Crimepatrol.news

Crimepatrol.news "অপরাধ তুলে ধরি মানুষের কল্যাণে"। ক্রাইম পেট্রোল নিউজের পেইজে আপনাদের সবাইকে আমন্ত্রণ, সাথেই থাকুন।
(1)

বিচ্ছেদের ঘোষণা ভুলে আবারও একফ্রেমে শাকিব-বুবলী, রুজভেল্ট আইল্যান্ডে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরালCrimepatrol.newsদুই বছর আগে সব ধ...
04/08/2025

বিচ্ছেদের ঘোষণা ভুলে আবারও একফ্রেমে শাকিব-বুবলী, রুজভেল্ট আইল্যান্ডে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল
Crimepatrol.news

দুই বছর আগে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা জনসমক্ষে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ঘোষণা দিয়েছিলেন, অনস্ক্রিন বা অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না শবনম বুবলীকে। সেই বক্তব্যে ছিলেন কঠোর এবং অস্পষ্টতার কোনো জায়গা রাখেননি।

তবে সময়ের ব্যবধানে দৃশ্যপট যেন পাল্টে গেল। নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে সম্প্রতি একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব খান ও শবনম বুবলীকে। শুধু তাই নয়, হাতে হাত রেখে ঘুরে বেড়ানো সেই মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাদের সঙ্গে রয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীন।

ছবিগুলো বুবলী নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর আলোচনা। অনেকেই চোখ রাখছেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার দিকে।

এর আগে, ২০২৩ সালের ঈদে শাকিব খানের বাসায় গিয়ে তাকে নিজের হাতে খাইয়েছেন, একসঙ্গে সময় কাটিয়েছেন—এমন দাবি করেছিলেন শবনম বুবলী। তবে সে সময় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান শাকিব খান। গণমাধ্যমে স্পষ্ট ভাষায় তিনি অভিযোগ করেছিলেন, “আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি ফাঁদ ছিল। বুবলী আমাদের বাসায় একদিনও থাকেনি। বাসার কারও সঙ্গে তার কোনো কথা হয়নি। জোর করে সিন ক্রিয়েট করতে এসেছিল।”

শাকিব আরও বলেন, “শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই বাসায় নিয়ে আসে। এমনকি ঈদের দিনও পরিকল্পিতভাবে সে এসেছিল। যেহেতু ঈদের দিনে কাউকে বাসা থেকে বের করে দেওয়া যায় না, তাই আমরা একসঙ্গে খেয়েছি। কিন্তু তার রান্না করা বা তার হাতের কোনো খাবার আমি খাইনি।”

ঘটনার সূত্রপাত আরও আগে। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সরাসরি টিভি লাইভে এসে প্রকাশ্যে আনেন শাকিব খানের সঙ্গে গোপন বিয়ে ও তাদের সন্তান আব্রাম খান জয়ের খবর। এরপর ২২ নভেম্বর ২০১৭-তে শাকিব খান অপুকে তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

এরপর শাকিব খান ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শবনম বুবলীকে। তবে সেই তথ্যও বুবলী প্রকাশ্যে আনেন দীর্ঘ ১৫৩৬ দিন পর, যখন তারা ছেলে শেহজাদের খবর সামনে আনেন।

সব মিলিয়ে একে অপরকে নিয়ে বারবার প্রকাশ্য সংঘাত এবং মুখোমুখি বক্তব্যের পরেও হঠাৎ করে আবারও একফ্রেমে দেখা মিলেছে শাকিব-বুবলীর। তারা ঘুরছেন, সন্তানকে সময় দিচ্ছেন—এ দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পুরনো ক্ষোভ ভুলে আবারও সম্পর্কে ফিরে যাচ্ছেন এই তারকা জুটি?

নাকি এটি শুধুই একটি পারিবারিক মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যাখ্যা পাচ্ছে?

