Mzi Naim

Mzi Naim সরকারি চাকরির পরিক্ষা ও তথ্য নিয়ে ভিডিও ও পোস্ট পেতে আমাদের পেইজটি ফলো দিন।

28/07/2025

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এই মাসে আর হচ্ছে না।
কারণ গুলো হলো -

১। প্রায় ৬ হাজার প্রার্থী সনদ সংশোধনের আবেদন করেছেন। এটার শেষ হলে রেজাল্ট হবে।

২। বয়স ৩৫+ প্রার্থীদের বিষয়ে আদালতের একটা নির্দেশনা রয়েছে।

৩। নতুন চেয়ারম্যান স্যারের যোগদান।

(আমার অনুমান আগষ্টের ৭ থেকে ১০ তারিখের ভিতরে রেজাল্ট হবে ইনশাআল্লাহ)

25/07/2025

বাজারের সেরা বিসিএস প্রিলি প্রশ্নব্যাংক রিভিউ l Preceptor's Bcs preliminary question bank review

23/07/2025

৫ম গণবিজ্ঞপ্তিতে
আবেদন শেষ হয় ৯ মে
প্রাথমিক সুপারিশ হয় ১১ জুন
১মাসেরও বেশি সময় পর

23/07/2025

ntrca ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিতে আরো বেশ দেরী হবে। হুটহাট কারো আপডেট নিয়ে মাথায় প্যারা নিবেন না। এই মাসের শেষেও রেজাল্ট হবার সম্ভাবনা কম। (তবে হতেও পারে)। অনুমান করা হচ্ছে সামনের মাসের প্রথম ৭/১০ দিনের মধ্যে রেজাল্ট দিবে।

21/07/2025

অবশেষে আজ ২২ জুলাইয়ের HSC পরিক্ষা স্থগিত করা হয়েছে।

19/07/2025

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও আপনার MPO হতে সমস্যা হবে যদি প্যাটার্ন জটিলতা থাকে

৪৮ তম বিশেষ বিসিএসের প্রিলির আজকের প্রশ্ন। বাংলা ও ইংরেজি ভার্সন।
18/07/2025

৪৮ তম বিশেষ বিসিএসের প্রিলির আজকের প্রশ্ন। বাংলা ও ইংরেজি ভার্সন।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস...
17/07/2025

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেসকল প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি/ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা যে কোন কারণে বিনষ্ট হয়েছে তাদেরকে পুনরায় ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার জন্য নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।
👉আবেদনকৃত উত্তীর্ণ প্রার্থী তাঁর নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে পুনরায় ডাউনলোড করতে পারবেন।
সংযুক্তি:

ক) ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড করার আবেদন ফর্ম;

খ) ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড করার প্রয়োজনীয় কাগজপত্রাদি।

16/07/2025

NTRCA স্কুল-কলেজ শিক্ষকদের নতুন এমপিও MPO আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র


্ঠগণবিজ্ঞপ্তি
ুমেন্ট

েদন
#শিক্ষকনিয়োগ

্য
#শিক্ষাসংবাদ





#৬ষ্ঠ_গণবিজ্ঞপ্তি
্ম_পূরণ

16/07/2025

"স্কুল-কলেজ শিক্ষকদের নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

০১) প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র।
০২) আবেদনকারীর পূরণকৃত তথ্য ফরম।
০৩) এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ।
০৪) এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ
০৫) স্নাতক (ডিগ্রী) বা সমমানের পরীক্ষার মূল সনদ ।
০৬) স্নাতকোত্তর (মাস্টার্স) বা সমমানের পরীক্ষার মূল সনদ।
০৭) অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ ।
০৮) বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ ।
০৯) এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ ।
১০) ডিগ্রী বা স্নাতক পরীক্ষার মার্কশিট।
১১) শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র।
১২) যোগদান পত্র।
১৩) ব্যাংক একাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট।
১৪) নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা।
১৫) লাইব্রেরি পার্টি কুলার্স (লাইব্রেরী সংক্রান্ত তথ্য)।
১৬) ল্যাবরেটরী পার্টিকুলার্স (ল্যাব্রেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য)।
১৭) শিক্ষক-কর্মচারীদের তথ্য বিবরণী।
১৮)নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক-কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতি পত্র।
১৯) পদত্যাগ/অবসরপ্রাপ্ত/অব্যাহতি প্রাপ্ত শিক্ষক-কর্মচারীর ব্যাংক নন-ড্রয়াল সার্টিফিকেট।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি।
২১) শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি।
২২) লোকেশন সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য)।
২৩) সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি।
২৪) ই-রিকুইজিশন কপি এবং এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি ।
২৫) শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি।
২৬) শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি।
২৭) নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বই বা রেজুলেশনের কপি সমূহ।
২৮) নিয়োগ পরীক্ষার ফলাফল/জাতীয় মেধা তালিকার কপি/ এস এম এস এর কপি।
২৯) এনটিআরসিএ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার।
৩০) বর্তমান কমিটির অনুমোদনের কপি।
৩১) সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি।
৩২) শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা।
৩৩) মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি ।
৩৪) অন্যান্য কাগজপত্র। "

