Early Bird Lija

Early Bird Lija Assalamu alaikum
This page created mainly for
explore your feelings, relatable reels and cooking videos.

18/10/2025

তুমি ছিলে আমার আকাশের রংধনু, এখন শুধু ধূসর মেঘ।

16/10/2025

কত বছর পেরোল, তবু মেলার নাগরদোলা দেখলে মনে হয় , সময় থেমে গেছে।
#নাগরদোলা #মেলা

খানাপিনা 👌👌এসব খাবার খেতে রমজান মাসেই সবথেকে ভালো লাগে।
14/10/2025

খানাপিনা 👌👌
এসব খাবার খেতে রমজান মাসেই সবথেকে ভালো লাগে।

13/10/2025

না বলা সুখ লুকিয়ে আছে এই সাঁতারে

আমি ট্রেনে করে বাসায় ফিরছিলাম। জানালার পাশে বসে জানালার বাইরে তাকিয়ে ছিলাম, পাশ দিয়ে দৃশ্যগুলো একটার পর একটা পেছনে চলে য...
12/10/2025

আমি ট্রেনে করে বাসায় ফিরছিলাম। জানালার পাশে বসে জানালার বাইরে তাকিয়ে ছিলাম, পাশ দিয়ে দৃশ্যগুলো একটার পর একটা পেছনে চলে যাচ্ছিল।ট্রেন একটা স্টেশন এসে থামল। হঠাৎ চোখ আটকে গেল পাশে দাঁড়িয়ে থাকা এক পুরোনো, জং ধরা হলুদ ট্রেনের বগির দিকে। সেটি যেন অনেকদিন ধরে একা দাঁড়িয়ে আছে রেললাইনের ধারে।

কিন্তু ঠিক সেই বগির নিচে দেখা গেল দুটি ছোট্ট শিশু। তাদের বয়স হয়তো তিন-চার বছর হবে। রেললাইনের পাথরের ওপর বসে তারা নিজের মতো করে খেলছিল।
কারও হাতে ছোট্ট পাথর, কেউবা মাটিতে লাইন টেনে কিছু আঁকছিল। কোনো খেলনা নেই, কোনো সাজানো পৃথিবী নেই, তবুও তাদের মুখে একরাশ তৃপ্তি।

তাদের চোখে ছিল সেই সহজ আনন্দ, যা শুধু শৈশবেই সম্ভব। চারপাশে রেললাইন আর পাথরের মাঝে তাদের নিষ্পাপ মুখে ছিল শুধু আনন্দ আর কৌতূহলের একটি ছোট্ট জগৎ, যেখানে ভয় নেই, আছে শুধু খেলার সরলতা।সময়, ধুলা আর জীবনের কোলাহলের মাঝেও তাদের শৈশব ঠিকই খুঁজে নিয়েছিল নিজের জায়গা- সরল, সুন্দর আর অবিচল।

11/10/2025

তোমার হাত ধরে নীলের পথে 🌙♥️
#সমুদ্রভ্রমণ
#নীলআকাশ
#ঢেউএরডাক

11/10/2025

দুঃখ আছে বলেই জীবনের সুখ এত সুন্দর

10/10/2025

যে হৃদয়ে আল্লাহর
স্মরণ থাকে, তার ঘুমও ইবাদত হয়ে যায়।
শুভ রাত্তি সবাইকে।

আমের সিজন চলে গেলেও কাচা আমের এই ভর্তাটা খুব মিস করি🥭🥭🥭       ্তা #গ্রামের_স্বাদ #মিষ্টি_স্মৃতি
10/10/2025

আমের সিজন চলে গেলেও কাচা আমের এই ভর্তাটা খুব মিস করি🥭🥭🥭
্তা
#গ্রামের_স্বাদ
#মিষ্টি_স্মৃতি

10/10/2025

যেখানে ফুল, সেখানেই শান্তি।

মিষ্টি তাল পিঠা  🌿💛
09/10/2025

মিষ্টি তাল পিঠা 🌿💛

09/10/2025

ঘামে ভেজা দুপুরে করলা গাছে স্প্রে 💧
#উঠোনবাগান #ফসলের_মজা
#সবুজ_বাংলা

Address

Thakurgaon
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Early Bird Lija posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share