এই প্রশ্নের জবাব এখনও অজানা, তবে যা নিশ্চিত—শাকিব-বুবলীর রুজভেল্ট আইল্যান্ডে ঘনিষ্ঠ ভ্রমণ আবারও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে পুরনো প্রেম, সম্পর্ক ও বিরোধের কাহিনি।

📌 আরও আপডেট পেতে যুক্ত থাকুন — Crimepatrol.news

চট্টগ্রামে গেস্ট হাউজে মিলল সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহতারিখ: ৪ আগস্ট ২০২৫চ্যানেল: Crimepatrol.newsবাংলাদেশ স...
04/08/2025

চট্টগ্রামে গেস্ট হাউজে মিলল সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ

তারিখ: ৪ আগস্ট ২০২৫
চ্যানেল: Crimepatrol.news

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের একটি গেস্ট হাউজ থেকে। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

৭৭ বছর বয়সি হারুন-অর-রশিদ এক মামলার হাজিরা দিতে চট্টগ্রামে এসেছিলেন। সকালে দীর্ঘ সময় সাড়া না পেয়ে সংশ্লিষ্টরা তার কক্ষে ঢুকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসকেরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তার মরদেহে বমির চিহ্ন পাওয়া গেছে।

সেনাবাহিনীর প্রধান হিসেবে ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন-অর-রশিদ। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

অবসরের পর তিনি রাষ্ট্রদূতের দায়িত্বে থাকেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে। পরবর্তীতে ডেসটিনিতে যোগ দিয়ে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ২০১২ সালে প্রতারণা মামলায় গ্রেফতার হন এবং ২০২২ সালে চার বছরের সাজাও হয়।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



এই ধরনের প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের পেজে — [CrimePatrol.News] এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।

তারিখ: ৪ আগস্ট ২০২৫চ্যানেল: Crimepatrol.Newsনরসিংদী জেলার বেলাবো উপজেলার বুকে শুয়ে থাকা এক প্রাচীন নিদর্শনের নাম উয়ারী-ব...
04/08/2025

তারিখ: ৪ আগস্ট ২০২৫
চ্যানেল: Crimepatrol.News

নরসিংদী জেলার বেলাবো উপজেলার বুকে শুয়ে থাকা এক প্রাচীন নিদর্শনের নাম উয়ারী-বটেশ্বর। ইতিহাস ঘাঁটলে জানা যায়, এই অঞ্চলেই বাংলাদেশের সবচেয়ে পুরনো দুর্গনগরের খোঁজ পাওয়া গেছে।

এই দুর্গনগরটির বয়স প্রায় আড়াই হাজার বছর। গ্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে এর অবস্থান। খননে বেরিয়ে এসেছে চারটি মাটির দুর্গপ্রাচীর, যার প্রতিটির আয়তন ৬০০ মিটার বাই ৬০০ মিটার। আজও এর কিছু ধ্বংসপ্রাপ্ত অংশ দাঁড়িয়ে আছে ৫ থেকে ৭ ফুট উচ্চতায়।

প্রত্নতাত্ত্বিকরা বলেন, উয়ারী-বটেশ্বর ছিল কেবল দুর্গ নয়, ছিল এক সমৃদ্ধ নগর এবং বাণিজ্য কেন্দ্র। এখানে পাওয়া গেছে রৌপ্যমুদ্রা, প্রাচীন মাটির বাঁধ—যার নাম অসম রাজার গড়, এবং বহু প্রত্নবস্তু।

ভারতের নাগার্জুনকুন্ডের মতো এর গঠনেও ছিল দ্বিস্তর প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা, নগর পরিকল্পনা ও বুদ্ধিবৃত্তিক কাঠামো—সব মিলিয়ে স্পষ্ট হয়, এ অঞ্চল প্রাচীন বাংলার একটি সুসংগঠিত নগর সভ্যতার প্রমাণ।

আজও উয়ারী-বটেশ্বরের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ৫০টি প্রত্নস্থান। এর প্রতিটিই আমাদের গৌরবোজ্জ্বল অতীতের নিদর্শন।



📌 শেষ কথা:
প্রাচীন বাংলার এই গৌরবগাথা হয়তো আমাদের অনেকের অজানা। উয়ারী-বটেশ্বর শুধু একটি স্থান নয়, এটি আমাদের পরিচয়ের শিকড়। তাই এই ইতিহাসকে জানাও, জানাও অন্যকেও।

🔔 এই ধরনের ইতিহাসভিত্তিক প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের পেজ Crimepatrol.News–এ। মতামত জানাতে ভুলবেন না।

🔴আমি আল্লাহ প্রদত্ত মেধাসম্পন্ন একজন মানুষ। তিনি আমাকে জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্ব, সরলতা ও ভালোবাসা দেওয়ার শক্তি দিয়েছেন।...
03/08/2025

🔴আমি আল্লাহ প্রদত্ত মেধাসম্পন্ন একজন মানুষ। তিনি আমাকে জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্ব, সরলতা ও ভালোবাসা দেওয়ার শক্তি দিয়েছেন। এমনটা দাবি করেছেন #অ্যাডলফ_খান আপনার মতামত কি?

