29/06/2025
কাহফ কি? সহজ কথায় বলতে 'কাহফ' একটি তুর্কি সফটওয়্যার বেজড স্টার্টআপ কোম্পানি।
আরো ক্লিয়ার করি উদাহারন দিয়ে: আপনারা Google এর নাম শুনেছেন না? কাহফ ঠিক ওরকমই একটি কম্পানি। গুগলের কিছু জনপ্রিয় অ্যাপ বা সাইট আছে যা আমরা প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করি। তেমনি আরেকটা জনপ্রিয় কম্পানি আছে যার নাম Meta.
Meta এর কিছু জনপ্রিয় সাইট বা অ্যাপের নাম হলো
:
facebook-ফেসবুক,
whatsapp-হোয়াটসঅ্যাপ,
instagram-ইন্সটাগ্রাম,
Google এর কয়েকটি জনপ্রিয় সাইট হলো:
YouTube- ইউটিউব,
email- ইমেইল,
Chrome browser-ক্রোম ব্রাউজার,
এরকম ডিজিটাল ও অনলাইন সোশ্যাল সার্ভিস দেয় বহু প্লাটফর্ম এই কম্পানিগুলোর রয়েছে।
এই কম্পানিগুলো বর্তমান দুনিয়াকে কন্ট্রোল করছে। বর্তমান দুনিয়াটা সফটওয়্যারের দুনিয়া। এখানে যুদ্ধ হয় ট্যাকনোলজি নিয়ে। টেকনিক্যালি যে যত উন্নত সে তত বেশি শক্তিশালী।
এই দুটো কম্পানির নিয়ন্ত্রন ইহুদিদের হাতে। যার কারন অনলাইনে আমরা মুসলিমরা সাইবার যুদ্ধে পরাজিত।
কেননা আমাদের এমন কোনো শক্তিশালী প্লাটফর্ম নাই। কোনো শক্তিশালী মুসলিম দেশ বা মুসলিম উদ্যগতা/টীম এসব প্লাটফর্মকে টক্কর দেওয়ার সাহসটুকুও করেনি এতোদিনে। ফলে দিন দিন ফেসবুক ইউটিউবের মতো প্লাটফর্ম গুলো আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়ে যাচ্ছে।
ফেসবুক ইউটিউব ব্যবহারের বেশীরভাগ অংশ জুড়েই ব্যাবহারের তালিকায় শীর্ষে আছে মুসলিম কমিউনিটি।
অথচ তারা মুসলিমদের থেকে আয়কৃত অর্থ দিয়ে আমাদেরই মুসলিম ভাইদের উপর জুলুম অত্যাচার করছে। ফি-ল ইস্তিনের দিকে তাকান?
আজকে আমরা এতোটাই মাজলুম যে আমাদের মুসলিম দেশের নামটাও ভেঙ্গে ভেঙ্গে লিখতে হয়। কন্টেন্ট ও ট্যাক্সট ফিল্টার করে আমাদের রেস্ট্রিকটেড করে দেওয়া হয়। ইউটিউবে ফিল-ইস্তিনি ভাইদের উপর জুলুম অত্যাচার নিয়ে ভিডিও দিলেই ভিডিও রিমুভ করে চ্যানেলের রিচ ডাউন করে দিচ্ছে। মনিটাইজেশন কেড়ে নিয়ে এমন শত শত চ্যানেলের গল্প আমি জানি।
শুধু কি ইউটিউব? ফেসবুকে এটা আরো মারাক্তক পর্যায়ে হচ্ছে। isরায়েL নিয়ে কিছু লিখলেও সাথে সাথেই পোস্ট রিমুভ, রেস্ট্রিকশন, রিচ ডাউন।
এভাবে আর কতদিন?
