It’s Meem's Diary

It’s Meem's Diary Life blooms brighter with shared kindness

ঘুমানোর পূর্বে চিন্তা করি সারাদিনে কারও কোনপ্রকার ক্ষতি করছি কিনা।আবার ঘুম থেকে উঠে নিজে নিজের কাছে শপথ করি আজকের সারাদি...
29/07/2025

ঘুমানোর পূর্বে চিন্তা করি সারাদিনে কারও কোনপ্রকার ক্ষতি করছি কিনা।
আবার ঘুম থেকে উঠে নিজে নিজের কাছে শপথ করি আজকের সারাদিনে আমাকে দিয়ে কারও কোনো ক্ষতি হবেনা।
কারন ক্ষত পূরণ হইলেও ক্ষতির পূরণ হয়না।
ক্ষতিপূরণ একটা অনার্থক শব্দ।
এরপরেও যদি কখনও আমার দ্বারা কারও কোনপ্রকার ক্ষতি হয় তাহলে মনে করবেন সেটা অনিচ্ছাকৃত অথবা আমার অজান্তে হইছে এবং আমি এর দায় নিতে প্রস্তুত।
আপনি মনে করতে পারেন এইগুলা আমার উদারতা।আসলে মোটেও এমনটা নয়।
এটা মূলত একজন মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি আমার দায়বদ্ধতা।
আর নিজের স্যাটিসফিকেশন তো আছেই!

29/07/2025
জীবন এতো বিষন্ন জানলে, শৈশব থেকে বের হতাম না কখনো। তার চাদরে ঢেকে নিতাম নিজেকে; যেভাবে বসন্তের ফুল ঢেকে রাখে বৃক্ষ।💚
16/07/2025

জীবন এতো বিষন্ন জানলে, শৈশব থেকে বের হতাম না কখনো। তার চাদরে ঢেকে নিতাম নিজেকে; যেভাবে বসন্তের ফুল ঢেকে রাখে বৃক্ষ।💚

“পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।”
12/06/2025

“পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।”

"বনের ফুল যারা ভালবাসে না, সুন্দরকে চেনে না, দিক বলয় রেখা যাহাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাহাদের কাছে এই পৃথিবী ধ...
12/06/2025

"বনের ফুল যারা ভালবাসে না, সুন্দরকে চেনে না, দিক বলয় রেখা যাহাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাহাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোন কালেই "।

বই: আরণ্যক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

আমি ঘর হইতে বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলেই নাই....🖤🤍
09/06/2025

আমি ঘর হইতে বাহির হইয়া জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলেই নাই....🖤🤍

“আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি। আমার আশেপাশে যত মানুষ আছে, কারোর প্রিয় তালিকায় আমি নেই। আমার এই না থাকাটা—আমাকে মাঝে ম...
08/06/2025

“আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি। আমার আশেপাশে যত মানুষ আছে, কারোর প্রিয় তালিকায় আমি নেই। আমার এই না থাকাটা—আমাকে মাঝে মাঝে খুব বিচলিত করে। তবে এখন আর মন খারাপ হয় না। এই পৃথিবীতে সবার মন খারাপ করতে নেই।”

বই: ইলিয়ানা
লেখক: কাওছার আহমেদ নিলয়

আমি অভিমানী ক্যাকটাস হতে চেয়েছিলাম, তারপর দেখি ডালপালা,শিকড় সব ছড়িয়ে ছিটিয়ে হয়েছি এক নিঃসঙ্গতার মহীরূহ।🖤
04/06/2025

আমি অভিমানী ক্যাকটাস হতে চেয়েছিলাম, তারপর দেখি ডালপালা,শিকড় সব ছড়িয়ে ছিটিয়ে হয়েছি এক নিঃসঙ্গতার মহীরূহ।🖤

Address

Panchagarh
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Meem's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share