নর্থবেঙ্গল নিউজ

নর্থবেঙ্গল নিউজ মানবতার সেবার মধ্যেই শ্রষ্ঠার সেবা ন?

শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটেছে অপহরণ: থানায় অভিযোগপিয়াস,বগুড়া প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জ ...
28/06/2025

শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটেছে অপহরণ: থানায় অভিযোগ

পিয়াস,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর উত্তরপাড়া গ্রামের এক নাবালিকা স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগ উঠেছে একই জেলার গাবতলীর কাগইল ইউনিয়নের সুলতানপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোঃ শাহ আলম।

অভিযোগে বলা হয়, অপহৃত শিক্ষার্থী ভরিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে অভিযুক্ত মোঃ তামিম (১৯) ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তামিম নানা ধরনের ভয়ভীতি দেখাত এবং শেষ পর্যন্ত অপহরণে লিপ্ত হয় বলে দাবি করা হয়েছে।

গত ২২ জুন ২০২৫, বিকেল ৫টা ৩০ মিনিটে ছাত্রীটি নিজ বাড়ি থেকে মোকামতলা বাজারে কসমেটিকস কেনার উদ্দেশ্যে বের হয়। বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পৌঁছালে তামিম ও তার সহযোগী অজ্ঞাতনামা ২-৩ জন মিলে সবুজ রঙের নাম্বারবিহীন সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এসময় ভিকটিমের চাচা মোঃ আমিনুর ইসলাম অপহরণ প্রক্রিয়া প্রত্যক্ষ করে সিএনজিটি আটকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোথাও ছাত্রীটির সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন রাত ৯টার দিকে অভিযুক্ত তামিমের বাড়িতে গিয়ে তার পরিবারকে জিজ্ঞাসা করলে প্রথমে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তামিমের বাবা দুলাল হোসেন মেয়েটিকে বাড়ি ফেরত পাঠানোর আশ্বাস দিলেও সময়ক্ষেপণ ও তালবাহানা করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই ঘটনায় প্রতিবেশী আঙ্গুরী বেগম, সাহিদা বেগমসহ অনেকে ঘটনার প্রত্যক্ষদর্শী ও জানেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ইমাম খোমেনি একজন নবী হযরত মুহাম্মদ( সাঃ) বংশধর ও ইসলামিক নেতা---------------------------------------------------------উন...
18/06/2025

ইমাম খোমেনি একজন নবী হযরত মুহাম্মদ( সাঃ) বংশধর ও ইসলামিক নেতা
---------------------------------------------------------

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহণ করেন, তাই তাঁকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়। তিনি ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে। তাঁর উপাধী আয়াতুল্লাহ যা ফিকাহবিদ/ মুজতাহিদ/ আল্লামা সমতূল্য। তাছাড়াও তিনি নবী (সাঃ) এর ৩৮ তম বংশধর। নবী (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসাইন (রাঃ) এর ছেলে ইমাম জয়নাল আবেদীন এর বংশধর। তাঁর মাথায় কালো পাগড়ী তাঁর চিহ্ন বহন করে। তিনি শিয়া মাজহাবে প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নী মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন। যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেয়া, মহরমে শরীর থেকে রক্ত না ঝরানো, সকল মাজহাবের মুসলিম একই মসজিদে নামাজ পরার তাগিদ ইত্যাদি যা মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে।

মুসলিম বিশ্বের সিংহ আয়াতুল্লাহ  খোমেনি কে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক আমিন। তিনি মধ্যপ্রাচ্যে অনেক অনেক দেশ ও কোটি কোটি ...
15/06/2025

মুসলিম বিশ্বের সিংহ আয়াতুল্লাহ খোমেনি কে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক আমিন। তিনি মধ্যপ্রাচ্যে অনেক অনেক দেশ ও কোটি কোটি মানুষ কে আত্মরক্ষার পথ দেখিয়েছেন। তিনি মুসলমানদের সাহস জুগিয়েছে। তিনি বলেছেন আরব ভূখণ্ডের সবাই যদি মাত্র ১ বালতি করে পানি ঢালে তাহলে এমন বন্যা হবে যে বন্যায় ইস,রাইল ভেসে আমেরিকায় চলে যাবে। ইসলামী রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় হু,থি আন,সারুল্লাহ ইয়েমেন হিজ,বুল্লাহ লেবানন হা,মাস গা,জায় প্রতিষ্ঠিত করেন। প্রক্সি বাহিনী গুলো কে সমরাস্ত্র জোগান সহ আধুনিকায়ন করেন। প্রক্সি বাহিনী গুলোর মাধ্যমে দখলদার দেশটি কে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। দখলদার দেশটির সাথে লড়াইয়ে প্রক্সি বাহিনী গুলোর রসদ অর্থ সরাবরাহ করেন। ফ্রিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রক্সি বাহিনী গুলো নিয়ে পবিত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েন। এই মহান মানুষ মুসলিম বিশ্ব কে একজোট করার অনেক চেষ্টা করছেন।

সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করায়বিএনপির দুই নেতা বহিষ্কারশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউন...
27/05/2025

সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করায়
বিএনপির দুই নেতা বহিষ্কার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়াকেসহ ৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করায় কিচক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও যুবদলের রিপন কে বহিষ্কার করেছে বিএনপিদল। সাংবাদিকদের মারপিটের ঘটনায় থানায় মামলা, আটক দুই।
আটকৃতরা হলেন বহিষ্কৃত কিচক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও সাবেক আওয়ামী লীগ নেতা শাহিন।
জানা যায়, কিচক ইউনিয়ন পরিষদে ২০০ বস্তা ভিজিএফ এর চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়া ও চ্যালেন এ১ এর সাংবাদিক তৌহিদ মন্ডল ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে রিপনের নেতৃত্বে ২০/২৫ জন নেতাকর্মী তাদেরকে ঘিরে ধরে। একপযায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান কার্যালয়ে আটক করে মব সৃষ্টি করে। একপর্যায়ে সাংবাদিকদের মারপিট করলে আবু হাসানকে বেধরকে মারপিট করে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তাকে দেখতে আসেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাৎক্ষনিক হাফিজ উদ্দিন ও শাহিনকে আটক করে।

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু'র ছেলে অরিত্র (২৮) ও আসাদুর রহমান দুলু'র বড় ভাই এ...
26/05/2025

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু'র ছেলে অরিত্র (২৮) ও আসাদুর রহমান দুলু'র বড় ভাই একেএম আতাউর রহমানের ছেলে বাবু কে, আজকে ভোর পাঁচটায় গ্রামের বাড়ি কুন্দইশ থেকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

24/05/2025
বগুড়া নিবাসী বিশিষ্ট মোবাল্লীগ এ দ্বীন, আহলে বায়েতের মাজহাব প্রচার-প্রসারে নিবেদিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ...
24/05/2025

বগুড়া নিবাসী বিশিষ্ট মোবাল্লীগ এ দ্বীন, আহলে বায়েতের মাজহাব প্রচার-প্রসারে নিবেদিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু জাফর মন্ডল গত তিন দিন যাবত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থতার কারণে সিসিইউতে ভর্তি রয়েছেন।

সকলকে তার পরিপূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ ভাবে দোয়া করার বিনীত অনুরোধ রইল।
Khulna Azadari এর পক্ষ হতে পবিত্র আহলে বায়েতের ওসিলায় তার পরিপূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি (আমিন)।

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান অর্থনীতির লাইফলাইন, গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড।কিন্তু একবার কি ভেবে দেখেছেন, আমাদের বন্দরটা দুন...
23/05/2025

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান অর্থনীতির লাইফলাইন,
গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড।

কিন্তু একবার কি ভেবে দেখেছেন,
আমাদের বন্দরটা দুনিয়ার সামনে আসলে কতটা “অকেজো” হয়ে গেছে?

পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, মিশর, মরক্কো, কম্বোডিয়া, ভিয়েতনাম মোট ১১টি দেশের ১৫টি বন্দর।

সেই তুলনায় আমাদের বন্দরের অবস্থা কতটা করুন জানেন?

🟣 চট্টগ্রাম বন্দরে একেকটা জাহাজকে ঘাট পেতে গড়ে ২.৭ দিন লাগে।
এটাই দুনিয়ার অন্যতম দীর্ঘ সময়।

🟣 ঘাট পেলেও টার্নঅ্যারাউন্ড টাইম ৩.২৩ দিন।
বেশিরভাগ পোর্টে এটা দেড় দিনের নিচে।

🟣 ক্রেনের গতি?
ঘণ্টায় মাত্র ১৫-২০ কনটেইনার।
অন্য ১০টা পোর্টে এটা ২৫-৩০ এর ওপর।

🟣 একটা পুরো ঘাট মিলে ঘণ্টায় ৩৫টা কনটেইনার হ্যান্ডেল হয় চট্টগ্রামে।
কলম্বোতে ৮০-১০০, গুজরাটে ২১৫।
এমনকি কেনিয়ার পোর্ট পর্যন্ত আমাদের চেয়ে এগিয়ে।

