বিদ্যা পথ

বিদ্যা পথ Md. Tuhin Islam
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক –বিদ্যা পথ কোচিং
SSC-HSC বিজ্ঞান বিভাগের বিশ্বস্ত ঠিকানা | সময় এখন স্মার্ট শিক্ষার!

HSC পদার্থ দ্বিতীয় পত্র MCQ
05/09/2025

HSC পদার্থ দ্বিতীয় পত্র MCQ

এইচএসসি গণিত ২য় পত্র নোট। চ্যাপ্টার:বিপরীত ত্রিকোণমিতি ফাংশন।।
05/09/2025

এইচএসসি গণিত ২য় পত্র নোট।
চ্যাপ্টার:বিপরীত ত্রিকোণমিতি ফাংশন।।

05/09/2025

বাংলাদেশের সংবিধান মনে রাখার টেকনিক
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১। প্র - প্রজাতন্ত্র
২। রা - রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ - মৌলিক অধিকার
৪। নি - নির্বাহী বিভাগ
৫। আ - আইন সভা
৬। বি - বিচার বিভাগ
৭। নি - নির্বাচন
৮। ম - মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং- বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ- জরুরী বিধানাবলী
১০। সং-সংবিধান সংশোধন
১১। বি- বিবিধ
চলুন, এইবার আলাদা ভাবে অনুচ্ছেদ গুলোর দিকে দৃষ্টি দেই।
অনুচ্ছেদ ১-১২
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
২ - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক - রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
৪ক - প্রতিকৃতি [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- জাতির পিতার প্রতিকৃতি]
৬ - নাগরিকত্ব [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ৬(২)-বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বিলয়া পরিচিত হইবেন। ]
৭ - সংবিধানের প্রাধান্য [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ৭ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ; ৭খ- সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য]
৮ - মূলনীতিসমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
৯ - স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ৯ জাতীয়তাবাদ]
১০ - জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ১০ সমাজতন্ত্র ও শোষনমুক্তি]
১১ - গনতন্ত্র [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ১১ গণতন্ত্র ও মানবাধিকার]
১২ - ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে]
অনুচ্ছেদ ১৩-২৫
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
১৩ – মালি - মালিকানার নীতি
১৪ – কৃষক - কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫ – মৌ - মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬ – গ্রাম - গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭ – অবৈতনিক - অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮ – জনস্বাস্থ্য - জনস্বাস্থ্য ও নৈতিকতা [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ১৮ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন]
১৯ - সুযোগের সমতা - সুযোগের সমতা
২০ - অধিকার ও কর্তব্য রূপে - অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১ – নাগরিক - নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য। [বিসিএস পরীক্ষা যেহেতু দিচ্ছেন সেহেতু সরকারী কর্মচারিদের কর্তব্য একটু খেয়াল করুন এইখানে- সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য]
২২ - নির্বাহী বিভাগ থেকে - নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩ - জাতীয় সংস্কৃতি - জাতীয় সংস্কৃতি [১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে- ২৩ক উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি]
২৪ - জাতীয় স্মৃতি নিদর্শন - জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫ - আন্তর্জাতিক শান্তি - আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
এইখানে একটি কথা বলতেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো সংবিধানের আলোকে আলোচনা করুন অনেকেই শুধু অনুচ্ছেদ-৮ এর “মূলনীতি সমূহ” দিয়ে আসে। মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্নিত অনুচ্ছেদ- ৮ থেকে অনুচ্ছেদ-২৫ সব –ই রাষ্ট্র পরিচালনার মূলনীতি- যা অনুচ্ছেদ ৮ এ বলা আছে। অনুচ্ছেদ ৮ এ বর্নিত “মূলনীতি সমূহ” তে সংবিধানের মূলনীতি যা প্রস্তাবনায় বলা আছে তার পাশাপাশি মূলনীতি সমূহ হতে উদ্ভুত এইভাবে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে গণ্য হবে বলে বলা হয়েছে। আরেকটি কথা এখানে বলব যেহেতু এই প্রশ্নটির উত্তর অনেক বড় হবে সেহেতু, আপনি অনুচ্ছেদ ৮ এ বর্নিত মূলনীতি সমূহ একটু বেশী আলোচনা করে অন্য অনুচ্ছেদ গুলো শুধু নাম লিখে ১ /২ লাইনের মধ্যে লেখা শেষ করবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি ভালো পারেন দেখে শুধু সেই প্রশ্নের উত্তর অনেক বড় করে দিবেন, সেটা করলে দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর দেয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আর যাদের হাতের লেখা একটু স্লো, তাদের তো এটা আরো ভাল করে মনে রাখতে হবে।
অনুচ্ছেদ - ২৬ থেকে ৩১
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
২৬ - মৌলিক অধিকার - মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭ - আইনের দৃষ্টিতে - আইনের দৃষ্টিতে সমতা
২৮ – ধর্ম - ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯ - সরকারী নিয়োগ - সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০ - বিদেশী খেতাব গ্রহনে - বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১ - আইনের আশ্রয় লাভের অধিকার - আইনের আশ্রয় লাভের অধিকার
অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩২ – জীবনে - জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩ - গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪ – জবরদস্তি - জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫ – বিচার - বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
৩০ - বিদেশী খেতাব গ্রহনে - বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১ - আইনের আশ্রয় লাভের অধিকার - আইনের আশ্রয় লাভের অধিকার
অনুচ্ছেদ - ৩৬ থেকে ৩৯
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
চসমা সংবা(দ)ক
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩৬ - চ-চলাফেরার স্বাধীনতা
৩৭ - সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮ - সং- সংগঠনের স্বাদহীনটা
৩৯ - বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
অনুচ্ছেদ - ৪০ থেকে ৪৩
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
পেধসগৃ
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪০ – পে - পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১ - ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২ – স - সম্পত্তির অধিকার
৪৩ – গৃ - গৃহ ও যোগাযোগের রক্ষণ
অথবাঃ
অনুচ্ছেদ- ৩৬ থেকে ৪৩
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
চল, সমাবেশ ও সংগঠন করি, চিন্তা-পেশা, ধর্ম-সম্পত্তি ও যোগাযোগের স্বাধীনতা অর্জন করি
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩৬ – চল - চলাফেরার স্বাধীনতা
৩৭ – সমাবেশ – সমাবেশের স্বাধীনতা
৩৮ – সংগঠন - সংগঠনের স্বাদহীনটা
৩৯ – চিন্তা - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
৪০ – পেশা - পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১ - ধর্ম – ধর্মীয় স্বাধীনতা
৪২ – সম্পত্তি - সম্পত্তির অধিকার
৪৩ – যোগাযোগের - গৃহ ও যোগাযোগের রক্ষণ
৪৪ - মৌলিক অধিকার বলবৎ করন
অনুচ্ছেদ - ৪৮ থেকে ৫৪
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪৮ - রাষ্ট্রপতি - রাষ্ট্রপতি
৪৯ - ক্ষমার – ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০ – মেয়াদে - রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১ – দায়মুক্তি - রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২ - অভিসংশন – রাষ্ট্রপতির অভিসংশন
৫৩ - অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪ – স্পীকার - অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
অনুচ্ছেদ - ৫৫ থেকে ৫৮
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৫৫ – মন্ত্রিসভায় - মন্ত্রিসভা
৫৬ – মন্ত্রিগণ - মন্ত্রিগণ
৫৭ – প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
অনুচ্ছেদ - ৬৫ থেকে ৭৯
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৬৫ - সংসদ – সংসদ প্রতিষ্ঠা
৬৬ - সদস্যগন – সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭ – শুন্য - সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮ – পারিশ্রমিকে - সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯ – অর্থদন্ড – শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০ - পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১ – দ্বৈত - দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২ - অধিবেশেনে – সংসদের অধিবেশেন
৭৩ - ভাষনের – সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক – অধিকার - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪ – স্পীকার - স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫ – কোরাম – কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬ - স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭ – ন্যায়পাল - ন্যায়পাল
৭৮ – সচিবালয় - সচিবালয়
এতক্ষন ধরে পড়ার পর যারা চিন্তা করছেন এই কবিতাই তো মনে থাকবে না, তাদের জন্য বলছি আর কোন কবিতা বা ছন্দ আমি তৈরি করি নি!!! কিন্তু তারপরেও আমি বলব, আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
অনুচ্ছেদ – ৪৬ - দায়মুক্তি বিধানের ক্ষমতা
অনুচ্ছেদ – ৬৩ - যুদ্ধ
অনুচ্ছেদ – ৬৪ - অ্যাটনী জেনারেল
অনুচ্ছেদ – ৮১ - অর্থবিল টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুবই গুরুত্বপূর্ণ
অনুচ্ছেদ – ৮৩ - অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
অনুচ্ছেদ - ১১৭ -প্রশাসনিক ট্রাইবুনাল
অনুচ্ছেদ - ১২২ - ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
অনুচ্ছেদ - ১৪১ ক, খ, গ - জরুরী অবস্থা
অনুচ্ছেদ – ১৪২ - সংবিধান সংশোধন
১৪৫ক - আন্তর্জাতিক চুক্তি
১৪৮ - পদের শপথ

