মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবাই যেনো অদ্ভুত এক জাদু বলে হঠাৎ করেই টক্সিক হয়ে গিয়েছে। কেউ আর ভালো নেই। যেদিকে তাকাই কেবল নে...
12/11/2025

মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবাই যেনো অদ্ভুত এক জাদু বলে হঠাৎ করেই টক্সিক হয়ে গিয়েছে। কেউ আর ভালো নেই। যেদিকে তাকাই কেবল নেগেটিভ মানুষ, নেগেটিভ ভাবনা৷ কে কীভাবে কাকে দুঃখ দিতে পারবে তার অদৃশ্য প্রতিযোগিতা চলছে সর্বক্ষণ। ভাষার কী ভয়ংকর অপব্যবহার! জীবনের অপব্যবহার! দুটো দিনই তো বাঁচবো আমরা। আজ অথবা আর দুই দন্ড পর আমরা কেউই আর থাকব না । থেকে যাবে কেবল স্মৃতি, কথারা। তারপরও, এই দুই দন্ডের বেঁচে থাকাকে মানুষ কেনো এতো বিষাক্ত করে??

জীবনের প্রতি তাদের এতো কীসের ক্ষোভ?
যে প্রাণটি হাসতে ভালোবাসে সে হাসুক না!
যে গাইতে ভালোবাসে তাকে প্রাণখুলে গাইতে দেন।
যে আকাশ দেখতে ভালোবাসে সে আকাশ দেখুক।
যার উড়তে শেখার ইচ্ছে হয় সে উড়তে শিখুক।
যে মুখ ফুলিয়ে গল্প বলতে ভালোবাসে, মন উজার করে লিখতে ভালোবাসে সে লিখে যাক।

খুব অল্প সময় নিয়ে এসেছি আমরা পৃথিবীতে। দু'টো মাত্র দিন তারপর ফিরে যাবো। অযথা সমালোচনা, তিক্ততা, অশ্লীলতা, অপমানের চাপে পরে এই দু'টো দিনও চোখের পলকে হারিয়ে যাচ্ছে। ভার, অস্থির হচ্ছে হৃদয়। অস্থির হৃদয় শান্ত করতে আমরা আরও উল্লাসে মাতছি।

কেড়ে নিচ্ছি কারো হাসি, মন্দ করছি দিন। জানালার কপাট এঁটে আকাশটাকে রুদ্ধ করছি। কথার ধারে পাখা কাটছি কারো। কিন্তু কী লাভ হচ্ছে তাতে?? কোথাও কোনো লাভ নেই। কেবল ভালোবাসার দম আটকে ধরে বেড়ে যাচ্ছে ঘৃণা।

fans

"লোকে কি বলবে"   এই চিন্তাটা আমাদের সমাজে খুব গভীরভাবে গেঁথে আছে। এটা আমাদের নিজের ইচ্ছা, স্বপ্ন, বা সিদ্ধান্তগুলোকে বাস...
11/11/2025

"লোকে কি বলবে"
এই চিন্তাটা আমাদের সমাজে খুব গভীরভাবে গেঁথে আছে। এটা আমাদের নিজের ইচ্ছা, স্বপ্ন, বা সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে বাঁধা দেয়।
খুব খারাপ পরিস্থিতিতে থাকার পরেও, জীবনের কঠিন সিদ্ধান্ত গুলো নেওয়া যায় না শুধুমাত্র,
লোকে কি বলবে এটার জন্য!

কিন্তু একটা সত্য হলো:
লোকে সব সময় কিছু না কিছু বলবেই। আপনি যাই করেন না কেনো, সবাইকে খুশি রাখা অসম্ভব।
আপনি নিজের জন্য বাঁচবেন, নাকি "লোকে"র জন্য??

যদি আপনি নিজের মতো করে জীবন না চালান, তাহলে শেষে আফসোসটাও আপনার একারই হবে।

একটা ছোট্ট কথা মনে রাখবেন,,
"আপনার জীবন আপনি বাঁচবেন — লোকে শুধু কথা বলবে, তারপর কয়দিন পরে সব ভুলে যাবে।"

fans

পূর্ণাঙ্গ মানুষ বলতে জ্ঞানীরা কী বুঝায় আমি জানি না। তবে  ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বিনয় মানুষের মনুষ্যত্বের সৌন্দর্য ব...
10/11/2025

পূর্ণাঙ্গ মানুষ বলতে জ্ঞানীরা কী বুঝায় আমি জানি না। তবে
ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বিনয় মানুষের মনুষ্যত্বের সৌন্দর্য বাড়ায়। কিন্তু আজকাল মানুষের মধ্যে বিনয় ব্যাপারটা এতো কম। স্ট্রেট ফরওয়ার্ড হলেই যে বিনয় ত্যাগ করতে হবে এরকম কোনো কথা নেই। দুটো আলাদা বিষয়। যেমন ইগো/অহংকার ও আত্মসম্মানবোধ দুটো আলাদা বিষয়।

কিন্তু মানুষ এই দু'টোকে গুলিয়ে ফেলে। ঠিক তেমনই কর্কশ, রূঢ়ভাষী হওয়াকে মানুষ আজকাল স্ট্রেট ফরওয়ার্ড হওয়া বলে। আমি একটু প্রাচীনপন্থী মানুষ। আমার মধ্যে আধুনিকতা একটু কম। এই আধুনিক মানুষদের ভিড়ে আমি একটু জড়োসড়ো হয়ে থাকি। তাই হয়তো আমার কাছে আধুনিক যুগের এই 'স্ট্রেট ফরওয়ার্ড' বিহেভিয়ার ভারি অসহনীয় লাগে।

যুগ যতোই আধুনিক হোক। আমি আমার ছোটদের বলবো, বিনয়ী হও। নিজের অধিকারে ছাড় দিও না। প্রতিবাদী হও। তবে তার সঙ্গে বিনয়ীও হও।

fans

মানব জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একজন কথা বলার সঙ্গী পাওয়া। কোনো অভিমান অভিযোগ নয়,যে শুনবে  সমস্ত অনুভূতি গুলোকে ভালোব...
05/11/2025

মানব জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একজন কথা বলার সঙ্গী পাওয়া। কোনো অভিমান অভিযোগ নয়,যে শুনবে সমস্ত অনুভূতি গুলোকে ভালোবেসে খুব যত্ন করে।
মানুষ কথার অভাবে খুব অসহায় হয়ে পরে। শুন্য হতে হতে শুন্যতায় হারিয়ে ফেলে সম্পর্ক।

কারো সাথে নির্দ্বিধায় কথা বলতে পারলে জীবনের ভার গুলোও আস্তে আস্তে অনেক টা হালকা হয়ে যায়। প্রশান্তির হাওয়া বয় ভালোলাগা বেড়ে যায়।
মানুষ বাঁচে কথায়, মানুষ বাঁচে মায়ায়।❤️❤️
fans

Address

Palashbari
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Sinthiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category