GyanTrix - জ্ঞানট্রিক্স

GyanTrix - জ্ঞানট্রিক্স I am a digital marketer
Digital Marketing is not a job, it’s my tool to grow your business faster 📊

Entrepreneur - উদ্যেক্তা

06/08/2025

চাকরি করবো না,চাকরি দেবো
💪💪

05/08/2025

আমরা নাকি Content creator😃🤪

স্বপ্ন পূরণের পথে🤔😇
31/07/2025

স্বপ্ন পূরণের পথে🤔😇

Class time❤️🩷
30/07/2025

Class time❤️🩷

আপনাদের সাথে দীর্ঘ পথ পারি দিতে চাই,আশা করি হতাশ করবেন না👈❤️
29/07/2025

আপনাদের সাথে দীর্ঘ পথ পারি দিতে চাই,আশা করি হতাশ করবেন না👈❤️

নারী সহজেই ফ্রিল্যান্সিং শিখে অর্থনীতিকভাবে স্বাবলম্বি হতে পারে। একজন নারীর স্বাবলম্বী হওয়া খুব বেশি প্রয়োজন,সংসার,বাচ্চ...
27/07/2025

নারী সহজেই ফ্রিল্যান্সিং শিখে অর্থনীতিকভাবে স্বাবলম্বি হতে পারে। একজন নারীর স্বাবলম্বী হওয়া খুব বেশি প্রয়োজন,সংসার,বাচ্চা কখনো আপনার আয়ের পথে বাঁধা হতে পারেনা। এমনটাই মনে করেন মুক্তা। সে জন্য নিজের অভিজ্ঞতার আলো কিছু টিপস দিয়েছেন নতুনদের জন্য।

এক.ফেসবুক,রিলস এসবের পেছনে যে সময়টা ব্যয় করছেন সে সময়টা কাজে লাগান,নিজের স্কিল গ্রো করুন।
দুই.একটি নির্দিষ্ট স্কিল বেছে নিন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন প্র্যাকটিস করার জন্য।
তিন. নিজেকে কখনো ছোট মনে করবেন না। আমরা নারী, আমরা চাইলেই পারি। যে নারী ঘর,সংসার সামলাতে পারে, সন্তান জন্মদানের মত কঠিন কাজ করতে পারে। সে চাইলে ফ্রিল্যান্সিং ও করতে পারবে।
Copy👈

সফলতা একদিনে আসে না,অনেক কষ্ট আর অপমান সহ্য করার পরই সফলতা আসে🥲
27/07/2025

সফলতা একদিনে আসে না,অনেক কষ্ট আর অপমান সহ্য করার পরই সফলতা আসে🥲

21/07/2025

তাহলে কি সব ষড়যন্ত্র ছিল🥲🥲

21/07/2025

আমার বিশ্বাস Fl Lt Tawkir Islam নিজের জীবন বাজি রাখছে ।বিমানে সমস্যা বোঝার পর সেইফ ল্যান্ডিং করানোর চেষ্টায় উনি ইজেক্ট করে নিজে বের হয় নাই । He is a Hero ,আশা করি তাকে ভিলেন বানানোর অপচেষ্টা চালানো হবে না ।

অনেক বড় ক্ষতি হয়ে গেলো ।কতগুলা মায়ের বুক খালি হলো ,একজন ক্যাডেট এবং অফিসার আমরা হারালাম।
FL তোওকির, সেই পাইলট তিনি আর আমাদের মাঝে নেই।

চাইলেই প্যারাসুট খুলে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে একটি স্কুল এবং শত শত শিশু।
শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন…

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন,
আর তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

আমি অত্যন্ত নিশ্চিত এর অবশ্যই সুষ্ঠ তদন্তের নামে তামাশাই হবে । Long live Bangladesh ।

ইংরেজিতে যারা খুবই দুর্বল তাদের জন‍্য এই লেখা। আপনি স্টুডেন্ট, চাকরিজীবি, অভিভাবক যাই হোন না কেন—ইংরেজি শেখার ইচ্ছে থাক...
20/07/2025

