25/01/2025
ধরেন একটা পাগলা কুকুর কিংবা বিষাক্ত সাপ আপনাকে কামড় বসিয়ে দিল। আপনি কী করবেন? ঐ পাগলা কুকুর কিংবা বিষাক্ত সাপকে কি এটা বুঝানোর চেষ্টা করবেন, আপনি এই কামড় ডিজার্ভ করেন না? কিংবা আপনি কি ঐ পাগলা কুকুর কিংবা বিষাক্ত সাপকে উল্টো একটা কামড় বসিয়ে দিবেন? নাকি কুকুর কিংবা সাপটিকে এটা বুঝানোর চেষ্টা করবেন, তারা কাজটি ভালো করেনি? না, আপনি এসব কিছুই করবেন না। আপনি ক্ষতস্থানের পরিচর্যা করবেন শুধু। Self Respect মানে হচ্ছে সব বিষয়ে সবার সাথে তর্কে না জড়ানো।
রাস্তায় হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলেন। সরিটা আপনিই আগে বলে দিয়েছেন দোষ যারই হোক। এটা শুধুমাত্র আরেকজনকে রেসপেক্ট দেখানো নয়, এটাও একধরনের Self Respect মানে নিজেকে সম্মান দেখানো।
কোনো কোনো সময় তর্কে জড়িয়ে জিতে যাওয়ার চেয়ে, তর্কে না জড়িয়ে হেরে যাওয়ায় ভালো। কিছু কিছু হার Self respect বাড়ায়।
Don't be emotional. আমি এটা ডিজার্ভ করি না। এরকম সবসময় আমার সাথেই কেন হয়? এসব ইমোশনাল আফসোস প্রতিমুহূর্তে একজন মানুষকে দুর্বিষহ যন্ত্রণায় রাখে৷ জীবনটা সুন্দর। মুখের উপর কিছু বলে আসার কাজটা যে কেউ করতে পারে। কিন্তু কিছু করে দেখানোর নামই তো জীবন, যেটা অনেকেই পারে না।
কপি পোস্ট- জাবেদ হোসেন বক্কর ভাই