Atik TV 24

Atik TV 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Atik TV 24, Digital creator, Panchagarh, Rajshahi.

Atik TV24

আল্লাহর রহমতে সত্য ও জ্ঞানের যাত্রা —
দর্শন, ভ্রমণ, ইসলাম ও খবর সব একসাথে।

� চিন্তা জাগাক, হৃদয় ছুঁয়ে যাক।
� Follow করুন সত্য ও শিক্ষার আলো পেতে।
� Share করুন, ছড়িয়ে দিন আলোর বার্তা।

29/06/2025
28/06/2025

হাত পাখার ডাকে গর্জে উঠেছে জনতা — চলিতেছে ঐতিহাসিক মহাসমাবেশ!

🌈 আজকের দেবীগঞ্জের আকাশে রঙের উৎসব!আজ বিকেল বেলায় দেবীগঞ্জের আকাশে দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য—রংধনু! বৃষ্টি থেমে যাওয়া...
27/06/2025

🌈 আজকের দেবীগঞ্জের আকাশে রঙের উৎসব!

আজ বিকেল বেলায় দেবীগঞ্জের আকাশে দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য—রংধনু! বৃষ্টি থেমে যাওয়ার পর সূর্যের কোমল আলো ছুঁয়ে যেন আল্লাহ্‌র কুদরত আমাদের চোখের সামনে রঙের সাতরঙা এক সেতু বুনে দিলো।

রংধনুর এই অপরূপ সৌন্দর্য মুহূর্তেই বদলে দিলো দেবীগঞ্জের পরিবেশ—নির্বাক প্রকৃতি যেন হাসল রঙে রঙে। ছোট-বড় সবাই মোবাইল হাতে ছুটলো সেই সৌন্দর্য বন্দি করতে।

এটা শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, বরং আমাদের জন্য এক শান্তির বার্তা—বৃষ্টি যেমন যায়, তেমনি আকাশে আশার রং ফিরে আসে।

27/06/2025

ঠাকুরগাঁওয়ের বুনিয়াডাঙ্গী ব্রিজ/মিনি বক্সবাজারে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
– সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বুনিয়াডাঙ্গী (বা মিনি বক্সবাজার) এলাকার একটি ব্রিজে গোসল করতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়। আশেপাশের লোকজন তার মর্মান্তিক নিভৃতচার্য লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযানে অংশ নেয় স্থানীয় নাগরিকরাও। প্রায় এক ঘণ্টা তল্লাশি ও পানিতে ডুবন্ত–উথলন্ত পরিশ্রমের পর শেষ পর্যন্ত নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

সুত্র মতে, নিহত কিশোর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও (দুও সাঁও?) ইউনিয়নের বাসিন্দা। তার বয়স আনুমানিক ১২–১৪ বছরের মধ্যে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলের সময় নদীতে বিপর্যয়ের বল বা পানির প্রবল স্রোতের শিকার হয়ে সে মর্মান্তিকভাবে ডুবে যায়।

হিরো আলমের আত্মহত্যার চেষ্টা,
27/06/2025

হিরো আলমের আত্মহত্যার চেষ্টা,

27/06/2025

পেইজে টি ফলো করুন

🕌 দেবীগঞ্জে আসছেন আবু তুহা আদনান!📆 তারিখ: ৩০ জুন ২০২৫, সোমবার🕰 সময়: বাদ এশা📍 স্থান: দেবীগঞ্জ মডেল মসজিদ🎙 বক্তা: প্রখ্যা...
26/06/2025

🕌 দেবীগঞ্জে আসছেন আবু তুহা আদনান!

📆 তারিখ: ৩০ জুন ২০২৫, সোমবার
🕰 সময়: বাদ এশা
📍 স্থান: দেবীগঞ্জ মডেল মসজিদ
🎙 বক্তা: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আবু তুহা মোহাম্মদ আদনান
🎯 আয়োজনে: দেবীগঞ্জ দাওয়াহ জোন

তিনি দেশের অন্যতম সাহসী ও যুক্তিবাদী দাঈ, যিনি তরুণদের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছেন। তার বর্ণনা সহজ, স্পষ্ট ও বাস্তবভিত্তিক — যা মন ছুঁয়ে যায়।

