
04/08/2025
বিচ্ছেদের ঘোষণা ভুলে আবারও একফ্রেমে শাকিব-বুবলী, রুজভেল্ট আইল্যান্ডে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল
Crimepatrol.news
দুই বছর আগে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা জনসমক্ষে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ঘোষণা দিয়েছিলেন, অনস্ক্রিন বা অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না শবনম বুবলীকে। সেই বক্তব্যে ছিলেন কঠোর এবং অস্পষ্টতার কোনো জায়গা রাখেননি।
তবে সময়ের ব্যবধানে দৃশ্যপট যেন পাল্টে গেল। নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে সম্প্রতি একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব খান ও শবনম বুবলীকে। শুধু তাই নয়, হাতে হাত রেখে ঘুরে বেড়ানো সেই মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাদের সঙ্গে রয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীন।
ছবিগুলো বুবলী নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর আলোচনা। অনেকেই চোখ রাখছেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার দিকে।
এর আগে, ২০২৩ সালের ঈদে শাকিব খানের বাসায় গিয়ে তাকে নিজের হাতে খাইয়েছেন, একসঙ্গে সময় কাটিয়েছেন—এমন দাবি করেছিলেন শবনম বুবলী। তবে সে সময় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান শাকিব খান। গণমাধ্যমে স্পষ্ট ভাষায় তিনি অভিযোগ করেছিলেন, “আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি ফাঁদ ছিল। বুবলী আমাদের বাসায় একদিনও থাকেনি। বাসার কারও সঙ্গে তার কোনো কথা হয়নি। জোর করে সিন ক্রিয়েট করতে এসেছিল।”
শাকিব আরও বলেন, “শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই বাসায় নিয়ে আসে। এমনকি ঈদের দিনও পরিকল্পিতভাবে সে এসেছিল। যেহেতু ঈদের দিনে কাউকে বাসা থেকে বের করে দেওয়া যায় না, তাই আমরা একসঙ্গে খেয়েছি। কিন্তু তার রান্না করা বা তার হাতের কোনো খাবার আমি খাইনি।”
ঘটনার সূত্রপাত আরও আগে। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সরাসরি টিভি লাইভে এসে প্রকাশ্যে আনেন শাকিব খানের সঙ্গে গোপন বিয়ে ও তাদের সন্তান আব্রাম খান জয়ের খবর। এরপর ২২ নভেম্বর ২০১৭-তে শাকিব খান অপুকে তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
এরপর শাকিব খান ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শবনম বুবলীকে। তবে সেই তথ্যও বুবলী প্রকাশ্যে আনেন দীর্ঘ ১৫৩৬ দিন পর, যখন তারা ছেলে শেহজাদের খবর সামনে আনেন।
সব মিলিয়ে একে অপরকে নিয়ে বারবার প্রকাশ্য সংঘাত এবং মুখোমুখি বক্তব্যের পরেও হঠাৎ করে আবারও একফ্রেমে দেখা মিলেছে শাকিব-বুবলীর। তারা ঘুরছেন, সন্তানকে সময় দিচ্ছেন—এ দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পুরনো ক্ষোভ ভুলে আবারও সম্পর্কে ফিরে যাচ্ছেন এই তারকা জুটি?
নাকি এটি শুধুই একটি পারিবারিক মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যাখ্যা পাচ্ছে?
এই প্রশ্নের জবাব এখনও অজানা, তবে যা নিশ্চিত—শাকিব-বুবলীর রুজভেল্ট আইল্যান্ডে ঘনিষ্ঠ ভ্রমণ আবারও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে পুরনো প্রেম, সম্পর্ক ও বিরোধের কাহিনি।
📌 আরও আপডেট পেতে যুক্ত থাকুন — Crimepatrol.news