Rupa's Creation

Rupa's Creation আপনার পছন্দের গল্প পাঠান https://m.facebook.com/pages/edit/info/306853839439117

24/08/2024
07/08/2024

সাকিব আল হাসান এক আজব লোক!

ক্রিকেটের বাইরে রেস্টুরেন্টের ব্যাবসায় নামসিলেন, লাভ করতে পারেন নাই। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেসে। চিংড়ির বিজনেস করতে গেসিলেন, হয়নাই। সোনার ব্যাবসাতেও লাভ হয়নাই, লাভ হয়নাই শেয়ার মার্কেটেও। ক্রিকেটে তো দেশকে ট্রফি আনতেই পারেন নাই, বরং যে কয়টা এশিয়া কাপ ফাইনাল খেলসে সবগুলি হারসে!

বহুজাতিক ট্রফি বলতে বাংলাদেশ জিতসে একটা ট্রাইনেশন সিরিজ, মজার কাহিনী হল সেইটার ফাইনাল আবার সাকিব খেলসিলো না।

শেষবার আওয়ামী লিগে যোগ দিসিল, ১৫ বছর ক্ষমতায় থাকার পর দলের নেত্রীর দেশ ছেড়ে পালানো লাগসে।

একটা মানুষ এমন হয় কি করে?

18/03/2024

🥰🥰🥰🥰

17/03/2024

কাফনের কাপড় এক আজব জিনিস! যে বানায় সে বিক্রি করে দেয়। যে কেনে সে ব্যবহার করে না। যে ব্যবহার করে সে জানেই না।

07/03/2024

মুকেশ আম্বানির ছেলের বিয়ে বাংলাদেশে হইলে এতক্ষণে ৯৭৭টা চামচ, ৬১১টা জগ আর ৫৬৯টা গ্লাস গায়েব হয়ে যাইত।

মেয়ে পক্ষের আত্নীয়-স্বজন এসে বলতো, ছেলের বাপের অনেক টাকা তো কি হইছে! ছেলে অনেক মোটা। দূরসম্পর্কের চাচাতো ভাইয়ের বোনের জামাই বলতো, গোস্তো সিদ্ধ হয় নাই আর বোরহানিতে লবন কম দিছে।

ছেলের ফুফা আইসা কইতো, আমারে ওরা শরবত দেয় নাই। এই পরিবারে আমার কোনো মূল্যায়ন'ই নাই। যাকুম না আমি আর এই বাড়ি, যামু না আমি এই বিয়াতে।

02/02/2024

এলাকার ছোট বোন। একেবারে বাড়ির পাশে বাড়ি। এই বছর দুই আগেও দেখতাম হাফপ্যান্ট পড়ে দৌড়াচ্ছে। ডাক দিলাম। দুই টাকা দিয়ে বললাম , চকলেট কিনে খা। হাতে নিয়ে কি এক দৌড়।

সে এখন ক্লাস সিক্সে পড়ে। ফেসবুক স্ক্রল করতে করতে দেখি একটা আইডি। চেনা চেনা লাগছে, ঠিক চিন্তেও পারছিনা। আইডিতে ঢুকলাম। আরে এ তো অমুক। শুনলাম সিক্সে উঠছে কেবল, ফেসবুক আইডি পাইলো কই?

তার কভার ফটোতে দেখি বাইকের ছবি। ক্যাপশন, উরাধুরা বাইক লাভার।

চিন্তা করতে লাগলাম, তোর বাড়িত তো একটা সাইকেল ই নাই, বাইকে উঠলি কবে?

সে যাই হোক, থাকতে পারে হয়তো। আমি জানি না। ভাবলাম দেখি কি পোস্ট দেয়! দেখলাম তিন মিনিট আগেই একটা পোস্ট দিয়েছে।

"অতীত ভুলে যেতে চাই!"

কি ভুলতে চায় বুঝলাম না। কেবল সিক্সে পড়ে। ওর আবার কিসের অতীত? নাকি বিছানায় মু'তা'র কথা মনে পড়ছে?

তারও দুই ঘণ্টা আগে পোস্ট দিয়েছে, "প্রিয় মানুষের আইডি সার্চ করে দেখার অভ্যাস হয়তো কোনদিন যাবেনা।"

প্রিয় মানুষ আবার কি? আর আমি সিক্সে থাকতে 'প্রিয় মানুষ' বানানকে লিখতাম 'পিয়ো মানুশ'! নিজের প্রতি নিজের ল'জ্জা লাগছে এখন।

তার আগের পোস্ট আবার আরো মা'রা'ত্মক। লিখেছে, "ধন্যবাদ ২০২৩ সালটা রাঙানোর জন্য। আমি আপ্নাকে কোনদিন ভুলবো না।"

শ্বাসক'ষ্ট বেড়ে গেছে। কোনোরকমে জান হাতে নিয়ে বেরিয়ে আসলাম। নামেই কেবল ভার্সিটিতে পড়ি, কামে একেবারে ভাঁড়েওভবানী। তোরাই ফেসবুকে থাক। আমি চললাম।

Address

Pabna
Raghunathpur-Pabna
3068538939117

Telephone

+8801910511557

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupa's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupa's Creation:

Share