Crafted By Luksana

Crafted By Luksana ভালো মানের ও বিশ্বাসযোগ্য পণ্য পেতে আজই যোগাযোগ করুন 🌸

সাথে ফলো দিয়ে পাশে থাকুন🥰
(1)

রেজিনের চিরুনী✨🌸অর্ডার করতে ইনবক্স মেসেজ করুন🌸
11/09/2025

রেজিনের চিরুনী✨🌸
অর্ডার করতে ইনবক্স মেসেজ করুন🌸

আমাদের ভাঙ্গা হৃদয়ে এভাবে ফুল ফুটুক 💜🌸
10/09/2025

আমাদের ভাঙ্গা হৃদয়ে এভাবে ফুল ফুটুক 💜🌸

Resin chiruni😍✨ হাতে তৈরি রেজিন জুয়েলারিতে খানিকটা আলাদা রুচি, খানিকটা নিজের মতো করে সাজিয়ে তোলার আনন্দ! 💫চুড়ি হোক বা কা...
07/09/2025

Resin chiruni😍
✨ হাতে তৈরি রেজিন জুয়েলারিতে খানিকটা আলাদা রুচি, খানিকটা নিজের মতো করে সাজিয়ে তোলার আনন্দ! 💫
চুড়ি হোক বা কানের দুল—রঙের খেলা আর ডিজাইনের ভিন্নতা নিয়ে হাজির আমাদের কালেকশন।
🌈 রঙিন ট্রান্সপারেন্ট চুড়ি
💚 ক্লাসিক রেজিন ইয়ারিংস
🪷 ট্র্যাডিশনাল টাচে ইউনিক ডিজাইন

নিজের জন্য অথবা প্রিয়জনের উপহার হিসেবে – একদম পারফেক্ট! 🎁
👉 কাস্টমাইজড অর্ডার নিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।


চুড়ির প্রতি বাঙালি মেয়েদের প্রচন্ড রকম দুর্বলতা কাজ করে তাই না? 😇কাঁচের চুড়ি হলে তো কোনো কথাই নেই 😁 কিন্তু না! এগুলো ক...
01/09/2025

চুড়ির প্রতি বাঙালি মেয়েদের প্রচন্ড রকম দুর্বলতা কাজ করে তাই না? 😇

কাঁচের চুড়ি হলে তো কোনো কথাই নেই 😁 কিন্তু না! এগুলো কিন্তু কাঁচের চুড়ি না 😁 এগুলো হচ্ছে রেজিনের চুড়ি 😍😍😍

আরো মজার ব্যাপার হচ্ছে ভেতরের ফুল গুলো কিন্তু আসল সব 🔥 এগুলো কখনো নষ্ট হবে নাহ...

যেকোনো সাইজ তবে বানিয়ে নিতে পারবেন আর কাষ্টমাইজড ও নিতে পারবেন ❤️

 চুড়ি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর।। একবার ও না একবার আপনাকে চুড়ির প্রেমে পড়তেই হবে।।রেজিন লিকুইড দিয়ে তৈরী এই চ...
28/08/2025



চুড়ি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর।। একবার ও না একবার আপনাকে চুড়ির প্রেমে পড়তেই হবে।।

রেজিন লিকুইড দিয়ে তৈরী এই চুড়িগুলো একদম ইউনিক ধাঁচের।।
কাঠের তৈরী,মেটালের,কাঁচের, সুতার তৈরী সহ বিভিন্ন ধরনের চুড়ি দেখে থাকলে আমাদের দেশে রেজিন এর তৈরী চুড়ি দুর্লভ বস্তু।।

রেজিন এর তৈরী চুড়ি নিতে চাইলে মুনস্টোন রেজিন এ পাবেন।।🍁🍁

lifetime dream.
27/08/2025

lifetime dream.

