16/12/2025
আকিকার নামেই বিয়ে হতে হবে—নইলে বিয়ে হবে না”—এমন কোনো শর্ত বা বিধান নেই।
ইসলামের স্পষ্ট হুকুম
ইসলামী শরিয়তে বিয়ের শুদ্ধতা নামের ওপর নির্ভর করে না, বরং পরিচয়ের ওপর নির্ভর করে।
নবী ﷺ, সাহাবায়ে কেরাম ও ফিকহের সব মাজহাবের মতে বিয়ের শর্তগুলো হলো:
1. বর–কনের সম্মতি
2. অভিভাবক (ওলি)
3. দুইজন ন্যায্য সাক্ষী
4. মোহর
5. ইজাব–কবুল
👉 কোথাও বলা হয়নি “আকিকার নাম হতে হবে”।
নাম নিয়ে ইসলামী মূলনীতি
মানুষকে যে নামে সমাজে চেনে, সেই নামেই লেনদেন, বিয়ে, সাক্ষ্য—সব বৈধ।
অনেক সাহাবীর একাধিক নাম/লাকাব ছিল, তবুও তাদের বিয়ে ও লেনদেন সহীহ ছিল।
ডাকনাম, উপনাম, বা পরিচিত নাম পূর্ণ পরিচয় হিসেবে গ্রহণযোগ্য।
আলেমদের কথা (সহজ ভাষা“যদি নামের মাধ্যমে ব্যক্তি নির্দিষ্টভাবে চিহ্নিত হয়, তাহলে সেই নামেই আকদ সহীহ।”
— (ফিকহের সর্বসম্মত নীতি)
তাহলে মানুষ কেন এমন কথা বলে?
এটা সাধারণত:
ভুল ধারণা
সমাজের কুসংস্কার
বা ফিকহ না জানার কারণে বলা কথা