আমরা ও আমাদের ছোট শহর - Raipur

আমরা ও আমাদের ছোট শহর - Raipur রায়পুর সম্পকে জানতে হলে PAGE এ like দিয়ে ACTIVE ?
(1)

রায়পুর উপজেলার পটভূমি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ১০টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হয়। ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে রায়পুর থানার কার্যক্রম চালু হয়।

রায়পুর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ব্রাম্মনপাড়া ও মুরাদনগর উপজেলা, দক্ষিণাংশে

চান্দিনা উপজেলা, পশ্চিমে মুরাদনগর উপজেলা, পূর্বে বুড়িচং ও ব্রাম্মনপাড়া উপজেলা।

এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে অবিভক্ত দিনাজপুর জেলার ভাটটুরিয়ার দেবীকোটের রাজ পরিবারের ভ্রাতৃকলহে বানরাজা এ অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বানরাজা ‘দেবীকোট’ থেকে আসায় দেবীকোটের নামানুসারে কালক্রমে দেবীকোট থেকে আজকের দেবিদ্বারের নামকরণ করা হয়েছে।

এক্ষেত্রে ভিন্ন কথাও রয়েছে অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে বৃটিশ শাসনামলে বৃটিশ ক্যাপ্টেন জন ডেভিড ত্রীপুরার চিতনা নামক স্থান থেকে একটি নৌবহর নিয়ে গোমতী নদী পথে ঢাকা যাওয়ার সময় বর্তমান রায়পুরের ভিংলাবাড়ি নামক স্থানে বানরাজার সৈন্যদের সাথে ক্যাপ্টেন ডেভিড তার সৈন্যদের নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন। এ সময় এ যুদ্ধের নাম ডেভিড ওয়ার (ডেভিড যুদ্ধ) নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ওই নামানুসারে ডেভিড ওয়ার থেকে আজকের রায়পুর নামে পরিচিতি লাভ করে।

৩য় মতাদর্শীদের মতে যতদূর জানা যায় এ উপজেলা সদরে বহু দেব-দেবীর পূজা অর্চনা হতো। ফলশ্রম্নতিতে এ উপজেলার নামকরণ হয় রায়পুর।

29/11/2024
29/11/2024

ফলোদিয়ে উপভোগ করুন দুর্দান্ত মিনি ক্রিকেট টুর্নামেন্ট

25/11/2024

ক্লাব বাজার বনাম বাংলা বাজার একাদশ

25/11/2024

বাজারখলা ক্রিয়া সংঘ বনাম
ক্লাব বাজার ইয়াং স্টার

25/11/2024
22/11/2024

ফিরোজা এন্টারপ্রাইজ এর ক্যাপ্টেন
MD Jahidul Islam Sakil

22/11/2024

মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদনি ম্যাচ আগামীকাল শনিবার অনুসঠিত হবে।
সবাই আমন্ত্রিত

অংশ গ্রহণ কারি সকল দল কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন 🎉🎈🎆🌹
22/11/2024

অংশ গ্রহণ কারি সকল দল কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন 🎉🎈🎆🌹

22/11/2024

মেয়েরা বরাবরই অবহেলিত 💔

সবাই আমন্ত্রিত
18/11/2024

সবাই আমন্ত্রিত

05/10/2024

রাজনৈতিক দলের কাছে
দেশের জনগণ
যাস্ট পলিটিকাল প্রোডাক্ট।
একটা সংখ্যা মাত্র।

দেশেত ৫৩ বছর নির্বাচন হয়েছে
তখন কোথায় ছিল মানুষের স্বাধীনতা,অধিকার

05/10/2024

প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকায়

Address

Raipur

Alerts

Be the first to know and let us send you an email when আমরা ও আমাদের ছোট শহর - Raipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share