ফেসবুক-ইউটিউবে আমরা মুসলিমরা ভিডিও আপলোড করি। আমাদের ভিডিও থেকে তারা ইনকাম করে আমাদের ভাইদের উপর গুলি চালায়। বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাড়িয়েছে যে এসব প্লাটফর্ম ব্যবহার করার মনেই হলো ইনডিরেকলি আপনি ইহুদিদের সহযোগীতা করছেন মুসলিমদের হত্যা করার জন্য। মুসলিমরা পুরোপুরিভাবে ফেসে গিয়েছে এই চক্করে।
এরপর গুনাহ হওয়ার মতো লক্ষ লক্ষ কন্টেন্ট এসব প্লাটফর্মে উন্মুক্ত। চাইলেও এসব প্লাটফর্মের চাকচিক্য থেকে মুক্ত থাকা যায় না। এসব হারাম কন্টেন্টে তারা আমাদের ব্যাস্থ রেখেছে, ঈমানি চেতনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ঈমান নষ্ট করে ট্রান্সজেন্ডার মতবাদ৷ সমকামিতা, পরকীয়া, নেশা, জুয়া অশ্লীলতা বেহায়াপনার দিকে ডাকছে।
এসময়ে এসে হাহাকার করা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। উম্মাহর এমন একটি ক্লান্তিকালে আশারবানি নিয়ে এসেছে 'কাহফ' যার রয়েছে এমন এমন কিছু সলিউশন যা আমাদের জন্য খুবই উপকারী ও ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ।
'কাহফ' মুসলিমদের তৈরি মুসলিমদের একটি হালাল সার্চ ইঞ্জিন। যেটি অমুসলিমরাও ভেনিফিডেট হবে ইনশাআল্লাহ।
কাহফের রয়েছে মুসলিমদের জন্য উপকারী করে তৈরি করা হালাল ভিডিও স্ট্রিমিং সাইট, হালাল সোশ্যাল মিডিয়া, হালাল ব্রাউজার।
গুনাহ ও ফেতনাকে মুকাবিলা করে যারা এতোদিন ইন্টারনেট ব্যবহার করার স্বপ্ন দেখছেন। মুসলিমদের কোনো শক্তিশালী প্রযুক্তি নাই বলে অভিযোগ করে আসছেন। তাদের জন্য আশারআলো এই 'কাহফ'
কাহফের রয়েছে:
Mahfil-মাহফিল নামে একটি অ্যাপ ও স্ট্রিংমিং সাইট। যেটি শুধুমাত্র হালাল কন্টেন্ট নির্ভর একটি ইউটিউবের বিকল্প। যেখানে ইউটিউবের মতো ভিডিও আপলোড করে ইনকামও করা যায় তাও হালালভাবে। এখানে কোনো হারাম ভিডিও পাবেন না, অশ্লীলততো বহু দূরে। অ্যাপটি ইন্সটল করলেই আপনার মন আন্দোলিত হয়ে উঠবে, আরে এটাইতো চেয়েছিালম এতোদিন।
Kahf Guard- কাহফ গার্ড : এটি একটি শক্তিশালী DNS ও এড গার্ড। এটি আপনার ফোন কম্পিউটার বা রাওটারে সেট করলে হারাম সকল সাইট থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। যারা ইমো ব্যবহার করছেন, তারা অনেক ভেনিফিডেট হবেন। এটি আরো উন্নত ট্যাকনোলোজি যুক্ত করছে যাতে করে ফেসবুক ইউটিউব অ্যাপেও সুবিধা ভোগ করতে পারে। হারাম ও অশ্লীল কন্টেন গুলো ফিল্টার করা, ফেসবুক ইউজ লিমিট, প্যারেন্ট কন্ট্রোল, অফিস কন্ট্রোলসহ আরো বেশ কিছু ইউনিক ফিচারর্স ইনশাআল্লাহ।
কাহফ এর আরো একটি আয়োজন হচ্ছে
Kahf Kids- কাহফ কিডস: এটি স্পেশালি শিশুদের জন্য তৈরি করা। আপনার সন্তান ফোন ও সোশ্যাল মিডিয়ার প্রতি এডিকটেড? সমাধানের জন্য এই অ্যাপ। মুসলিমদের সন্তান যেভাবে মেধা-বিকাশের সাথে বেড়ে উঠার কথা, এডাল্ট দের বিষয়গুলা ফিল্টার করে আপনার সন্তানের জন্য উপকারী করে বেশ কিছু আয়োজন এই অ্যাপে রয়েছে। সামনে কোর্সসহ আরো বেশ কিছু ইউনিক ফিচার যুক্ত হবে।
kahf Browser- কাহফ ব্রাউজার: এটি এমন একটি ব্রাউজার, যেটি যদি আপনি সকল ধরনের সাইট এক্সেস করতে পারবেন। অটোমেটিক্যালি অ্যাই ব্রাউজারটি অশ্লীল ও হারাম কন্টেন্ট গুলোকে ফিল্টা করবে। ম্যালোয়ার স্ক্যাম থেকে আপনার সোশ্যাল একাউন্ট করে রাখবে নিরাপদ। খুব শীগ্রই বাজারে আসতে চলছে কাহফ ব্রাউজার।
Hikmah-হিকমাহ নামে আমাদের আরো একটি প্লাটফর্ম উন্মুক্ত হবে কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ। সেটির ব্যাপারেও বিস্তারিত জানতে পারবেন।
Kahf Ads-কাহফ এডস দিয়ে আপনি আপনার ব্যাবসা, প্রতিষ্ঠান, সার্ভিস বুষ্ট করতে পারবেন। এটি একটি বিজ্ঞাপন ইঞ্জিন যা হালাল ছাড়া কোনো বিজ্ঞাপন প্রচার করার সুযোগ দিবে না। ইনশাআল্লাহ।
Muslim Day-মুসলিম ডে এটিও বর্তমানে কাহফ ইকোসিস্টেমের একটি অংশ। অনেকের ফোনেও হয়তো ইতিমধ্যেই অ্যাপনি ইনস্টল করা রয়েছে। যারা যানেন না অ্যাপটি কি? তারা প্লে স্টোর থেকে ইন্সটল দিয়ে দেখতে পারেন। খুশি হবেন আশা করি।
আরো বেশ কিছু ইউনিক ও প্রোডাক্টিভ আয়োজন রয়েছে কাহফ এর। আপনাদের দুআ ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। কাহফ এর সাথে থাকুন, হালালের সাথে থাকুন।