Niloy Mahmud Blog

Niloy Mahmud Blog ঘুরাঘুরি সবারই কম বেশী পছন্দ

Call for Details: +8801780889090
23/10/2024

Call for Details: +8801780889090

21/10/2024

খুনি ফ্যাসিস্টের বাচ্চাকাচ্চা মাথাচাঁড়া দিয়ে উঠছে, যুদ্ধ মনে হয় আবার করা লাগবে।
বি-রেডি

দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং রাস্তার ট্র্যাফিক বিভাগ যেভাবে চলছে এভাবে একটা দেশ কোন ভাবেই চলতে পারে না।রাস্ত...
22/09/2024

দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং রাস্তার ট্র্যাফিক বিভাগ যেভাবে চলছে এভাবে একটা দেশ কোন ভাবেই চলতে পারে না।
রাস্তায় ট্র্যাফিক এর লোকবল অনেক কম, যারা আছে তারা অনেকেই চাকরী বাচাতে ডিউটি করছে জাস্ট। এবং পাশাপাশি তারা অনেকটা অসহায় বটে, কারন আইন ভংগ কারির বিরুদ্ধে তেমন কোন আইনি ব্যাবস্থা তারা নিতে পারছে না।
দেশের প্রধান সড়ক গুলি রিক্সা আর অটো রিক্সার দখলে, সেখানে প্রতিনিয়ত এক্সিডেন্ট লেগেই থাকছে, সাধারনের জান মালের তেমন কোন নিরাপত্তা নাই বললেই চলে। এভাবে একটা দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে???
যদিও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বলেছে ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবেই, আমিও একমত সময় তো একটু লাগবেই, কিন্তু দেশের আইন শৃঙ্খলা নিয়ে গত দের মাসে আপনাদের নেয়া পদক্ষেপ কি কি ছিলো, তার হিসেব জনগনের কাছে পরিস্কার করুন। তা নাহলে আশংকা হচ্ছে মানুষ আপনাদের যে আস্থা আর ভালোবাসার ভিতের উপর দাঁড় করিয়েছে তা অচিরেই ভেঙ্গে খান খান হবে। পাশাপাশি স্বৈরাচেরের মূল দেশ ছেড়েছে, কিন্তু তার ডালপালা দেশে ছড়িয়ে আছে, তারা বিমুখ হাওয়া দেওয়া থেকে কোনমতেই বিরত থাকবে না।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা ভাইটাল পোস্ট, সেখানে একজন যোগ্য ব্যাক্তির থাকা উচিৎ, আর যোগ্য ব্যাক্তি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনেহয় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ে বেশী ক্যাপাবল ছিলো, (আমার নিজেস্ব মতামত) তাকে আগের পদে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

যে মানুষগুলি নিজেদের জীবনের দামে একটা স্বাধীন বাংলা আপনাদের হাতে তুলে দিয়েছিলো তাকে ম্লান করে দিয়েন না।



জীবনের বিনিময়ে একবেলা ভাত!! 😒মেধাবী হওয়ার আগে তুমি নৈতিকতা শিখো। নয়তো সবি তোমার পণ্ডশ্রম। নিহত যুবকের নাম তোফাজ্জল। বরগু...
19/09/2024

জীবনের বিনিময়ে একবেলা ভাত!! 😒
মেধাবী হওয়ার আগে তুমি নৈতিকতা শিখো। নয়তো সবি তোমার পণ্ডশ্রম।

নিহত যুবকের নাম তোফাজ্জল। বরগুনার পাথরঘাটার তার বাড়ি। তোফাজ্জাল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

হল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়😥। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে😡
পরে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


14/09/2024

চট করে যে কোন সময় ডুকে পড়বো 😂

যারা আমাকে খাওয়াতে চেয়ে আমার সময়ের অভাবে খাওয়াতে পারেন না। তারা চাইলে আজকে খাওয়াতে পারেন।  😋😋😋😋
08/09/2024

যারা আমাকে খাওয়াতে চেয়ে আমার সময়ের অভাবে খাওয়াতে পারেন না। তারা চাইলে আজকে খাওয়াতে পারেন। 😋😋😋😋

স্বাধীনতার আজ ১ মাস পূর্ন হলো ১মাস আগে আজকের এই দিনে সকাল বেলা যখান বাসা থেকে বের হবো (সকাল৯টা) আমার ওয়ালেট থেকে কিছু টা...
05/09/2024

স্বাধীনতার আজ ১ মাস পূর্ন হলো ১মাস আগে আজকের এই দিনে সকাল বেলা যখান বাসা থেকে বের হবো (সকাল৯টা) আমার ওয়ালেট থেকে কিছু টাকা এবং এন,আই,ডি কার্ড আর মোবাইল টা নিয়ে বের হয়েছিলাম, আর আমার ওয়াইফ কে আমার ক্রেডিট কার্ড আর ডেভিট কার্ডের পাসওার্ড দিয়ে বলেছিলাম বেচে ফিরলে আবার দেখা হবে। নিজেদের খেয়াল রেখো, আল্লাহর কাছে সোপর্দ তমাদের, বউ আমার কথা শুনে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকেছে শুধু। আমরা ৪ ভাই, ঢাকা তে, আর এক বোন আর এক ভাই ছিলো বরিশালে আন্দোলন রত। যদিও ছোট ভাই আগস্টের ৫তারিখ সকাল বেলা বনানী থানার পুলিশ কর্তিক গ্রেফতার হয়েছিলো। (পরে অবশ্য মহিলা পালানোর সাথে সাথে ওদের ছেড়ে দেয় পুলিশ)
৫ই আগস্ট আন্দোলন রত অবস্থায় বেশ কয়েক বার কালেমা পরেছিলাম, প্রতিটা মুহুর্ত মনে হয়েছিল এই বুঝি একটা বুলেট এসে আমার বুক ভেদ করে চলে যাবে। ওই দিনের ভয়ানোক মুহুর্ত গুলির ছবি তোলার মত অবস্থায় ছিলাম না, নিচের এই ছবিটা আমার থেকে ঠিক ১০০মিটার দুরের আমি নিজেই তুলেছিলাম। এর কয়েক ঘন্টা পরে দেশ ২য় বারের মত স্বাধীন হলো দেশ আলহামদুলিল্লাহ্‌।
যারা এই স্বাধীনতার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলো আল্লাহ্‌ তাদের এই ত্যাগকে কবুল করে শহীদের মর্যাদা দান করুক আমিন। আর যারা এই যুদ্ধে পঙ্গুত্ব বরন করলো তাদের আল্লাহ্‌ ধৈর্য দান করুক এবং তাদের এই ত্যাগের উত্তম বিনিময় দুনিয়া এবং আখেরাতে আল্লাহ্‌ দান করুক।

24/08/2024

"Pakistan is not our enemy, but just as Israel is the enemy of the Palestinians, India is the enemy of Bangladesh."

19/08/2024

এই লোক ২ জন কই দেশে আছে নাকি গত হইছে??
15/08/2024

এই লোক ২ জন কই দেশে আছে নাকি গত হইছে??

Address

Rajapur

Telephone

+8801780889090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Mahmud Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niloy Mahmud Blog:

Share