Wazihar Ammu

Wazihar Ammu -"জীবনের গল্প" ভুমিকাহীন,,,,,!!
__"প্রতিটা "লাইন"পড়া সহজ....!! 🙂
-" বোঝা অনেক "কঠিন "....!! ❤️🍁

30/10/2025

মাশাআল্লাহ ❤️

মির্জাপুরে ইউনিয়নের পাশে আম বাগানে এই মানুষটি ঝুলানো ছিল পরে আশেপাশে স্থানীয় মানুষজন দেখে যে লাশ অবস্থায় ঝুলানো ছিল এ...
27/10/2025

মির্জাপুরে ইউনিয়নের পাশে আম বাগানে এই মানুষটি ঝুলানো ছিল পরে আশেপাশে স্থানীয় মানুষজন দেখে যে লাশ অবস্থায় ঝুলানো ছিল এখন কিভাবে মারা গেছে কেউ বলতে পারেনা তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এখানে আসে তদন্ত শুরু করে এবং কি এখানে কাপড় দিয়ে মানুষটিকে মোড়ানো অবস্থায় আমরা দেখতে গেছিলাম মানুষটির আসল পরিচয় নাম কি আসলে কোন বিষয়ে জানা এখনো হয়নি বা কেউ বলতে পারে না তো অবশ্যই আমরা পরবর্তী এ বিষয়ে জানতে পারব আরে জায়গাটা হচ্ছে মির্জাপুর ইউনিয়নের পাশে আমবাগান আটোয়ারী পঞ্চগড়

27/10/2025

গানের পূর্ণতা 🤣🤣🤣

♦ মাত্র দু দিন আগেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাদের। ♦ নতুন বউয়ের হাতে লাগানো মেহেদীর রঙ এখনো শুকায়নি।♦ বউকে নিয়ে ঢাক...
22/10/2025

♦ মাত্র দু দিন আগেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাদের। ♦ নতুন বউয়ের হাতে লাগানো মেহেদীর রঙ এখনো শুকায়নি।
♦ বউকে নিয়ে ঢাকায় পৌঁছানোর আগেই এক্সি'ডেন্ট করে কবরের মাটিতে চিরতরে ঘুমিয়ে গেছে "শামিম"।
♦ রোড এক্সিডে'ন্টে স্বামীকে হা'রানো সদ্য বিবাহিতা স্ত্রী "মিম" মারা'ত্মক আ'হত হয়ে মৃ'ত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালের বেডে শুয়ে।
♦ বউভাতের অনুষ্ঠানে জ্বালানোর জন্য আনা কাঠের টুকরা গুলি এখন অকেজো হয়ে পরে আছে বাড়ির পাশেই।
♦ অথচ যাদের জন্য ছিলো এত আয়োজন।
♦ দু দিনের ব্যবধানে পৃথিবী ছেড়েই চলে গেলো তাদেরই একজন।
♦ অপরজন এখনো কা'তরাচ্ছে অ'সহ্য য'ন্ত্রনায়।

 # # # **দিন ১-এর গল্প: সামাজিক বিতর্ক (চরিত্র পরিবর্তন)** # # # # **গল্পের নাম: রায় ম্যাডামের রাতের ডায়েরি** # # # # *...
21/10/2025

# # # **দিন ১-এর গল্প: সামাজিক বিতর্ক (চরিত্র পরিবর্তন)**

# # # # **গল্পের নাম: রায় ম্যাডামের রাতের ডায়েরি**

# # # # **পোস্টের ক্যাপশন ও গল্প (আকর্ষণীয় ফরম্যাট):**

আমি আপনাদের রায় ম্যাডাম। দিনের বেলায় আমি সফল লাইফ কোচ, সেরা মোটিভেশনাল স্পিকার। আর রাতে? রাতে আমি এই ডায়েরির এক ব্যর্থ লেখক।

---

**অধ্যায় ১: আলো ঝলমলে সকাল**

সকাল ৬টায় রায় ম্যাডামের পোস্ট হয়: "জীবন সুন্দর! টক্সিক মানুষকে দূরে রাখুন, নিজেকে ভালোবাসুন।" এই পোস্টে হাজার লাইক আর কমেন্ট ভরে যায়—"ম্যাডাম, আপনি আমাদের প্রেরণা!"

