Freelancer Sagor Hossain

Freelancer Sagor Hossain Freelancer

17/12/2023

এই শহরে প্রচুর অভাব
কারো শিক্ষার,কারো ভালোবাসার!
কারো ভাতের,কারো মনুষ্যত্বের 🥀

17/12/2023

প্রিয় মানুষের কাছে
প্রিয় হয়ে ওঠার জন্য
অনেক ভাগ্যের প্রয়োজন হয়
যে সে পারে না ।
আর প্রথম দ্বিতীয় ভালোবাসা বলে কিছু হয় না ,,,যে শেষ পর্যন্ত সারাজীবন পাশে থাকবে সেই হলো প্রথম আর শেষ ভালোবাসা🙂❤️

14/12/2023

হতেও পাড়ে বিষাদ এর এই জনপদ প্রনয়ের তীর্থ,
হতেও পাড়ে তোমার একটু নিরবতাই সে ব্যর্থ 🖤🖤

10/12/2023

"কাউকে জানার চাইতে বুঝতে পারাটা বেশি জরুরি " সত্যি তাই

আসুন একটা অঙ্ক করি একসাথে। ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, ...
27/05/2023

আসুন একটা অঙ্ক করি একসাথে।

ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, এক জন এর ১ লাখ টাকা বেতন এর ৩০% সঞ্চয় হবে।

প্রতি মাস এ সঞ্চয় তাহলে ৩০ হাজার টাকা বা বছরে সঞ্চয় 360,000 BDT

এই সঞ্চয় তো আপনি বালিশ এর নিচে রাখবেন না - ধরলাম আপনি রেলেটিভলি সেফ কোথাও ফেলে রাখলেন।

ধরুন সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট টাইপ কিছু তে রাখছেন যেটায় এভারেজ ইন্টারেস্ট ৫%

মাস এ ১ লাখ টাকা বেতন সাধারণত ফ্রেশ গ্র্যাজুয়েট রা পায় না - ধরলাম আপনি গ্র্যাজুয়েট করেছিলেন ২৫ বছর বয়স এ এবং ৩০ বছর এ যেয়ে আপনি ১ লাখ পাওয়া শুরু করেছেন বেতন।

১০ বছর পরে যখন আপনার বয়স ৪০ - তখন ঐ ইনভেস্টমেন্ট টা বেড়ে হবেঃ ৪৭ লাখ টাকার মত

১৮ বছর পরে যেয়ে যখন আপনার বয়স ৪৮ বছর - তখন আপনার এই ইনভেস্টমেন্ট একাউন্ট টায় ১ কোটির মত টাকা জমবে।

উপরের হিসাবে আপনার কোটিপতি হতে সময় লাগছে প্রায় ১৮ বছরের মত - এবং অনেক গুলা জিনিস আমরা ইগনোর করছি (যেমন দেশের ইকোনমি, ইন্টারেস্ট রেট ৫% থাকা, আপনার ৩০% সঞ্চয় করতে পারা, বড় কোন এক্সিডেন্ট এ টাকা চলে না যাওয়া ইত্যাদি)

৪৮ বছর বয়স এ যেয়ে কোটিপতি হওয়া খারাপ ডিল না - ভাল ডিল - কিন্তু এখানে একটা সমস্যা আছে।

উপরের সেম হিসাব টা এবার আমরা ইনফ্লেশন ধরে করি।

মার্চ ২০২৩ এ বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে আমাদের ইনফ্লেশন 9.33%

উপরের এই ইনফ্লেশন নাম্বার টা সহ যদি আমরা আবার একই অঙ্কটা করি - তাহলে এবার ৪৮ বছর বয়সে আপনার ঐ সঞ্চয় টা হবে ২০ লাখ টাকার একটু বেশি।

১ কোটি থেকে কমে কিভাবে এটা ২০ লাখ হয়ে গেল?

