
27/04/2025
আমার আজ দুপুরের খাবার। আহা কি যে শান্তি করে খেলাম। আমার চাকমা সম্প্রদায়ের কিছু খাবার খুব ভালো লাগে। তার মধ্যে এই সেদ্ধ ভাত অন্যতম। রাঙামাটি গিয়ে পার্বত্য অঞ্চলের খাবারের প্রেমে পড়ি।
আজ প্রথম সিদল শুটকি খেলাম এবং রান্না করলাম।
🌿 সাদা ভাত
🌿 বরবটি, কলমি শাক,কাঁকরোল, ঢেঁড়স সেদ্ধ
🌿কাচামরিচ ভর্তা সিদল শুটকি দিয়ে।