Mzi Naim

Mzi Naim সরকারি চাকরির পরিক্ষা ও তথ্য নিয়ে ভিডিও ও পোস্ট পেতে আমাদের পেইজটি ফলো দিন।

28/09/2025

শুরু থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন BCS Preparation Guideline

12/09/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া, যাতে আপনি বাবা মায়ের দেখভাল আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া, যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া, যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকিত্ব, যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

Collected ❤️

06/09/2025
06/09/2025

১৮তম নিবন্ধনে কে কতদূর গিয়ে টিকলেন??

27/08/2025
27/08/2025

সুপারিশ পত্র কালার প্রিন্ট ,রেজাল্ট কপি কালার প্রিন্ট , চয়েস লিস্ট পেইড কপি কালার প্রিন্ট, ই সনদ কালার প্রিন্ট , নিয়োগ পত্র চেয়ে আবেদন, সকল সার্টিফিকেটের ফটোকপি, এনআইডি , ছবি রঙিন, সাথে সকল মূল সার্টিফিকেট নিয়ে যাবেন চেক করে দেখে ফেরত দিবে প্রতিষ্ঠান কমিটি

27/08/2025

সুপারিশপ্রাপ্তদের অজানা প্রশ্নের সমাধান-

১। সাইন পরিবর্তন করতে পারবেন। তবে যোগদানের সাইন + হাজিরা খাতায় সাইন + ব্যাংকের সাইন ৩ জায়গায়ই Same রাখতে হবে।

২। যোগদানের পরের মাসেই বেতন তুলতে পারবেন মাদ্রাসায়। মাদ্রাসায় প্রতি মাসেই MPO হয়।যেমন আগস্ট এ জয়েন করেই আপনি সেপ্টেম্বর এ mpo ফাইল পাঠিয়ে সেপ্টেম্বরে বেতন অক্টোবর মাস থেকে তুলতে পারবেন।

৩। একাউন্ট একই শাখায় যেমন আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের বেতন যে ব্যাংকে আসে সেই একই ব্যাংক এবং শাখাতে আপনার একাউন্ট টি খুলতে হবে। একাউন্ট খুলতে প্রতিষ্ঠান থেকে একটা ফরওয়ার্ডিং সাথে নিয়ে যেতে হবে অবশ্যই।

৪। এমপিও আবেদন করার জন্য প্রতিষ্ঠান প্রধান আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে চাইবে না। তাই না দিলে আপনার প্রতিষ্ঠানে যিনি এমপিও কাজে অভিজ্ঞ তাকে দিয়ে আবেদন করিয়ে নিবেন।তবে কাগজ পত্র সঠিক ভাবে না দিলে ফাইল রিজেক্ট হবে।

৫৷ যারা নিয়োগপত্র আবেদনের সময় সকল কাগজ পত্র সংযুক্তি হিসেবে দিচ্ছেন তাদের যোগদানের সময় আবার নতুন করে কাগজ পত্র দিতে হবে না। শুধু যোগদান কপি দিবেন এবং এক কপি সিগনেচার কৃত যোগদান পত্র আপনার কাছে রাখবেন।
সংগৃহীত।
এডিটর: ✍ কাওসার রহমান খাঁন

26/08/2025
26/08/2025

ষষ্ঠতে সুপারিশ প্রাপ্ত যারা যোগদান করতে ইচ্ছুক নন। Just প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে বলে দিবেন আপনি ব্যক্তিগত কারণে যোগদান করতে পারতেছেন না। আর কোন অসুবিধা নেই।

24/08/2025

নতুন এমপিও ভূক্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ
1. Institute Head Forwarding:

প্রতিষ্ঠান প্রধানের আবেদন। আবেদনের মূল অংশ এটিই। মহাপরিচালক বরাবর প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও ভূক্তির জন্য আবেদন করবেন। প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এই আবেদনপত্র লিখতে হবে এবং নীচে বাম দিকে প্রধান শিক্ষকের সীল, স্বাক্ষর ও তারিখ থাকবে। ডান দিকে প্রতিষ্ঠানের সভাপতির সীল (যদি থাকে) ও স্বাক্ষর দিতে হবে।

