
23/06/2025
আপনার কান্না মানুষ না বুঝলেও,
রহমান আল্লাহ ঠিকই বুঝেন।
রাতের আঁধারে যখন আপনার বালিশ ভিজে চোখের জলে,
আল্লাহর আরশ কাঁপে—আপনার নাম ধরে দোয়া পাঠানো হয় আসমানে!"
কারণ আল্লাহ তো নীরব কান্নাও শোনেন,
হয়তো অনেক কিছু চাইতে পারেন না, তবুও তিনি জানেন—
কী ব্যথা বুকে, কী চাপা দুঃখ আপনার অন্তরে!"