হ্যান্ডমেড চুরি... সুন্দরী রা এমন সুন্দর চুরি গুলো অর্ডার করতে ইনবক্স করুন...  কাস্টমাইজড করে দেওয়া হয়..  বানিয়ে নিন আপন...
26/08/2025

হ্যান্ডমেড চুরি...
সুন্দরী রা এমন সুন্দর চুরি গুলো অর্ডার করতে ইনবক্স করুন...
কাস্টমাইজড করে দেওয়া হয়.. বানিয়ে নিন আপনার পছন্দের চুরি❤️
সাইজ: ২.৪, ২.৬,২.৮,৩০
হাতে ৩/৪ দিন সময় নিয়ে অর্ডার করতে হবে...
অর্ডার করতে পছন্দের ছবিসহ ইনবক্স করুন 💜

26/08/2025

আল্লাহ যদি কারো একার না হয়ে থাকে,, তবে প্রতিটা কাজের হিসেব দিতে হবে সবার😊

চেষ্টা আর পরিশ্রম যে করে সে সফল হয়,, সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত যার উপর থাকে,  তাকে কেউ আটকাতে পারে নাহ...
22/08/2025

চেষ্টা আর পরিশ্রম যে করে সে সফল হয়,,
সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত যার উপর থাকে, তাকে কেউ আটকাতে পারে নাহ...

"বাবা পরিচয় দিতে লজ্জা পেতেন"

বাবা ব্যাংকার, বড় বোন ডাক্তার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি—
সবাই ভেবেছিল আমি হয়তো প্রোগ্রামার হবো।
কিন্তু আমি শুরু করলাম চুড়ির ব্যবসা।

প্রথম যখন বাবা জানলেন,
তিনি ইতস্তত বোধ করলেন—
"আমি মানুষকে কী বলবো? ছেলে চুড়ি-বিক্রি করে?"

শুরুটা ছিল খুবই ছোট—
💵 মাত্র ২০০০ টাকা
📍 পুরান ঢাকার চকবাজার থেকে চার রঙের চুড়ি—লাল, সবুজ, হলুদ, কালো।
প্রথম দিনেই অনলাইন বুস্টিং করে অর্ডার পেলাম।

তখন কোনো প্রপার প্যাকেজিং ছিল না—
মিষ্টির দোকানের প্যাকেট নিয়ে কাগজে মুড়ে পাঠাতাম।
প্রথম কাস্টমারের চুড়ি ভেঙে গিয়েছিল, তবুও তিনি খুশি ছিলেন।
প্রায় দেড় বছর লাগলো পারফেক্ট প্যাকেজিং খুঁজে পেতে।

প্রথম দিকে পরিবার বাধা দিত—
📌 পড়াশোনায় মন দাও
📌 ব্যবসা বাদ দাও
📌 এমনকি আর্থিকভাবেও আটকে দেওয়ার চেষ্টা

ততদিনে ব্যবসাটা আমার নেশা হয়ে গেছে।
২৪ ঘণ্টার মধ্যে ২৩ ঘণ্টা কাজ করতাম—
অর্ডার নেওয়া, প্যাকেজিং, কুরিয়ারে দেওয়া।

টাকা ঢোকা শুরু হওয়ার পর লজ্জা কেটে গেল।
দুই-তিন বছর পর আউটলেট খুললাম,
ভার্সিটি শেষের পথে—
তখন পরিবারও মেনে নিলো,
"হ্যাঁ, ছেলে কিছু করছে।"

📌 *পুরো সাক্ষাৎকারটি কমেন্টে*

কি যে সুন্দর এটা 🥺🥺কাস্টমাইজড করে দেওয়া যাবে নিতে চাইলে ইনবক্স করুন 🥺
22/08/2025

কি যে সুন্দর এটা 🥺
🥺
কাস্টমাইজড করে দেওয়া যাবে
নিতে চাইলে ইনবক্স করুন 🥺

যদি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান হয়,, তবে আখিরাতে বিচার হবে ক্ষমা নয়💔
21/08/2025

যদি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান হয়,,
তবে আখিরাতে বিচার হবে ক্ষমা নয়💔

Address

Panchagarh
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crafted By Luksana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share