ইংরেজিতে যারা খুবই দুর্বল তাদের জন‍্য এই লেখা। আপনি স্টুডেন্ট, চাকরিজীবি, অভিভাবক যাই হোন না কেন—ইংরেজি শেখার ইচ্ছে থাকলে এই কাজগুলো করবেন।

▪️১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যতো বই আছে—ফেলে দিন। সিরিয়াসলি বলছি। এগুলো আপনি কিনেন ঠিকই, কিন্তু তিন দিনও ঠিক মতো খুলেও দেখেন না।

▪️স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দেন। আপনি ভর্তি হন কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিং-এ গেলেও খুব বেশি লাভ হয়নি আপনার।

▪️আপনার হাতে ফোন আছে। আইপ‍্যাড আছে। বাসায় ইন্টারনেট আছে এখন।

আপনি তো প্রতিদিন নিশ্চয়ই নাটক, সিনেমা, ইউটিউব, ভিডিও, সোশাল মিডিয়া—এগুলোতে অন্তত ৩০ মিনিট সময় দেন। আজ থেকে এই সময়টা দিবেন শুধুমাত্র ইউটিউবে। টানা ৩০ দিন দিবেন।

আজ থেকে আপনি দেখবেন “Blippi”—ইউটিউটবে সার্চ দিলেই পাবেন। আপনি যদি কোনদিনও ইংরেজি না বুঝেন, না শিখেন, কিন্তু এই চ‍্যানেলটা দেখেন, তাহলে অনেক ইংরেজি শিখতে পারবেন। আপনার বাসায় যদি একটা শিশু-কিশোর থাকে, তাকে নিয়ে দেখবেন।

Blippi ছাড়াও আপনি দেখবেন Dora the Explorer, Daniel Tiger’s Neighborhood, Sesame Street, Peppa Pig এই শোগুলো।

▪️আনেকে বলবে, এগুলো তো বাচ্চাদের জন‍্য। ইয়েস, এগুলো বাচ্চাদের জন‍্য। এজন‍্যই আপনি দেখবেন। কারণ বাচ্চারা ভাষা শিখে কি করে—খেয়াল করেছেন?

একটা বাচ্চাকে যে দেশে রাখবেন, বা ছোটবেলায় যে ভাষার পরিবেশে (দেখা, শোনা, বলা) রাখবেন, সেই ভাষাই বাচ্চাটা শিখে যায়। কতো দ্রুত!

▪️বাচ্চাদের শো হয় গল্প ভিত্তিক। এগুলোতে অনেক আনন্দ থাকে। ইমোশন থাকে। চমৎকার গ্রাফিক‍্যাল ভিডিও হয়। এগুলো দেখলে বাচ্চারা ছবি, রং, প্রেক্ষাপটের সাথেই ভাষার (শব্দের) মিল তৈরি করে। দ্রুত ভাষা শিখে। মানুষ কিন্তু যে কোন ভাষায় প্রথমে বলতে ও শুনতে শিখে। লিখতে এবং পড়তে পারা শিখে পরে।

▪️আপনি যদি প্রতিদিন ৩০ মিনিট করে, ৩০ দিন দেখেন—আপনি অনেক ইংরেজি সহজেই শিখে ফেলবেন। বেস্ট হয় যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে বা বাসার শিশুটিকে সাথে নিয়ে দেখেন। তাহলে এক ঢিলে দুই পাখি। আর দেখবেন, আপনার আগে শিশুটা কতো দ্রুত শিখে। এবং কেন দ্রুত শিখে—সেটা নিয়ে একটু ভাবুন, বিস্মিত ও আনন্দিত হোন!

যে কোন ভাষা শেখার প্রথম শর্ত হলো, স্পিকিং এবং লিসেনিং শেখা। অর্থাৎ বলতে ও শুনতে শেখা। আমাদেরকে ইংরেজি শেখানো শুরু করে গ্রামার দিয়ে। আমরা কি বাংলা ভাষা শিখেছি বাংলা ব‍্যাকরণ
RAUFUL ALAM (Sir)

Address

Thakurgaon
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when GyanTrix - জ্ঞানট্রিক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share