29/07/2025
ঘুমানোর পূর্বে চিন্তা করি সারাদিনে কারও কোনপ্রকার ক্ষতি করছি কিনা।
আবার ঘুম থেকে উঠে নিজে নিজের কাছে শপথ করি আজকের সারাদিনে আমাকে দিয়ে কারও কোনো ক্ষতি হবেনা।
কারন ক্ষত পূরণ হইলেও ক্ষতির পূরণ হয়না।
ক্ষতিপূরণ একটা অনার্থক শব্দ।
এরপরেও যদি কখনও আমার দ্বারা কারও কোনপ্রকার ক্ষতি হয় তাহলে মনে করবেন সেটা অনিচ্ছাকৃত অথবা আমার অজান্তে হইছে এবং আমি এর দায় নিতে প্রস্তুত।
আপনি মনে করতে পারেন এইগুলা আমার উদারতা।আসলে মোটেও এমনটা নয়।
এটা মূলত একজন মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি আমার দায়বদ্ধতা।
আর নিজের স্যাটিসফিকেশন তো আছেই!