🟣 সবচেয়ে ভয়ংকর বিষয় ছিলো ডিউয়েল টাইম:
আমাদের বন্দর থেকে রপ্তানির মাল উঠিয়ে...
জাহাজ বের হতে লাগে ১১ দিনের বেশি!
ভিয়েতনামে ৫-৭ দিন, কলম্বোতে ৭-৮ দিন।
এই কারণেই বিশ্বব্যাংকের তালিকায়...
আমাদের বন্দরের র‍্যাংকিং ৪০৫টির মধ্যে ৩৩৪তম।

এত খারাপ তো এমনি এমনি হইনি।
এই দেশের ব্যবসা-বাণিজ্যের গেটওয়ে সিন্ডিকেট আর দুর্নীতিতে জর্জরিত।

এখন যদি কেউ আসে, উন্নতির চেষ্টা করে,
বিদেশি ইনভেস্টর আনতে চায়, তখনই শুরু হয় নাটক।

"বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বন্দর!"
এই কান্নাকাটি শুরু হয়!

যে অপারেটরদের গালাগালি করা হচ্ছে,
তারা সিঙ্গাপুর, দুবাই, ডেনমার্কের মতো দেশের।
তারা বিশ্বের ৩০-৭০টি বন্দরে কাজ করছে,
কোথাও বন্দরের ‘মালিক’ হয়ে যায় নাই।

আর আমাদের "অপেরেটর" কারা জানেন?
সাইফ পাওয়ারটেক।
টেন্ডারে কম দাম দিলে কাজ পায় নাই।
উল্টো বেশি দর দিয়ে কাজ পেয়ে বছরের পর বছর ধরে...
কোটি কোটি টাকার কাজ লুটেপুটে খেয়েছে।
এখন যখন এই দুধের বাটি হাতছাড়া হচ্ছে,
তখনই তারা গলা ফাটিয়ে কাঁদছে!

এদিকে একজন লোক আশিক চৌধুরী,
ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ঠিক করার জন্য লড়ছে।
আপনার-আমার দেশের জন্য, দেশের পণ্য যাতে সময়মতো রপ্তানি হয়, দেশের মানুষ যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

যদি উন্নত অপারেটর আসে তাহলে কী হবে?

- পোর্ট অকুপেন্সি ৮০% থেকে কমে যাবে ৬০%-এর নিচে।
- মাল গেট থেকে জাহাজে পৌঁছাতে ২২ দিনের জায়গায় সময় লাগবে ৯ দিন।
- রপ্তানিকারকরা বাঁচবে।
- বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের ফার্স্ট চয়েস।

বিদেশিরা সবকিছু খেয়ে ফেলবে...
এই তত্ত্বে ভয় খেলে নিজের ঘরেই আগুন লাগবে।
সিঙ্গাপুর, কলম্বো, ভিয়েতনাম সব দেশে বহু বিদেশি অপারেটর কাজ করছে তারা তো শেষ হয়ে যায় নাই!

বাংলাদেশকে যদি আগাতে হয়,
চট্টগ্রাম বন্দরকে আধুনিক করতে হবেই।
আর সেটার জন্য সাহসী সিদ্ধান্ত দরকার, কান্না-ভরা মায়াকান্না না।

তথ্যভিত্তিক আলোচনায় ফিরে আসুন।
চোখ খোলেন। অন্য দেশ কীভাবে দৌড়াচ্ছে তা একবার দেখুন।

© AAtiqur Rahaman

১০০০ পিস এম্পোলসহ ওমর ফারুক ও তাজিকুল ইসলাম বগুড়ায় গ্রেফতার বগুড়া শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক  ১০০০ ...
23/05/2025

১০০০ পিস এম্পোলসহ ওমর ফারুক ও তাজিকুল ইসলাম বগুড়ায় গ্রেফতার

বগুড়া শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ১০০০ পিস এম্পোল বুপ্রিনরপিন মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ বৃহস্পতিবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ দি মুন হোমিও ফার্মেসির এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোস্ট করাকালে ১০০০ পিস এম্পোল বুপ্রিনরপিন মাদকদ্রব্যসহ মো: ওমর ফারুক (৩৫), পিতা মো: আ: মান্নান, সাং-হাতিশাল ও মো: তাজিকুল ইসলাম (৩৬), পিং মো: আজাহার আলী, সাং কশিগাড়ি, উভয় থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে ১টা করে মামলা আছে। মামলা রজু প্রক্রিয়াধীন।

Address

Puran Bogra
Rājshāhi

Telephone

+8801718319514

Website

Alerts

Be the first to know and let us send you an email when নর্থবেঙ্গল নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নর্থবেঙ্গল নিউজ:

Share

Category