---

📢 আপনার উপস্থিতি জরুরি
✅ যদি আপনি সত্যিকারের দ্বীনি আলো শুনতে চান,
✅ যদি আপনি আপনার পরিবারকে সত্যিকারের ইসলামি শিক্ষা দিতে চান,
✅ যদি আপনি নিজের ভেতরের মানুষটাকে বদলাতে চান —
তাহলে এই মাহফিলে অবশ্যই আসুন।

---

🔁 পোস্টটি শেয়ার করুন, আমন্ত্রণ পৌঁছে দিন সবার ঘরে।
দ্বীনি আলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক — ইনশাআল্লাহ।

26/06/2025

🙋পেইজটি ফলো করুন।

ডোমার নামকরণের ইতিহাস – কোথা থেকে এলো এই নাম?নীলফামারী জেলার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ডোমার। প...
26/06/2025

ডোমার নামকরণের ইতিহাস – কোথা থেকে এলো এই নাম?

নীলফামারী জেলার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ডোমার। প্রাচীন ইতিহাস, নদী-নালা আর জনগণের সংস্কৃতি মিলে গড়ে উঠেছে এই জনপদ। কিন্তু প্রশ্ন জাগে—"ডোমার" নামটা এলো কোথা থেকে? কেন এই নামেই ডাকা হয় এলাকাটিকে?

---

📖 নামকরণের পেছনে প্রচলিত জনশ্রুতি ও ব্যাখ্যাগুলো:

🌊 ১. "ডোবা-মার" থেকে "ডোমার":

এক সময় এই অঞ্চলে অনেক নিচু জমি ও জলাবদ্ধতা ছিল। স্থানীয়রা এসব নিচু ও পানিতে ভরা স্থানকে বলত “ডোবা”।
"ডোবার পাশের জায়গা" বা "ডোবার মার"—এইরকম ভাষাগত রূপান্তর থেকেই নাকি নামটি হয় ডোবা-মার।
সময়ের সঙ্গে সঙ্গে এ নাম সংক্ষিপ্ত হয়ে “ডোমার” নামে পরিচিত হয়ে ওঠে।

---

🧑‍🌾 ২. প্রাচীন বসতি ও কৃষিভিত্তিক সংস্কৃতি:

এই অঞ্চলে প্রথম দিকের মানুষ বসতি গড়েছিল জলাভূমি ঘেঁষা এলাকায়। তারা ডোবার পাশে জমি চাষ করত, বসবাস করত। সেই জনবসতিকে ডাকা হতো "ডোবা-মার গ্রাম" নামে। ধীরে ধীরে তা সংক্ষিপ্ত হয়ে ডোমার হয়ে যায়।

---

🗺️ ৩. প্রাচীন প্রশাসনিক নাম ও উচ্চারণ পরিবর্তন:

ব্রিটিশ আমলে অনেক এলাকায় প্রশাসনিক নাম দেওয়া হতো উচ্চারণ অনুযায়ী। "Domar" বা "Domor" নামটি ইংরেজদের রেকর্ডে এভাবেই লেখা হতো, যেটা এখনো মানচিত্রে টিকে আছে। স্থানীয় উচ্চারণেও এই নাম "ডোমার" হিসেবেই স্থায়ী হয়ে গেছে।

---

🧭 উপসংহার:

ডোমার নামটি এসেছে প্রকৃতি, ভূপ্রকৃতি ও স্থানীয় ইতিহাসের সম্মিলনে। “ডোবা” ও “মার” শব্দ দুটি মিলেই এই এলাকাকে দিয়েছে তার অনন্য নাম ও পরিচয়—ডোমার।

এটি শুধু একটি নাম নয়, এটি একটি অঞ্চলের ইতিহাস, কষ্ট, সংগ্রাম ও পরিচয়ের প্রতীক।

⏳ সময় বদলায়, কিন্তু কিছু নকশা চিরকাল একই রকমই থাকে!১৯২০ থেকে একই চুল বাঁধার পিন,১৮৪৯ থেকে সেই নিরাপত্তা পিন,১৯৫০ থেকে ...
25/06/2025

⏳ সময় বদলায়, কিন্তু কিছু নকশা চিরকাল একই রকমই থাকে!

১৯২০ থেকে একই চুল বাঁধার পিন,
১৮৪৯ থেকে সেই নিরাপত্তা পিন,
১৯৫০ থেকে সেই বলপয়েন্ট কলম…

সাদামাটা আর কাজের জিনিসই যুগের পর যুগ ধরে টিকে থাকার আসল প্রমাণ।

Address

Panchagarh
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atik TV 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share