English
04/09/2025

English

আগামী শুক্রবার, ০৫ তারিখ ১ম ক্লাসে থাকছেন.... সময়-সকাল ১০ টা। বিঃদ্রঃ ক্লাসটি সবার জন্য উন্মুক্ত।
03/09/2025

আগামী শুক্রবার, ০৫ তারিখ ১ম ক্লাসে থাকছেন....
সময়-সকাল ১০ টা।
বিঃদ্রঃ ক্লাসটি সবার জন্য উন্মুক্ত।

শুভ জন্মবার্ষিকী স্যার ❤️❤️❤️
02/09/2025

শুভ জন্মবার্ষিকী স্যার ❤️❤️❤️

02/09/2025
01/09/2025

*"কম্পিউটার কিবোর্ডের কোন বাটনে কোনো লেখাই থাকে না?"

ডিমলার জনপ্রিয় ইংরেজি(HSC+SSC) টিচার স্যার অচিন্ত্যকুমার রায় ❤️❤️❤️
30/08/2025

ডিমলার জনপ্রিয় ইংরেজি(HSC+SSC) টিচার স্যার অচিন্ত্যকুমার রায় ❤️❤️❤️

আলোর প্রতিফলন   physics  Hand Notes     #আলোরপ্রতিফলন
30/08/2025

আলোর প্রতিফলন
physics
Hand Notes


#আলোরপ্রতিফলন

Address

Dimla
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when বিদ্যা পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share