ইসলামের হাজার বছরের আগের কথা আজ বিজ্ঞানের আবিষ্কার!ইসলামে এই বিষয়টি নিয়ে একটি স্পষ্ট হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে — গাধ...
03/08/2025

ইসলামের হাজার বছরের আগের কথা আজ বিজ্ঞানের আবিষ্কার!
ইসলামে এই বিষয়টি নিয়ে একটি স্পষ্ট হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে — গাধা যখন হঠাৎ ডাকে, তখন সে শয়তান বা জিন দেখে!
Crimepatrol.news

📜 হাদিস কী বলে?

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

“যখন তোমরা মোরগকে ডাকতে শুনো, তখন আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ চাও; কারণ সে ফেরেশতা দেখে। আর যখন গাধাকে ডাকতে শুনো, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও; কারণ সে শয়তান দেখে।”
📚 — সহিহ বুখারি, সহিহ মুসলিম



🌬️ কিন্তু প্রশ্ন হচ্ছে — গাধা কিভাবে “জিন” দেখে?

চোখে তো দেখার কথা নয়। গাধা কি কোনো অলৌকিক ক্ষমতা রাখে?
চলুন, একটুখানি বিজ্ঞানের আলোয় বিষয়টা দেখার চেষ্টা করি।



🔥 জিন কীভাবে চলে — ইসলাম কী বলে?

পবিত্র কোরআনে আল্লাহ বলেন:

“তিনি জিনকে সৃষ্টি করেছেন নিঃশব্দ আগুনের শিখা থেকে।”
📖 সূরা আর-রহমান, আয়াত ১৫

এছাড়া সূরা নামল (৩৯–৪০ আয়াত) এ বলা হয়েছে,
একজন জিন মুহূর্তের মধ্যে বিশাল সিংহাসন নিয়ে হাজির হতে পারে।

🟢 এই বর্ণনা থেকে বোঝা যায় —
জিন অদৃশ্য, আলোর চেয়েও দ্রুতগতিসম্পন্ন এবং বাতাসের মতো চলাচলক্ষম একটি সত্তা।



🧪 বাতাসের মধ্য দিয়ে চললে কী ঘটে (বিজ্ঞান কী বলে)?

যখন কোনো বস্তু বাতাসের মধ্য দিয়ে দ্রুত চলে, তখন সেখানে তৈরি হয়:
• স্পন্দন (vibration)
• চাপের পরিবর্তন (pressure fluctuation)
• তাপমাত্রা বা গন্ধের ক্ষুদ্র পরিবর্তন

⚠️ মানুষ এসব অনুভব করতে পারে না — কিন্তু গাধা, কুকুর, বিড়াল, এমনকি কিছু পোকামাকড় এসব সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারে।



🐴 গাধার বিশেষ ক্ষমতা — কীভাবে সে টের পায়?

গাধার শরীর ও পা অত্যন্ত সংবেদনশীল।
তারা:
• হাওয়ার সূক্ষ্ম দোলা টের পায়
• কম্পন বা দূর থেকে আসা দেহের চাপ বুঝতে পারে
• অদৃশ্য গন্ধের অদলবদল শনাক্ত করতে পারে

🧠 তাই ধরে নেয়া যায়, যদি কোনো জিন হাওয়ার মধ্য দিয়ে চলে, তার কারণে তৈরি হওয়া সূক্ষ্ম পরিবর্তন গাধা টের পায় — আর তাই হঠাৎ ডাকে।



🤲 রাসুল ﷺ কেন দোয়া পড়ার কথা বলেছেন?

