জীবনের সফলতা

জীবনের সফলতা Alhamdulillah

মেয়েকে দাফন করতে গেলেন মা-বাবা, ছেলে বার্ন ইউনিটেরিপোর্টার আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন...
22/07/2025

মেয়েকে দাফন করতে গেলেন মা-বাবা, ছেলে বার্ন ইউনিটে

রিপোর্টার
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী নাজিয়া এবং প্রথম শ্রেণির ছাত্র নাফি। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এই দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত সাড়ে ৩টার দিকে নাজিয়া মারা গেছে। তার ছোট ভাই নাফি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

উত্তরায় বিমান দুর্ঘটনার গুরুত্বপূর্ণ ৯ তথ্যরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজ...
21/07/2025

উত্তরায় বিমান দুর্ঘটনার গুরুত্বপূর্ণ ৯ তথ্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবিসহ বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে।
নিহত:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

পাইলট তৌকিরের মৃত্যু:

প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন বলে নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আহত:

এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময়:

প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।

দুর্ঘটনার স্থান:

ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়।

বিমান:

বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। বিমানটিতে একজনই পাইলট (ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর) ছিলেন।

উদ্ধার কার্যক্রম:

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে।

জাতীয় শোক:

এ মর্মান্তিক ঘটনায় ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

হটলাইন:

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি সেবা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন নম্বর 01949043697 চালু করা হয়েছে।

21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

21/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। নিহত ব্যক্তির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই দুর্ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ জরুরি।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার। সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব এবং দুঃসময়ে হাল ধরার সক্ষমতা...
19/07/2025

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার। সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব এবং দুঃসময়ে হাল ধরার সক্ষমতা— তাঁকে অনন্য করেছে।

রাব্বুল আলামিনের নিকট দুআ— আল্লাহ যেন উনাকে পূর্ণ সুস্থতা দান করেন। দেশ ও জাতির কল্যাণে উনাকে আরও দীর্ঘ সময় প্রয়োজন।

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,তখন এমন ভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনু...
15/07/2025

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,
তখন এমন ভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয়।
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

কতোটা অসহায় উপলব্ধি তাই না?

স্পর্শ অনেক দামী!!
মানুষ সৃষ্টিই হয়েছে আপনজনের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য।

তাই জীবন থাকতে প্রতিটি সম্পর্কের যত্ন নেয়া উচিৎ।

বাবা-মা , ভাইবোন , স্ত্রী-সন্তান-স্বামী সবার গুরুত্বপূর্ণ বোঝা উচিৎ। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা উচিৎ।
মানুষ বাঁচে কয়দিন?

আপনি ভেবে দেখেছেন কি এই যে কতো পরিশ্রম করে সম্পদ রেখে যেতে মরিয়া হয়ে আছেন , আগামী ১০০ বছর পর কে সেই সম্পদ ভোগ করবে আপনি তাদের চিনেন ও না।
তারাও হয়তো আপনার নামটি জানবে কেবল।

তাই বেঁচে থাকতে যাদের সাথে আছেন তাদের নিয়ে জীবন কে উপভোগ করুন।
তাদের নিয়ে সম্পদ উপভোগ করুন , মানুষের পাশে দাড়ান।
এটাই এমন সম্পদ যা সৃষ্টকর্তা স্বরণে রাখবেন।

সাবরেজিস্টার, এডি, এএসপি সহ অনেক গুলো ১ম শ্রেণীর চাকুরী পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব  ছিলো না!কিন্তু অভাব ছিল পারিবারি...
07/05/2025

সাবরেজিস্টার, এডি, এএসপি সহ অনেক গুলো ১ম শ্রেণীর চাকুরী পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব ছিলো না!

কিন্তু অভাব ছিল পারিবারিক শান্তির। সেই অভাবের তাড়নায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন RAB এ কর্মরত এএসপি পলাশ শাহা!

পুরুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, লড়াই করতে পারে শত্রুর সাথে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!

