Nobonita Rahman নবনী

Nobonita Rahman নবনী please subscribe my YouTube channel www.youtube.com/c/nobonita

22/07/2025

কী মন খারাপ করা একটা দিন গেল!
পুড়ে যাওয়া সব ভিডিও দেখে খাবার খেতে মন চায়নি আজ। এটার বিচার হওয়া উচিত। মাইলস্টোনের বাচ্চাদের দাবির সাথে আমি একমত।

এরকম ভয়ংকর ছবি আমাদের পরিবারের ওপর আজকে নেমে আসতে পারতো। মহান আল্লাহর অশেষ রহমত, আমাদের ছেলে সুস্থভাবে মাইলস্টোন স্কুল ...
21/07/2025

এরকম ভয়ংকর ছবি আমাদের পরিবারের ওপর আজকে নেমে আসতে পারতো। মহান আল্লাহর অশেষ রহমত, আমাদের ছেলে সুস্থভাবে মাইলস্টোন স্কুল থেকে বাসায় ফিরে এসেছে (ভাসুর এর ছেলে)। সারাদিন আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গিয়েছে আজ। আমি নিজে আসলে কোন কিছু বলা বা লেখার মত অবস্থায় নেই। যে বাচ্চারা আজ হারিয়ে গেল, তাদের মা-বাবারা বাকি জীবন কি নিয়ে বাঁচবে, শুধু বারবার এটাই মাথায় আসছে!

আহারে! ছবিগুলো দেখলে কান্না পাচ্ছে। যার আপনজন হারায় একমাত্র সেই বোঝে।
21/07/2025

আহারে!
ছবিগুলো দেখলে কান্না পাচ্ছে। যার আপনজন হারায় একমাত্র সেই বোঝে।

17/07/2025

এই বাচ্চাটার সাথে আমার একটু আগে ধানমন্ডি ২ এর স্টার কাবাবের সামনে দেখা হয়েছে। পিঠে অনেক বড় ক্ষত। বাচ্চাটা একটু খাবারের আশায় ঘুরঘুর করছিল, সামনে দারোয়ানেরা এবং ফুল বিক্রেতা মহিলা গুলি ওকে ধাওয়া দিচ্ছিল... আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, বুঝে না। তারপর ধমক দিসি।

একদম রোগা বাচ্চাটা, ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু পাঁজরের হাড় বের করা, এত রুগ্ন। প্রথমে বিস্কিট দিলাম, খেলো না। স্টারে কোন মাংস আইটেম নাই এই রাতে। পরে ৫ পিস কেক কিনে খাওয়াইসি। মানুষকে প্রচন্ড প্রচন্ড প্রচন্ড রকম ভয় পায়... খাবার দিয়ে অনেক দূরে সরে গেলে তারপর খায়.... এতটাই নির্যাতন করেছে মানুষ ওকে। 😔

আমার ব্যাগে অন্য দিন "স্ক্যাবো" নামের ওষুধটা থাকে, কিন্তু আজকে ছিল না। কেকের সাথে মিশিয়ে একটা স্ক্যাবো খাইয়ে দিলে অন্তত পিঠের এই ক্ষতস্থানে মাছি ডিম পাড়তে পারে না, এবং ম্যাগট হয় না। কুকুরদের জানটা বাঁচে, ক্ষতস্থানে পোকা হয়ে ভয়ংকর বীভৎস মৃত্যুর হাত থেকে ওরা রক্ষা পায়।

প্রাণী প্রেমিরা ওকে কেউ দেখলে একটা স্ক্যাবো খাইয়ে দিয়েন প্লিজ। কেউ যদি স্পট ট্রিটমেন্ট দিতে পারেন, আরো ভালো।

অনেক দিন শাড়ী পরি না। ভাবছি একদিন শাড়ী পরে ঘুরতে যাব। কি রং এর শাড়ী পরবো? লেখালেখির সময় একদম পাইনা তাই আপাতত সাজুগুজু কর...
15/07/2025

অনেক দিন শাড়ী পরি না। ভাবছি একদিন শাড়ী পরে ঘুরতে যাব। কি রং এর শাড়ী পরবো? লেখালেখির সময় একদম পাইনা তাই আপাতত সাজুগুজু করি।

সমস্ত অপেক্ষার অবসান! আর কোন অপেক্ষা নেই!
12/07/2025

সমস্ত অপেক্ষার অবসান! আর কোন অপেক্ষা নেই!

চাঁদের এমন মোহনীয় রহস্যময় আলোয় সবচেয়ে প্রিয় জিনিস বিসর্জন দিতে হয়..
11/07/2025

চাঁদের এমন মোহনীয় রহস্যময় আলোয় সবচেয়ে প্রিয় জিনিস বিসর্জন দিতে হয়..

Address

Hat Naogaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Nobonita Rahman নবনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nobonita Rahman নবনী:

Share