20/07/2025
ইংরেজিতে যারা খুবই দুর্বল তাদের জন্য এই লেখা। আপনি স্টুডেন্ট, চাকরিজীবি, অভিভাবক যাই হোন না কেন—ইংরেজি শেখার ইচ্ছে থাকলে এই কাজগুলো করবেন।
▪️১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যতো বই আছে—ফেলে দিন। সিরিয়াসলি বলছি। এগুলো আপনি কিনেন ঠিকই, কিন্তু তিন দিনও ঠিক মতো খুলেও দেখেন না।
▪️স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দেন। আপনি ভর্তি হন কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিং-এ গেলেও খুব বেশি লাভ হয়নি আপনার।
▪️আপনার হাতে ফোন আছে। আইপ্যাড আছে। বাসায় ইন্টারনেট আছে এখন।
আপনি তো প্রতিদিন নিশ্চয়ই নাটক, সিনেমা, ইউটিউব, ভিডিও, সোশাল মিডিয়া—এগুলোতে অন্তত ৩০ মিনিট সময় দেন। আজ থেকে এই সময়টা দিবেন শুধুমাত্র ইউটিউবে। টানা ৩০ দিন দিবেন।
আজ থেকে আপনি দেখবেন “Blippi”—ইউটিউটবে সার্চ দিলেই পাবেন। আপনি যদি কোনদিনও ইংরেজি না বুঝেন, না শিখেন, কিন্তু এই চ্যানেলটা দেখেন, তাহলে অনেক ইংরেজি শিখতে পারবেন। আপনার বাসায় যদি একটা শিশু-কিশোর থাকে, তাকে নিয়ে দেখবেন।
Blippi ছাড়াও আপনি দেখবেন Dora the Explorer, Daniel Tiger’s Neighborhood, Sesame Street, Peppa Pig এই শোগুলো।
▪️আনেকে বলবে, এগুলো তো বাচ্চাদের জন্য। ইয়েস, এগুলো বাচ্চাদের জন্য। এজন্যই আপনি দেখবেন। কারণ বাচ্চারা ভাষা শিখে কি করে—খেয়াল করেছেন?
একটা বাচ্চাকে যে দেশে রাখবেন, বা ছোটবেলায় যে ভাষার পরিবেশে (দেখা, শোনা, বলা) রাখবেন, সেই ভাষাই বাচ্চাটা শিখে যায়। কতো দ্রুত!
▪️বাচ্চাদের শো হয় গল্প ভিত্তিক। এগুলোতে অনেক আনন্দ থাকে। ইমোশন থাকে। চমৎকার গ্রাফিক্যাল ভিডিও হয়। এগুলো দেখলে বাচ্চারা ছবি, রং, প্রেক্ষাপটের সাথেই ভাষার (শব্দের) মিল তৈরি করে। দ্রুত ভাষা শিখে। মানুষ কিন্তু যে কোন ভাষায় প্রথমে বলতে ও শুনতে শিখে। লিখতে এবং পড়তে পারা শিখে পরে।
▪️আপনি যদি প্রতিদিন ৩০ মিনিট করে, ৩০ দিন দেখেন—আপনি অনেক ইংরেজি সহজেই শিখে ফেলবেন। বেস্ট হয় যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে বা বাসার শিশুটিকে সাথে নিয়ে দেখেন। তাহলে এক ঢিলে দুই পাখি। আর দেখবেন, আপনার আগে শিশুটা কতো দ্রুত শিখে। এবং কেন দ্রুত শিখে—সেটা নিয়ে একটু ভাবুন, বিস্মিত ও আনন্দিত হোন!
যে কোন ভাষা শেখার প্রথম শর্ত হলো, স্পিকিং এবং লিসেনিং শেখা। অর্থাৎ বলতে ও শুনতে শেখা। আমাদেরকে ইংরেজি শেখানো শুরু করে গ্রামার দিয়ে। আমরা কি বাংলা ভাষা শিখেছি বাংলা ব্যাকরণ
RAUFUL ALAM (Sir)