14/07/2025
একটা লিখা সামনে আসলো, বাংলাদেশে টাকা রোজগারের জন্য "পড়াশোনা করা" সবচেয়ে দুর্বল Investment.
কথাটা কি সত্য?! উত্তর হচ্ছে, 'নিঃসন্দেহে হ্যাঁ'। পড়াশুনা করে সৎভাবে ২০ বছরে কোটিপতি হতে পারবে ১০ হাজারে সর্বোচ্চ ১ জন!
তাহলে পড়াশুনা কি ইউজেলস? 'নো!' তবে বাংলাদেশের পড়াশুনা ইউজলেস। জাস্ট জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো কেড়ে নিবে, আর কিছুনা।
কেনো? কারণ এদেশে আমরা টাকা/ জবের জন্য পড়ি। আর উপরের বলা হয়েছে টাকার জন্য পড়াশুনা সবচেয়ে দুর্বল ইনভেস্টমেন্ট।
কিছুনা বললে আবার ভুল হবে। লোক দেখানো আর শো অফ করা যায় তো!
এদেশে হয়তো হাতে গোনা ২-১ জন পাওয়া যাবে যারা সখে বা শেখার জন্য পড়ে। না না, আসলে পাওয়ায় যাবেনা। কারণে এদেশে শেখার মতো পরিবেশই নাই।
তাই যারা শেখে তারা Self Study করেই শিখে। এসব আজাইরা প্রতিষ্ঠান থেকে কিসুই শিখে না। তাই এইসব ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ক্রেডিট দিতে আমার আপত্তি আছে।
আর এখন জব মার্কেট সম্পর্কে যারা জানেন তাদের এর এইসব এক্সপ্লেইন করার দরকার নাই। পরীক্ষা দেয় হাজার হাজারও জন আর সিট থাকে ২-৪ টা! আজকেই এক ভাই কি জানি এক্সাম দিয়ে আসলো, এক্সাম দিয়েছে ৮,১২৬ জন। নিবে নাকি ২ জনকে!
হাজার হাজার জনের সাথে প্রতিযোগিতা করে একটা জব?! তাও সেলারি কত?! সেইটা আর না বলি...
যাই হোক, পড়াশুনার উদ্দেশ্য আছে, পড়াশুনা জরুরী। তবে আমাদের এইসব পড়াশুনা আমাদের চিন্তা করতে শেখায় না, আমাদের ভাবতে শেখায় না, আমাদেরকে কিছুই শেখায় না। শুধু শুধু ফর্মালিটি টাইপের।
এইখানে কিছু ছেলে মেয়ে আছে যারা নিজের চেষ্টায় সেলফ স্টাডি করে ভালো কিছু করে। কিন্তু ওই ক্রেডিট দিয়েই চলছে সবাই!
আমাদেরকে আসলে শিখতে জানতে হবে। সেলফ স্টাডি করা শিখতে হবে। আর টাকার জন্য পড়াশুনার উপর ডিপেন্ড না হয়ে অন্য কিছু ভাবতে হবে।