সকাল ১০টা: ফেসবুক লাইভে তিনি বলেন, "সাফল্য আপনার অপেক্ষায়! হতাশাকে ঝেড়ে ফেলুন!" লোকে হাততালি দেয়। লোকে শেয়ার করে।

**অধ্যায় ২: ডায়েরির নীরব স্বীকারোক্তি**

রাত ১২টা: লাইভ শেষ। ঘরের আলো বন্ধ। রায় ম্যাডাম তার ডায়েরি খোলেন। সেখানে লেখা:

*“আজও ৩০ মিনিট হাসতে হলো। ক্যামেরার সামনে মিথ্যা বলতে হলো। অথচ টক্সিক মানুষ আর হতাশার সবচেয়ে বড় উৎস তো আমি নিজেই। গত পাঁচ বছর ধরে একটা কথা কাউকে বলতে পারিনি—আমার একমাত্র সন্তান বিদেশে যাওয়ার পর আর ফোন করেনি। আমার এই সাজানো জীবন, এই ব্র্যান্ড, এই 'ম্যাডাম' ইমেজ—সবটাই তার মনোযোগ পাওয়ার একটা ব্যর্থ চেষ্টা। কিন্তু সে তো আর এই পেজে নেই।”*

*“সবাই আমাকে সুখী ভাবে। আমি যদি বলি আমি ডিপ্রেশনে ভুগছি, তারা বলবে, 'ছিঃ, আপনি তো মোটিভেশন দেন, আপনার কিসের কষ্ট?' তাই এই ডায়েরিটা আমার একমাত্র বন্ধু, যে আমার মিথ্যা হাসির আড়ালে জমে থাকা কান্নাগুলো দেখতে পায়।”*

**অধ্যায় ৩: ভুল প্রশ্ন**

কাল সকালে আবার আমি সাফল্যের গল্প বলব। কিন্তু আজ রাতে আমার মনে হচ্ছে, আমার সবথেকে বড় ভুল হলো—সত্যিটা না বলা। আমার একাকীত্বটা লুকিয়ে রাখার জন্যই আমি এত সফল হওয়ার অভিনয় করে চলেছি।

---

# # # # **আলোচনার জন্য প্রশ্ন (কমেন্ট বাড়াতে):**

**প্রশ্ন:** রায় ম্যাডামের কি উচিত তার এই ভেতরের কষ্ট আর একাকীত্বের কথা প্রকাশ্যে বলা? নাকি তার ফ্যানদের কাছে 'শক্তিশালী' ইমেজ ধরে রাখা উচিত?

**আপনি রায় ম্যাডামের জায়গায় থাকলে আপনি কি করতেন কমেন্টে জানান

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলকায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ, গরুর মাংস কেনায় সাবধানতা অবলম্বনের পরামর্শ। ঠাকুরগাঁওয়ে যত্র...
21/10/2025

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলকায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ, গরুর মাংস কেনায় সাবধানতা অবলম্বনের পরামর্শ। ঠাকুরগাঁওয়ে যত্রতত্র পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রি হচ্ছে। এই রোগের আ ত ঙ্ক কাজ করছে সাধারণ মানুষের ভিতরে। তাই পশুর হাটে কেনাবেচা কমেছে।

রংপুরে শুরু হওয়া এই রোগ ছড়িয়েছে ঠাকুরগাঁওতেও। এমন খবর দিয়েছে আরটিভি।

18/10/2025
17/10/2025

ঠিক কি না বলেন 😅

15/10/2025

❤️

14/10/2025

Assalamu alaikum
Good Morning ❤️

যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও  আগে এর মত জ্বলতে হবে❤️🥀❤️
13/10/2025

যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও
আগে এর মত জ্বলতে হবে❤️🥀❤️

12/10/2025

বলেন তো এখানে কি লেখা আছে

Address

Panchagarh
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wazihar Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share