2. Filled up teacher/staff information form:
এই ফরমটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সার্ভার থেকেই ডাউনলোড করা যায়। ফরমটি অনেক বড়। এতে শিক্ষকের ব্যক্তিগত তথ্য, একাডেমিক তথ্য, প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যসহ অনেক কিছু ফিলাপ করতে হয়। তবে ফরমের প্রথম তিনটি পাতা দিলেই চলে। বাকী পৃষ্ঠাগুলোতে বিভিন্ন তথ্যের নমুনা দেয়া থাকে যেগুলো না দিলেও হয়। ফরমের নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি সীলসহ স্বাক্ষর দিতে হবে। প্রার্থীর নিজেরও স্বাক্ষর করতে হবে এই ফরমে।

3. Academic Certificate SSC/Equivalent (Original):
এখানে আপনার এসএসসি/দাখিল/ইকুইভ্যালেন্ট পাশ সনদের মূল কপি স্ক্যান করে দিতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য হবে না। সত্যায়িত করে দিলেও তা গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন- এমপিও আবেদনে যে কোন প্রকার সার্টিফিকেট ফটোকপি অথবা অস্পষ্ট দিলে আবেদন গ্রহণ করবে না।

4. Academic Certificate HSC/Equivalent (Original):
এখানে আপনার এইচএসসি পাশ/ইকুইভ্যালেন্ট বা সমমান পাশের সার্টিফিকেট এর মূল কপি স্ক্যান করে দিতে হবে।

5. Academic Certificate BA/Equivalent (Original):
এখানে আপনার বিএ পাশ/ইকুইভ্যালেন্ট বা সমমান ডিগ্রীর সার্টিফিকেট এর মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

6. Academic Certificate MA/Equivalent (Original):
এখানে আপনার এমএ পাশ/ইকুইভ্যালেন্ট বা সমমান ডিগ্রীর সার্টিফিকেট এর মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

7. Academic Certificate Others (Original):
অন্যান্য সার্টিফিকেট বলতে উল্লেখিত একাডেমিক সার্টিফিকেট ছাড়াও যদি অন্য কোন ট্রেইনিং বা ট্রেডের সার্টিফিকেট থাকে তবে সেগুলো অন্যান্য অপশনে আপলোড করতে হবে।

8. B.Ed Certificate (Original):
আপনি যদি বিএড ডিগ্রী অর্জন করে থাকেন তবে এখানে বিএড সার্টিফিকেট এর মূল কপি স্ক্যান করে দিতে হবে।

9. NTRCA Certificate (Original):
আপনি যদি নিবন্ধনধারী শিক্ষক হন তবে এখানে আপ

23/08/2025

বিদ্যালয়ে জয়েন পরবর্তী কার্যক্রম হচ্ছে ব্যাংক একাউন্ট খোলা
ব্যাংক একাউন্ট খোলার জন্য করনীয়-
১) প্রধান শিক্ষকের নিকট থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে।
২) আপনার ২ কপি ছবি ও NID এর ফটোকপি
৩) নিয়োগপত্র ও যোগদানপত্রের ফটোকপি
৪) নমিনির ১ কপি ছবি ও NID এর ফটোকপি
৫) যদি আপনার পোষ্ট এ পুর্বে কেউ চাকরি করে থাকে, তাহলে নন-ড্রয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য প্রধান শিক্ষকের প্রত্যয়ন পত্র নিতে হবে।
# একাউন্ট খোলার পর ব্যাংক থেকে আপনি যেসব ডকুমেন্টস সংগ্রহ করবেন-
১) প্রত্যয়নপত্র
২) ৫০০ টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক স্লিপ
৩) আপনার পোষ্টে যদি পুর্বে কেউ জব করে থাকে,তাহলে নন-ড্রয়াল সার্টিফিকেট
এই ৩টি ডকুমেন্টস এমপিও করার জন্য প্রয়োজন হয়।

Address

Gobindganj
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Mzi Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share