22/09/2024
দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং রাস্তার ট্র্যাফিক বিভাগ যেভাবে চলছে এভাবে একটা দেশ কোন ভাবেই চলতে পারে না।
রাস্তায় ট্র্যাফিক এর লোকবল অনেক কম, যারা আছে তারা অনেকেই চাকরী বাচাতে ডিউটি করছে জাস্ট। এবং পাশাপাশি তারা অনেকটা অসহায় বটে, কারন আইন ভংগ কারির বিরুদ্ধে তেমন কোন আইনি ব্যাবস্থা তারা নিতে পারছে না।
দেশের প্রধান সড়ক গুলি রিক্সা আর অটো রিক্সার দখলে, সেখানে প্রতিনিয়ত এক্সিডেন্ট লেগেই থাকছে, সাধারনের জান মালের তেমন কোন নিরাপত্তা নাই বললেই চলে। এভাবে একটা দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে???
যদিও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বলেছে ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবেই, আমিও একমত সময় তো একটু লাগবেই, কিন্তু দেশের আইন শৃঙ্খলা নিয়ে গত দের মাসে আপনাদের নেয়া পদক্ষেপ কি কি ছিলো, তার হিসেব জনগনের কাছে পরিস্কার করুন। তা নাহলে আশংকা হচ্ছে মানুষ আপনাদের যে আস্থা আর ভালোবাসার ভিতের উপর দাঁড় করিয়েছে তা অচিরেই ভেঙ্গে খান খান হবে। পাশাপাশি স্বৈরাচেরের মূল দেশ ছেড়েছে, কিন্তু তার ডালপালা দেশে ছড়িয়ে আছে, তারা বিমুখ হাওয়া দেওয়া থেকে কোনমতেই বিরত থাকবে না।
দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা ভাইটাল পোস্ট, সেখানে একজন যোগ্য ব্যাক্তির থাকা উচিৎ, আর যোগ্য ব্যাক্তি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনেহয় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ে বেশী ক্যাপাবল ছিলো, (আমার নিজেস্ব মতামত) তাকে আগের পদে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
যে মানুষগুলি নিজেদের জীবনের দামে একটা স্বাধীন বাংলা আপনাদের হাতে তুলে দিয়েছিলো তাকে ম্লান করে দিয়েন না।