অনুষ্ঠান বাড়ি

অনুষ্ঠান বাড়ি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনুষ্ঠান বাড়ি, Digital creator, ছায়ানীড় The Hasnat Zone House, Chandan Nagar Chatra Bazar, Niyamot pur, 6520, Rajshahi.
(1)

অনুষ্ঠান বাড়ি
স্মৃতির ফ্রেমে ভালোবাসার গল্প।
হৃদয়ের গভীর থেকে উঠে আসা গল্পগুলোকে আমরা ছুঁয়ে যাই ক্যামেরার কোমল ছায়ায়, যেখানে ভালোবাসা হারায় না, শুধু সময়ের সাথে আরও দীপ্ত হয়ে ওঠে। 🎉✨ অনুষ্ঠান বাড়ি – আপনার অনুষ্ঠানের সেরা স্মৃতি ধরে রাখি
ফটোগ্রাফি | ভিডিওগ্রাফি | ইভেন্ট কভারেজ

"অনুষ্ঠান বাড়ি" আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, প

ারিবারিক মিলনমেলা, কর্পোরেট ইভেন্ট – যেকোনো আয়োজনে আমরা দিয়ে থাকি প্রিমিয়াম ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি পরিষেবা।
আমাদের অভিজ্ঞ টিম দক্ষতার সাথে আপনার বিশেষ দিনগুলোর প্রতিটি আবেগঘন মুহূর্তকে শিল্পের ছোঁয়ায় বন্দী করে।

🔹 মনোমুগ্ধকর ছবি ও ভিডিও
🔹 পেশাদার সম্পাদনা ও ক্রিয়েটিভ টাচ
🔹 কাস্টমাইজড সার্ভিস প্যাকেজ

📍 আমাদের কাজ দেখতে এবং জানতে ফলো করুন:
🔗 page: অনুষ্ঠান বাড়ি

অনুষ্ঠান বাড়ি – যেখানে আপনার স্মৃতি হয়ে ওঠে চিরকালীন গল্প।

Rimon Kumar এর বিয়ের ট্রেইলার  আসছে আজ সন্ধের পর।
04/08/2025

Rimon Kumar এর বিয়ের ট্রেইলার আসছে আজ সন্ধের পর।

15/07/2025

Presenting "Tomak Na Lekha Chithita", a mesmerizing Bengali romantic music video filmed amidst the vibrant mustard flower fields of Shantahar. This cinematic journey pays heartfelt tribute to the beauty of Shorisha Phool — the soul of rural Bengal.

🎬 Model: Deepika Walid
📷 Director | Cinematographer | Editor | Colorist:
Chief Cinematographer & Photographer of OnusthanBari com
📍 Location: Shantahar, Bangladesh
🎥 Shot in Stunning 4K
📸 Gear Used: Sony A7 Mark IV + Sigma 85mm f/1.4 DG DN Art Lens

🎵 Song Credits (Recreated Version):
Song Title: Tomak Na Lekha Chithita (Sayiaan)
Singer: Rupak Tiary
Guitar: Jakir
Programming, Mix & Master: Rupak Tiary

🎶 Original Song Credits:
Singer: Soham Chakraborty
Music: Indradeep Dasgupta
Lyrics: Sharan Dutta
Film: Bor Asbe Ekhuni
Edit Courtesy: Thinkbizz Marcom Pvt Ltd
🎨 Illustration Courtesy:

📢 Why You’ll Love This Video:
✔ Authentic rural Bengali beauty
✔ Breathtaking mustard flower visuals
✔ Deep emotional storytelling
✔ Professionally shot with premium camera gear
✔ Talented model performance by Deepika Walid

👍 If this touched your heart, don’t forget to:
✅ Like ❤️
✅ Share 🔁
✅ Comment 🗨️
✅ Subscribe 🔔 to our channel for more original Bengali creations.

📩 Business Inquiries: [onusthanbari com]
📸 Follow us:

🌼 টাঙ্গাইলের মাটি, আলো আর হলুদের নরম ছোঁয়ায় সাজানো এক বিকেল…সাদামাটা মুহূর্তগুলোও কখন যেন হয়ে উঠেছিল শিল্প,যার প্রতিটি ভ...
30/06/2025