07/04/2025

হোক প্রতিবাদ
মুক্ত হোক মানবতা

আসন্ন হাই ভোল্টেজ ম্যাচ সমূহ১) বাংলাদেশ বনাম ভারত২) ব্রাজিল বনাম আর্জেন্টিনা
25/03/2025

আসন্ন হাই ভোল্টেজ ম্যাচ সমূহ

১) বাংলাদেশ বনাম ভারত
২) ব্রাজিল বনাম আর্জেন্টিনা

25/01/2025

আমি বর্তমানে ৪০ নাম্বারে আছি আপনি এর মধ্যে কোন পেশায় রয়েছেনঃ- 🥴✌️

১। সেনাবাহিনী
২। বিমানবাহিনী
৩। নৌবাহিনী
৪। বুদ্ধিজীবী
৫। বিজিবি
৬। কোস্ট গার্ড
৭। RAB
৮। আনসার
৯। প্রবাসী
১০। শিক্ষক
১১। বীমাকর্মী
১২। বেকার
১৩। কৃষক
১৪। ক্ষুদ্র উদ্যোগতা
১৫। ব্যবসায়ী
১৬। চাকরিজীবী
১৭। ইমাম
১৮। মোয়াজ্জিন
১৯। রাজনীতিবিদ
২০। চেয়ারম্যান
২১। মেম্বার
২২। হকার
২৩। ফকির
২৪। চোর
২৫। ডাকাত
২৬। মাস্তান
২৭। ছাত্র
২৮। ছাত্রী
২৯। পাইলট
৩০। মালী
৩১। কেয়ারটেকার
৩২। মালিক
৩৩। কর্মচারী
৩৪। রাজমিস্ত্রি
৩৫। কাঠমিস্ত্রি
৩৬। নাপিত
৩৭। মুচি
৩৮। ড্রাইভার
৩৯। হেলপার
৪০। আমার টাই আগে খুজতে আইসেন,😁🫣☺️
৪১। কন্ডাকটর
৪২। ইঞ্জিনিয়ার
৪৩। ডাক্তার
৪৪। সরকারি চাকরিজীবী
৪৫। কোম্পানি চাকরিজীবী
৪৬। ঝাড়ুদার
৪৭। কম্পিউটার অপারেটর
৪৮। মার্কেটিং অফিসার
৪৯। বিক্রয় প্রতিনিধি
৫০। প্রভাষক
৫১। প্রফেসর
৫২। অধ্যক্ষ
৫৩। প্রধান শিক্ষক
৫৪। নাট্যকার
৫৫। সাহিত্যিক
৫৬। পুলিশ
৫৭। নায়ক
৫৮। অভিনেতা
৫৯। ক্রিকেটার
৬০। ফুটবলার
৬১। ম্যানেজার
৬২। মৎস্যজীবী
৬৩। আইনজীবী
৬৪। কুটিরশিল্প
৬৫। ব্যাংকার
৬৬। দালাল
৬৭। কেরানি
৬৮। দলিল লিখক
৬৯। উকিল
৭০। ঘটক
৭১। নার্স
৭২। গ্রাম্য ডাক্তার
৭৩। ঔষুধ বিক্রেতা
৭৪। দোকানদার
৭৫। রং মিস্ত্রি
৭৬। ইলেকট্রিক মিস্ত্রি
৭৭। ডিজাইনার
৭৮। অনলাইন ব্যবসায়ী
৭৯। ফিল্যান্সার
৮০। কবিরাজ
৮১। নায়িকা
৮২। গায়ক
৮৩। গায়িকা
৮৪। স্বাস্থ্য কর্মী
৮৫। নৃত্য শিল্পী
৮৬। আদা বেপারী
৮৭। মাঝি
৮৮। সর্দার
৮৯। রিক্সা চালক
৯০। লজিং মাস্টার
৯১। কোচিং ব্যবসায়ী
৯২। লেখক
৯৩। সাংবাদিক
৯৪। হোটেল বয়
৯৫। বিমানবালা
৯৬। বুয়া
৯৭। দপ্তরি
৯৮। চৌকিদার
৯৯। দফাদার
১০০। বাবুর্চি
১০১। গৃহিণী
১০২। মেথর
১০৩। রাখাল
১০৪। মেশ পালক
১০৫। চিন্তাইকারী
১০৬। পকেটমার
১০৭। মাওলানা
১০৮। মৌলভী
১০৯। মুফতি
১১০। স্বর্ণকার
১১১। জেলে
১১২। কামার
১১৩। কুমার
১১৪। তাতী
১১৫। দর্জি
১১৬। কারিগর
১১৭। গড ফাদার
১১৮। ঠাকুর
১১৯। দারোয়ান
১২০। আদম ব্যবসায়ী
১২১। কারি
১২২। হাফেজ
১২৩। টাইলস মিস্ত্রি

17/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

09/10/2024

বাংলাদেশে বেকার এতই বেশি যে

৪ জনে লুডু খেলতে বসলে ১৫ জন পিছন থেকে বুদ্ধি দেয়

Address

Mithapukur
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের সফলতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনের সফলতা:

Share