যেহেতু এই ডাকে একটি অদৃশ্য, ক্ষতিকর সত্তার উপস্থিতির ইঙ্গিত থাকতে পারে, তাই আমাদের শিখানো হয়েছে:

“আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম”
বা
“আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম”

এটা কেবল ভয় পাওয়ার জন্য নয়, বরং সচেতন হয়ে আল্লাহর কাছে রক্ষা চাওয়ার একটি বুদ্ধিমত্তাপূর্ণ আমল।



🧩 বিশ্বাস ও বিজ্ঞান যখন হাত ধরে চলে…

এই বিষয়টি একটিই বার্তা দেয়:
ইসলাম কখনোই যুক্তিবিরোধী নয়।
বরং, অনেক ক্ষেত্রেই ধর্মীয় ব্যাখ্যাকে বিজ্ঞান সময়ের সাথে সাথে ব্যাখ্যা করতে শিখে।
গাধার মতো সাধারণ এক প্রাণীও আমাদের শেখায় —
সব সময় চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় অনেক কিছু।



📌 শেষ কথা:

✅ গাধা যখন হঠাৎ ডাকে — সেটা হতে পারে শয়তানের উপস্থিতির প্রতি তার স্বাভাবিক প্রতিক্রিয়া।
✅ ইসলাম এই মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলে।
✅ বিজ্ঞান বলছে, গাধা সত্যিই বাতাসের মধ্যকার সূক্ষ্ম পরিবর্তন টের পায়।

ইসলামের জ্ঞানের ছায়াতেই কি গড়ে উঠছে আধুনিক বিজ্ঞান?
জানাবেন আপনার মন্তব্য — আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেইজ ‘Crimepatrol.News’ ফলো করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।”








কক্সবাজারে উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল ৭২ যাত্রীcrimepatrol.newsকক্সবাজার বিমানবন্দরে...
02/08/2025

কক্সবাজারে উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল ৭২ যাত্রী

crimepatrol.news

কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নরত একটি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৭২ জন যাত্রী। এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা অভিমুখে যাত্রা করার সময় শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রানওয়েতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বিমানের সামনের দিকে থাকা অংশের সঙ্গে কুকুরটির সংঘর্ষ হয়, ফলে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করা হয় এবং নিরাপত্তা পরীক্ষায় নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার পর পাইলট ও গ্রাউন্ড টিম বিমানের যন্ত্রাংশ পর্যবেক্ষণ করে নিশ্চিত হন যে, এতে কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেনি। এরপর রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে সফলভাবে উড্ডয়ন করে।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, “ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করেছে।”

রানওয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “দিনের বেলায় কুকুরের উপস্থিতি তেমন দেখা না গেলেও সন্ধ্যার পর তাদের চলাচল বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ।”

জানা গেছে, বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বিত একটি দল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুকুরটির মরদেহ রানওয়ে থেকে সরিয়ে নেয়। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে কাজ করলেও, এ ধরনের ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না।

বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় প্রাণীর প্রবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

📢 এ ধরনের আরও আপডেট পেতে চোখ রাখুন crimepatrol.news-এ

স্ত্রীর চিকিৎসার টাকা জোগাতে বন্ধুর প্রাণ নেওয়া — যখন দায়িত্ববোধ ছাপিয়ে যায় মানবতাCrimepatrol.news
02/08/2025

স্ত্রীর চিকিৎসার টাকা জোগাতে বন্ধুর প্রাণ নেওয়া — যখন দায়িত্ববোধ ছাপিয়ে যায় মানবতা

Crimepatrol.news

ম্যানহাটনে দায়িত্বপালনের সময় শহীদ দিদারুল আলম: নিউইয়র্ক পুলিশের রাষ্ট্রীয় সম্মান হৃদয় ছুঁয়ে গেছে বিশ্বকেCrimepatrol.news...
02/08/2025

ম্যানহাটনে দায়িত্বপালনের সময় শহীদ দিদারুল আলম: নিউইয়র্ক পুলিশের রাষ্ট্রীয় সম্মান হৃদয় ছুঁয়ে গেছে বিশ্বকে

Crimepatrol.news

নিউইয়র্ক:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল আলমের প্রতি নিউইয়র্ক পুলিশের শ্রদ্ধা জানানো দৃশ্য গোটা বিশ্বের হৃদয় ছুঁয়ে গেছে। গত সপ্তাহে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে দায়িত্ব পালনের সময় এক বন্দুকধারীর গুলিতে শহীদ হন সাহসী ও দায়িত্বশীল এই পুলিশ সদস্য।