🌼 টাঙ্গাইলের মাটি, আলো আর হলুদের নরম ছোঁয়ায় সাজানো এক বিকেল…
সাদামাটা মুহূর্তগুলোও কখন যেন হয়ে উঠেছিল শিল্প,
যার প্রতিটি ভাঁজে ছিল Sangita Paul-এর মৃদু হাসি আর আত্মবিশ্বাস।
ফ্রেমের পেছনে নিঃশব্দে গল্প লিখে গেছেন ফটোগ্রাফার Hasnat Zone —
এই ছবিগুলো শুধু স্মৃতি নয়, একেকটা ছোট কবিতা যেন স্মৃতির পৃষ্টা।

📍 লোকেশন: টাঙ্গাইল

🕰️  অপেক্ষারেস্টুরেন্টটা খুব জমজমাট নয় আজ। সন্ধ্যার আলো একটু ঝিম ধরা, রোদ-মাখা জানালায় কাচের ওপারে শহরটা হিম শ্বাস ফেলছে...
25/06/2025

🕰️ অপেক্ষা

রেস্টুরেন্টটা খুব জমজমাট নয় আজ। সন্ধ্যার আলো একটু ঝিম ধরা, রোদ-মাখা জানালায় কাচের ওপারে শহরটা হিম শ্বাস ফেলছে। রোদের তাপ নেই, কেবল আলো আছে।

মেয়েটি এক কোণে বসে আছে। পরনে হালকা একপিস, মুখে নরম অথচ ভাবলেশহীন এক অভিব্যক্তি। চোখে চশমা, ভেতরে লুকানো অজস্র অনুচ্চারিত কথা। হাতে ধরা কফির কাপটা ঠান্ডা হয়ে গেছে, হয়তো যেমনটা আজকাল তার অনুভবগুলো হয়।

সে চুপচাপ বাইরে তাকিয়ে থাকে। রাস্তার গাড়িগুলো চলে যায়—একটা, দুটো, তিনটা। কেউ থামে না। কেউ আর ফিরে তাকায় না।

সে আজ কারো জন্য অপেক্ষা করছে।
কিন্তু এই অপেক্ষা আজকের নয়—এটা অনেকদিনের।

এই রেস্টুরেন্টেই একসময় তারা বসতো একসাথে। হেসে হেসে অর্ডার দিত, চায়ের কাপ ছুঁয়ে ছুঁয়ে গল্প বলত।
তখন সময়টা ছিল একটু ধীর, একটু কোমল।
এখন সময় ছুটে চলে যায়,
শুধু মেয়েটি দাঁড়িয়ে থাকে সেই পুরনো টেবিলটায়।

তাদের শেষ দেখা হয়েছিলো একটা বিকেলে।
মেয়েটি কিছু বলতে চেয়েছিলো, হয়তো বলতে চেয়েছিলো, "থেমে যাও, থেকো না আমার পাশে," কিন্তু মুখে এসেও থেমে গিয়েছিলো শব্দগুলো।
তাকে কিছু না বলেই ছেলেটা উঠে চলে গিয়েছিলো—সেই চলে যাওয়াটা আর ফেরা হয়নি।

তবু আজ এতদিন পরও, মেয়েটি আসে।
একই জায়গায়, একই টেবিলে।
কখনও চা খায় না, কখনও ফোনে চোখ রাখে না।
শুধু অপেক্ষা করে।

কোনোদিন কারো নাম ধরে ডাকে না,
কিন্তু চশমার পেছনের চোখে একটা নিরব আর্তি থাকে—
যদি ফিরে আসে,
যদি আবার সেই পুরনো বিকেলটা একবারের জন্য ফিরে আসে।

আসলে আমরা কেউই অপেক্ষা করতে চাই না,
তবু জীবন মাঝে মাঝে এমনভাবে ভালোবাসায় বাঁধে,
যেখানে অপেক্ষা করাটা একটা অভ্যাস হয়ে যায়,
একটা রুটিন, একটা শ্বাস নেওয়ার মতো সত্য।

এই গল্পটা হয়তো একটার চেয়ে বেশি মেয়ের গল্প,
হয়তো এই শহরের অজস্র রেস্টুরেন্টে বসে থাকা
অজানা হাজারো অপেক্ষার গল্প।

#অপেক্ষা #ভালোবাসারগল্প #চশমাওয়ালিমেয়ে
#স্মৃতিরছায়া #ছবিরগল্প
#ভালোবাসারঅপেক্ষা #স্টোরিটেলিংবাংলা

Address

ছায়ানীড় The Hasnat Zone House, Chandan Nagar Chatra Bazar, Niyamot Pur, 6520
Rājshāhi
6530

Telephone

+8801773525405

Website

http://onusthanbari.com/

Alerts

Be the first to know and let us send you an email when অনুষ্ঠান বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুষ্ঠান বাড়ি:

Share