Freelancer Shamim Hoque

Freelancer Shamim Hoque I am a successful freelancer. I will share my thoughts and help you to make your own online business. I started my freelancing in 2011 and still love to do it.

I do web design and development, android app development, domain hosting and IT support, digital marketing and so on. I have learnt many things and curated many business ideas by working with a lot of clients and employers. Besides that I will share video tutorials and live classes about managing your business, starting a freelancing career, solution about different problems, daily life, modern technologies and events.

Finally Top rated :)
15/03/2024

Finally Top rated :)

*** যে অর্জনে ধনদৌলত বা ক্ষমতা বাড়ে না কিন্তু মনের শান্তি আসে ***মানুষ প্রথমে অর্জন করতে চায় সে পড়ালেখায় ভালো রেজাল্ট কর...
07/03/2024

*** যে অর্জনে ধনদৌলত বা ক্ষমতা বাড়ে না কিন্তু মনের শান্তি আসে ***

মানুষ প্রথমে অর্জন করতে চায় সে পড়ালেখায় ভালো রেজাল্ট করবে, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবে, তারপর ভালো চাকরি করবে, ভালো কামাই করবে, ভালো সন্মান পাবে ইত্যাদি। ঢাবি, রাবি, বুয়েট, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার। যদিও দুই একজনের চাওয়াতে ভিন্নতা থাকে যারা শুধু চাকরির জন্যে পরে না- মানুষ হতে চায়, জ্ঞান অর্জন করতে চায়।

যাইহোক এই প্রত্যাশাগুলো সবার পূর্ণ হয় না। একেক জনের একেক স্তরে গতিপথ পাল্টে যায় কিংবা তীরে এসে তরী ডুবে যায়। গতিপথ বদলে যাওয়ার পরে আবার নতুন প্রত্যাশা জাগে। একইভাবে আমারো গতিপথ পাল্টে গেছে দুই একবার। সেই ধারাবাহিকতায় আজ আমি একজন সতন্ত্র সফল ফ্রিল্যান্সার। নিজেই নিজের বস। একসময় মনে চাকরি শব্দটা থাকলেও আজ সেটা চাকর+উড়ি হিসেবে মনে বাজে।

দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও দক্ষতার ফসল আমার টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়া। এটি একটি ব্যাজ যা ভাঙলে টাকা বা ক্ষমতা পাবো না কিন্তু মনে অনেক শান্তি পাই। অদক্ষ লোকজন দিয়ে বাইরের দেশের ক্লায়েন্টের যে ধারণা জন্মেছে তারা যখন আমার সেবা গ্রহণ করে তখন তাদের ধারনা পাল্টে যায়। পুনরায় তাদের বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাস ও ভালোবাসা জন্মে। যখন তারা মনের অনুভূতি প্রকাশ করেন তখন আমার যে কি শান্তি লাগে তা কোনো কিছু দিয়েই বুজানো যাবে না। জানি এই পোস্ট তেমন কারোর জন্যে কিছু না, তবুও পোস্ট করছি ঐযে শান্তি, মনের আনন্দে। ওহ হে! আপনি যদি কোনো স্তরে পিছলে নতুন স্তরে যান, তাহলে হয়তো আপনিও সংকল্পবধ্য হতে পারেন। ভাবতে পারেন আপনার নতুন সফলতা ও শান্তির কথা।

আমার আইডি দিলাম, আমার জন্যে দোয়া করবেন। টপ রেটেড ব্যাজ প্রফাইলে পাবলিক হবে ১৫-১৬ তারিখে ইনশাল্লাহ।

https://www.fiverr.com/shamimhoque

25/11/2023

ইরিটার্ন যেভাবে দাখিল করবেন। ইটিন থাকলে অবশ্যই করতে হবে। ভিডিও করেছেন Shamim Hoque

30/10/2023

ডলার যেভাবে টাকা হয়ে ব্যাংকে আসে। ফাইভার থেকে টাকা উত্তোলন। পেওনিয়ার থেকে টাকা উঠানোর নিয়ম। যাদের একাউন্ট দরকার নিচের কমেন্ট লিংক থেকে করে নিবেন।

30/10/2023

মোবাইল দিয়ে ফেসবুকে আয় করার প্রথম ধাপ

10/10/2023

ইন্টারনেট থেকে অনেক ভাবে আয় করা গেলেও প্রধান দুইটি উপায় আছে জেনে নিন।

Address

Panchagarh
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Shamim Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share