27/05/2023
আসুন একটা অঙ্ক করি একসাথে।
ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, এক জন এর ১ লাখ টাকা বেতন এর ৩০% সঞ্চয় হবে।
প্রতি মাস এ সঞ্চয় তাহলে ৩০ হাজার টাকা বা বছরে সঞ্চয় 360,000 BDT
এই সঞ্চয় তো আপনি বালিশ এর নিচে রাখবেন না - ধরলাম আপনি রেলেটিভলি সেফ কোথাও ফেলে রাখলেন।
ধরুন সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট টাইপ কিছু তে রাখছেন যেটায় এভারেজ ইন্টারেস্ট ৫%
মাস এ ১ লাখ টাকা বেতন সাধারণত ফ্রেশ গ্র্যাজুয়েট রা পায় না - ধরলাম আপনি গ্র্যাজুয়েট করেছিলেন ২৫ বছর বয়স এ এবং ৩০ বছর এ যেয়ে আপনি ১ লাখ পাওয়া শুরু করেছেন বেতন।
১০ বছর পরে যখন আপনার বয়স ৪০ - তখন ঐ ইনভেস্টমেন্ট টা বেড়ে হবেঃ ৪৭ লাখ টাকার মত
১৮ বছর পরে যেয়ে যখন আপনার বয়স ৪৮ বছর - তখন আপনার এই ইনভেস্টমেন্ট একাউন্ট টায় ১ কোটির মত টাকা জমবে।
উপরের হিসাবে আপনার কোটিপতি হতে সময় লাগছে প্রায় ১৮ বছরের মত - এবং অনেক গুলা জিনিস আমরা ইগনোর করছি (যেমন দেশের ইকোনমি, ইন্টারেস্ট রেট ৫% থাকা, আপনার ৩০% সঞ্চয় করতে পারা, বড় কোন এক্সিডেন্ট এ টাকা চলে না যাওয়া ইত্যাদি)
৪৮ বছর বয়স এ যেয়ে কোটিপতি হওয়া খারাপ ডিল না - ভাল ডিল - কিন্তু এখানে একটা সমস্যা আছে।
উপরের সেম হিসাব টা এবার আমরা ইনফ্লেশন ধরে করি।
মার্চ ২০২৩ এ বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে আমাদের ইনফ্লেশন 9.33%
উপরের এই ইনফ্লেশন নাম্বার টা সহ যদি আমরা আবার একই অঙ্কটা করি - তাহলে এবার ৪৮ বছর বয়সে আপনার ঐ সঞ্চয় টা হবে ২০ লাখ টাকার একটু বেশি।
১ কোটি থেকে কমে কিভাবে এটা ২০ লাখ হয়ে গেল?
এটাই ইনফ্লেশন এর পাওয়ার এবং টাকার মান কমে যাওয়ার ভূমিকা একটা ইকোনমি তে।
কাগজে কলমে আপনার কাছে ৪৮ বছর বয়সে ঐ একাউন্ট টায় ১ কোটি টাকাই থাকবে - কিন্তু টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আগে ২০ লাখ টাকায় যা পাওয়া যেত তা কিনতে তখন ১ কোটি টাকা লাগবে!
তার মানে হল কাগজে কলমে আপনি কোটিপতি হবেন - কিন্তু আপনার জীবনযাত্রার মান আসলে তেমন বাড়বে না।
উপরের এই ইকুয়েশন টা সব পূর্ণবয়স্ক মানুষ দের পড়ানো উচিত, বোঝানো উচিত -
কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম পিথাগোরাস এর উপপাদ্য আপনার মুখস্ত হয়েছে নাকি এটা ২০ বার পরীক্ষা নিয়ে টেস্ট করবে - কিন্তু বেসিক ইকোনমিক্স যা আপনার সারাজীবন কাজে লাগবে তা আপনি পারেন নাকি বা শিখছেন নাকি - তার কোনদিন খোজ ও নেবে না।
That's just sad.