Send a message to learn more

16/07/2025

অনেকে খন্ডকালীন হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেছেন, সেখানে আপনার পিডিএস করা থাকলে এমপিও-তে সমস্যা হবে!

একটা লিখা সামনে আসলো, বাংলাদেশে টাকা রোজগারের জন্য "পড়াশোনা করা" সবচেয়ে দুর্বল Investment.কথাটা কি সত্য?! উত্তর হচ্ছে, '...
14/07/2025

একটা লিখা সামনে আসলো, বাংলাদেশে টাকা রোজগারের জন্য "পড়াশোনা করা" সবচেয়ে দুর্বল Investment.

কথাটা কি সত্য?! উত্তর হচ্ছে, 'নিঃসন্দেহে হ্যাঁ'। পড়াশুনা করে সৎভাবে ২০ বছরে কোটিপতি হতে পারবে ১০ হাজারে সর্বোচ্চ ১ জন!

তাহলে পড়াশুনা কি ইউজেলস? 'নো!' তবে বাংলাদেশের পড়াশুনা ইউজলেস। জাস্ট জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো কেড়ে নিবে, আর কিছুনা।

কেনো? কারণ এদেশে আমরা টাকা/ জবের জন্য পড়ি। আর উপরের বলা হয়েছে টাকার জন্য পড়াশুনা সবচেয়ে দুর্বল ইনভেস্টমেন্ট।

কিছুনা বললে আবার ভুল হবে। লোক দেখানো আর শো অফ করা যায় তো!

এদেশে হয়তো হাতে গোনা ২-১ জন পাওয়া যাবে যারা সখে বা শেখার জন্য পড়ে। না না, আসলে পাওয়ায় যাবেনা। কারণে এদেশে শেখার মতো পরিবেশই নাই।

তাই যারা শেখে তারা Self Study করেই শিখে। এসব আজাইরা প্রতিষ্ঠান থেকে কিসুই শিখে না। তাই এইসব ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ক্রেডিট দিতে আমার আপত্তি আছে।

আর এখন জব মার্কেট সম্পর্কে যারা জানেন তাদের এর এইসব এক্সপ্লেইন করার দরকার নাই। পরীক্ষা দেয় হাজার হাজারও জন আর সিট থাকে ২-৪ টা! আজকেই এক ভাই কি জানি এক্সাম দিয়ে আসলো, এক্সাম দিয়েছে ৮,১২৬ জন। নিবে নাকি ২ জনকে!

হাজার হাজার জনের সাথে প্রতিযোগিতা করে একটা জব?! তাও সেলারি কত?! সেইটা আর না বলি...

যাই হোক, পড়াশুনার উদ্দেশ্য আছে, পড়াশুনা জরুরী। তবে আমাদের এইসব পড়াশুনা আমাদের চিন্তা করতে শেখায় না, আমাদের ভাবতে শেখায় না, আমাদেরকে কিছুই শেখায় না। শুধু শুধু ফর্মালিটি টাইপের।

এইখানে কিছু ছেলে মেয়ে আছে যারা নিজের চেষ্টায় সেলফ স্টাডি করে ভালো কিছু করে। কিন্তু ওই ক্রেডিট দিয়েই চলছে সবাই!

আমাদেরকে আসলে শিখতে জানতে হবে। সেলফ স্টাডি করা শিখতে হবে। আর টাকার জন্য পড়াশুনার উপর ডিপেন্ড না হয়ে অন্য কিছু ভাবতে হবে।

Address

Gobindganj
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Mzi Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share