06/09/2025
আজকে যেই মানুষ গুলোকে পাবার জন্য তোমার এত হাহাকার! সেই মানুষ গুলোকে ৫-৭ বছর পর নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেও তুমি বিন্দু মাত্র কিছু অনুভব করবা না! শুধু মাত্র স্থান, সময় এবং তারিখ হয়তো ভিন্ন। তোমার জায়গায় সে, তার জায়গায় তুমি!'
আমাকে আমার এক বড় আপু বলেছিলেন,"
No matter what, The table will always turn! "
ততটুকুই অ/প/মান, অগ্রাহ্য এবং কষ্ট দিও, যতটুকু সইতে পারো! 🙂