25/10/2025
দুঃখিত স্যার 😢
এতো এতো আন্দোলন,
এতো এতো বিচারের মধ্যে
আপনার হত্যার বিচার কেউ চাইলো না।
আপনার হত্যার বিচার কার্যকর করার আন্দোলন কেউ করলো না।
আমরা বাঙালি আমাদের সস্তা আবেগ অল্পতেই সব কিছু ভুলে যায়,
আমার দেশের সাংবাদিক ভাইয়েরা, রিপন মিয়া, পরীমণি, হিরো আলম রিয়া মনি কে নিয়ে পড়ে থাকে,
রাস্তায় কেক বিক্রির রিভিউ দিতে রাস্তায় পড়ে থাকে।
বাংলাদেশ হয়ে গেছে চাটুকারিতার দেশ,
অনেক কিছুই লিখতে মন চাইছে কিন্তু লিখলাম না 😅
শুধু এতটুকু বলতে চাই ওসি প্রদীপের অনতিবিলম্বে ফা*সির আদেশ কার্যকর করা হোক।
_ইলিয়াস হোসাইন _