এটাই ইনফ্লেশন এর পাওয়ার এবং টাকার মান কমে যাওয়ার ভূমিকা একটা ইকোনমি তে।

কাগজে কলমে আপনার কাছে ৪৮ বছর বয়সে ঐ একাউন্ট টায় ১ কোটি টাকাই থাকবে - কিন্তু টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আগে ২০ লাখ টাকায় যা পাওয়া যেত তা কিনতে তখন ১ কোটি টাকা লাগবে!

তার মানে হল কাগজে কলমে আপনি কোটিপতি হবেন - কিন্তু আপনার জীবনযাত্রার মান আসলে তেমন বাড়বে না।

উপরের এই ইকুয়েশন টা সব পূর্ণবয়স্ক মানুষ দের পড়ানো উচিত, বোঝানো উচিত -

কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম পিথাগোরাস এর উপপাদ্য আপনার মুখস্ত হয়েছে নাকি এটা ২০ বার পরীক্ষা নিয়ে টেস্ট করবে - কিন্তু বেসিক ইকোনমিক্স যা আপনার সারাজীবন কাজে লাগবে তা আপনি পারেন নাকি বা শিখছেন নাকি - তার কোনদিন খোজ ও নেবে না।

That's just sad.

সিএনজি বাস প্লেন ট্রেন যখন সব একসাথে 🛺🚌✈️ 🚂।©OPY
07/05/2023

সিএনজি বাস প্লেন ট্রেন যখন সব একসাথে 🛺🚌✈️ 🚂।
©OPY

একটি ট্রেন দুটি কামরা পার্থক্য শুধু ছবি দুটো তে কেউ সফল - কেউ বিফল।
06/05/2023

একটি ট্রেন

দুটি কামরা

পার্থক্য শুধু ছবি দুটো তে

কেউ সফল - কেউ বিফল।

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
21/04/2023

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."                         -বিল গেটস"আমি জুতা সেলাই করতাম...."                      ...
17/04/2023

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."
-বিল গেটস
"আমি জুতা সেলাই করতাম...."
-আব্রাহাম লিংকন
"আমি বাসের কন্ডাকটর ছিলাম"
-রজনী কান্ত
"আমি পেট্রোল পাম্পে কাজ করতাম"
-ধীরু ভাই আম্বানী
"ক্লাস টেন এ ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম"
-সচীন টেন্ডুলকার
"আমি ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে যেতাম এবং ২০ টাকা ধার নিয়ে ফিল্ম সিটি যেতাম.."
-শাহরুখ খান
"আমি ফুটবল ট্রেইনিং এর ফিস যোগানোর জন্য দিন-রাত এক করে ঘাম ঝরাতাম"
-কিংবদন্তি ফুটবলার (মেসি)
👉জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছো..
জীবন তো সেটাই,যা তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছো!!🥰

20/03/2023

"পুরুষ হতে টাকা লাগে""
আর"নারী হতে রূপ লাগে..!!🤎

আরে ভাই!সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যাবহার কইরেন না!!আর যেখানে সেখানে মাথা ঢোকাইয়েন না !! এক বার মাথা আটকে ...
20/03/2023

আরে ভাই!সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যাবহার কইরেন না!!
আর যেখানে সেখানে মাথা ঢোকাইয়েন না !! এক বার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না।
যত উপরে উঠবেন মাটি হোন, নরম থাকেন বিনয়ী হোন।

SEO Marketing কি?✅ এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization). সার্চ ইঞ্জিন অ...
15/03/2023

SEO Marketing কি?

✅ এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization).

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রী ট্রাফিক বা ভিজিটর আনা যায়।

✅ সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য নির্ভর করে, হতে পারে সাইট টি এডসেন্স কিংবা এফিলিয়াট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পণ্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভবনা তত বেশি।সার্চ ইঞ্জিন গুলো সেসব ওয়েবসাইট কেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে।

✅ এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খোঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ব্যবহার কারির সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখতে পারে সে ধরণের ব্যবস্থা করার প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলা হয়।

Address

Pabna
Raghunathpur-Pabna
6670

Telephone

+8801854599957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sagor Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Sagor Hossain:

Share