17/07/2025
এই বাচ্চাটার সাথে আমার একটু আগে ধানমন্ডি ২ এর স্টার কাবাবের সামনে দেখা হয়েছে। পিঠে অনেক বড় ক্ষত। বাচ্চাটা একটু খাবারের আশায় ঘুরঘুর করছিল, সামনে দারোয়ানেরা এবং ফুল বিক্রেতা মহিলা গুলি ওকে ধাওয়া দিচ্ছিল... আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, বুঝে না। তারপর ধমক দিসি।
একদম রোগা বাচ্চাটা, ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু পাঁজরের হাড় বের করা, এত রুগ্ন। প্রথমে বিস্কিট দিলাম, খেলো না। স্টারে কোন মাংস আইটেম নাই এই রাতে। পরে ৫ পিস কেক কিনে খাওয়াইসি। মানুষকে প্রচন্ড প্রচন্ড প্রচন্ড রকম ভয় পায়... খাবার দিয়ে অনেক দূরে সরে গেলে তারপর খায়.... এতটাই নির্যাতন করেছে মানুষ ওকে। 😔
আমার ব্যাগে অন্য দিন "স্ক্যাবো" নামের ওষুধটা থাকে, কিন্তু আজকে ছিল না। কেকের সাথে মিশিয়ে একটা স্ক্যাবো খাইয়ে দিলে অন্তত পিঠের এই ক্ষতস্থানে মাছি ডিম পাড়তে পারে না, এবং ম্যাগট হয় না। কুকুরদের জানটা বাঁচে, ক্ষতস্থানে পোকা হয়ে ভয়ংকর বীভৎস মৃত্যুর হাত থেকে ওরা রক্ষা পায়।
প্রাণী প্রেমিরা ওকে কেউ দেখলে একটা স্ক্যাবো খাইয়ে দিয়েন প্লিজ। কেউ যদি স্পট ট্রিটমেন্ট দিতে পারেন, আরো ভালো।