Mibi - মিবি

Mibi - মিবি মিবি পাখির দুঃখকথা 📨🕊️
(8)

13/07/2025

প্রত্যেকই তার লাইফে বেস্ট কাউকে পাক। যাকে পেলে সে ভালো থাকবে এবং যাকে সে ভালো রাখবে। খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অবধি। রোজ ভালোবাসুক একটু একটু করে। সবার জীবনে এমন কেউই আসুক।🤍🌸

লেখা - Mehedi Hasan Shuvro
ভয়েস - Mibi - মিবি

13/07/2025

আমার একটা আফসোস আজীবন থেকে যাবে।
যাকে আমি সব কিছুর ঊর্ধ্বে চেয়েছিলাম সেই মানুষটা আমায় বুঝিয়েছে সব কিছুর ঊর্ধ্বে কাউকে চাইতে নেই। আর যে আমায় সব কিছুর ঊর্ধ্বে চেয়েও পাইনি সে জানে আমাকে পাওয়া কি কঠিন! হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের মুনার একটা কথা ছিলো না? বাকের ভাইকে বলে যে, " আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিলো।আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি”! আমারও এখন মনে হয় আমার তাকেই ভালোবাসা উচিত ছিলো যে আমায় ভালোবেসে ছিলো। তবে ওই যে আমরা সব সময় ভুল মানুষকেই বেশি ভালোবাসি!

লেখা - নুজাইফা নূর
ভয়েস - Mibi - মিবি

12/07/2025

সুন্দর কিছু লেখা সাজেস্ট করুন 🌻

11/07/2025

বুকের ভেতরটায় এমনিতেই কত শত দীর্ঘশ্বাস জমে আছে, ওখানটায় আরো খানিকটা আফসোস রেখে কি ঘুমোনো যায়?

Writer - Mushfiqur Rahman Ashique
Vocal - Mibi - মিবি

10/07/2025

"নক্ষত্রের রাত নাটকের একটা দৃশ্যে হাসান সাহেব বলেছিলেনঃ

"মানুষ যখন একা থাকে, তখন আসলে সে একা থাকে না। তার মনের ভেতরের মানুষগুলো তাকে ঘিরে রাখে। একা থাকার একমাত্র উপায় হচ্ছে অনেক মানুষের সাথে থাকা। কারণ জনতার মাঝেই আছে নির্জনতা।"

আমি খেয়াল করে দেখলাম, আসলেও ঠিক তাই।

ঘরের বাতি নিভিয়ে আমি যতবার একা থাকতে চেয়েছি, আপন আঁধারেও আমার চোখে ভেসে উঠেছে কারো মুখ। প্রিয় গানটা শুনতে শুনতে আমি যতবার বাস্তবতা থেকে হারিয়ে যেতে চেয়েছি, আমাকে তাড়া করে খুঁজে নিয়েছে কাছের মানুষটার বলা শেষ কোনো কথা, দীর্ঘশ্বাস কিংবা আকুতি।

যে মুহূর্ত থেকে আমরা একটা মানুষের কাছ থেকে দূরে চলে যেতে চাই, একা হতে চাই; ঠিক ঐ মুহূর্ত থেকে আমরা ঐ মানুষটাকে আরো বেশি করে নিজের ভেতর ধারণ করতে শুরু করি।

দিনশেষে হয়তো মানুষের কাছ থেকে পালিয়ে যাওয়া যায়। কিন্তু তার স্মৃতি, তার অভ্যাস, তাকে নিয়ে না হওয়া ভবিষ্যতের আক্ষেপের কাছ থেকে কখনোই পালিয়ে যাওয়া যায় না, একা থাকা যায় না।"

Writer - Mushfiqur Rahman Ashique
Vocal - Mibi - মিবি

হ্যাঁ 🫠
10/07/2025

হ্যাঁ 🫠

09/07/2025

"যে আমারে হেলায় হারাইলো, সে জানতেই পারলো না আমার ভালোবাসা কতটা সুন্দর।

সে দেখতে পারলো না, কতগুলো বাগান তন্নতন্ন করে খুঁজে আমি তার প্রিয় ফুলটা খুঁজে নিয়ে আসতে পারতাম একদিন।

সে বুঝতেও পারলো না, প্রত্যেকটা বিকেলে কতটা আকুল হয়ে আমি ছুটে আসতে পারতাম তার কাছে।

সে আমার যত্ন পাইলো না, আমার মায়ার স্পর্শ পাইলো না। কতটা শক্ত করে কাউরে আমি আগলে রাখতে পারি - সে টেরও পাইলো না।

তারপর একদিন সত্যি সত্যি আমার ভালোবাসা যে পাইলো, সে জানলো, কতটা আদর আমি বুকে পুষে রেখে হেঁটে গেছি কারো অপেক্ষায়।

তারপর একদিন যে আমার ভালোবাসা পাইলো, সে জানলো, বিধাতার কতটা প্রিয় সে। বিধাতা তারে দু'হাত ভরে বৃষ্টি দিয়েছে। আমি কেবল মেঘগুলো খুব যত্ন করে বুকে করে নিয়ে এসেছি তার জন্য।"

লেখা - Mushfiqur Rahman Ashique
কন্ঠে - Mibi - মিবি

জীবনে সবচেয়ে বেশি যে কথাটি শুনেছি,"আপনাকেও কেউ ভালো না বেসে পারে?"😊
08/07/2025

জীবনে সবচেয়ে বেশি যে কথাটি শুনেছি,
"আপনাকেও কেউ ভালো না বেসে পারে?"😊

07/07/2025

স্বপ্ন যখন বাস্তবতা দেখছে চোখে,
আমার মুখে তখন বিজয়ের হাসি।
এই হাসি আমি তার চোখেও দেখার অপেক্ষায়।

দূরে দাঁড়িয়ে থাকা তার দিকে তাকিয়ে দেখি-
সে যেনো ঝাপ্সা হয়ে আরও দূরে।
আমার চোখে তখন সুখের কান্না থেমে গিয়ে,
দুঃখের কান্না বইতে লাগলো।

যাকে পাওয়ার জন্য যুদ্ধ করলাম,
সেও বুঝি শত্রুদের দলে হাত মেলালো!
না, তুমি বলো না তুমি বাধ্য ছিলে,
বলো না তুমি চেষ্টা করেছিলে, তুমি অপারগ-
তোমার কোনো অজুহাতই শুনতে চাই না।

পরিবার আমারও ছিলো-তারাও কষ্ট পায়,
আমিও তাদের কষ্ট দিয়েছি- বুঝিয়েছি।
এই যুদ্ধে আমি হারিনি-
আমি জিতেছি, আমার ভালোবাসাও জিতেছে।

তুমি বড়জোর পেয়েছো তোমার পরিবার,
যা তুমি আজ না হয় কাল একদিন ঠিকই পেতে;
কিন্তু আজ যা হারালে তা কখনোই আর পাবে না।

পরিবারের দোহাই দিয়ে যারা ছেড়ে যায়-
তারা আমার কাছে বিশ্বাসঘাতক,
শুধু বিশ্বাসঘাতক না খুনিও.!

– ফাহমিদ হাসান- Fahmid Hasan
ভয়েস - Mibi - মিবি

07/07/2025

আল্লাহ তোমারে সুখ দিক, শান্তিও দিক। কিন্তু যেন কখনো ভালোবাসা না দেয়!🖤

Mibi - মিবি

Address

Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mibi - মিবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share