দিদারুল আলমের শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD) তার প্রতি গভীর শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করে। তার মরদেহ যখন হাসপাতাল থেকে নেওয়া হচ্ছিল, তখন রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন শত শত পুলিশ কর্মকর্তা। পুলিশ যানবাহন, হেলিকপ্টার, এমনকি ফায়ার সার্ভিসের ইউনিটও এই সম্মান প্রদর্শনে অংশ নেয়।

ম্যাডিসন স্কয়ার থেকে শুরু করে পুরো রুটজুড়ে এক অভূতপূর্ব শোক ও শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়। রাস্তায় দাঁড়ানো পুলিশ সদস্যদের চোখে ছিল শোক, মাথা ছিল অবনত, আর হৃদয়ে ছিল এক সাহসী সহকর্মীকে হারানোর বেদনা। নিউইয়র্ক পুলিশ কমিশনার তাকে “ডিউটির সময় শহীদ হওয়া একজন সত্যিকারের নায়ক” হিসেবে আখ্যায়িত করেন।

কে ছিলেন দিদারুল আলম?
বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান দিদারুল আলম নিউইয়র্কে জন্মগ্রহণ করলেও তার শিকড় রয়ে গেছে বাংলাদেশের মাটিতে। তার সততা, সাহস ও মানবিক গুণাবলি তাকে নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন সম্মানিত সদস্যে পরিণত করেছিল। সহকর্মীদের ভাষ্যমতে, দিদারুল ছিলেন একজন ‘বিপদের মধ্যে আশ্বাসের প্রতীক’।

অন্যদিকে বাংলাদেশে?
এই ঘটনাটি বাংলাদেশে আলোড়ন তুললেও সমান্তরালভাবে উঠে এসেছে একটি বেদনাদায়ক প্রশ্ন—আমাদের দেশে কি এমন রাষ্ট্রীয় সম্মান আজো সম্ভব? বাংলাদেশে প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যা, গুম, বা নিরাপত্তাকর্মীদের মৃত্যুর পর দায়িত্বশীল কর্তৃপক্ষের নীরবতা, রাষ্ট্রীয় সম্মান না পাওয়ার চিত্র জনমানসে হতাশা সৃষ্টি করছে।

সাধারণ মানুষ প্রশ্ন করছে—মানুষ যদি নিজের দেশেও সম্মান না পায়, তাহলে কীভাবে তৈরি হবে আত্মবিশ্বাস, সাহস আর ন্যায়বোধসম্পন্ন প্রজন্ম?

সময়ের দাবি: পরিবর্তন
শহীদ দিদারুল আলমের প্রতি নিউইয়র্ক পুলিশের শ্রদ্ধা শুধু একটি ব্যক্তিকে নয়, বরং একটি মূল্যবোধকে সম্মান জানিয়েছে—সাহস, দায়িত্ব, আর আত্মত্যাগ। এই দৃশ্য শুধু অভিবাসী বাংলাদেশিদের নয়, গোটা জাতির চোখ খুলে দিয়েছে।

এখন সময় এসেছে বাংলাদেশেও এমন সম্মান প্রদানের সংস্কৃতি গড়ে তোলার। যেখানেই কোনো ন্যায্য কাজের জন্য কেউ প্রাণ দেয়, রাষ্ট্র যেন তাদের পাশে দাঁড়ায়—শুধু শোক নয়, সত্যিকারের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে।

শেষ কথা
শহীদ দিদারুল আলম ছিলেন একজন পুলিশ সদস্য, কিন্তু তিনি হয়ে উঠেছেন একজন পথপ্রদর্শক—যিনি দেখিয়ে গেছেন, রাষ্ট্রীয় সম্মান কাকে বলে।

🕊️ Rest in peace, Officer Didarul Alam. আপনি আমাদের গর্ব, আমাদের প্রতীক। আল্লাহ্ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।



📌 Crimepatrol.news — সত্যের পক্ষে, মানবতার সাথে।
আপনিও যদি এই প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ মনে করেন, দয়া করে শেয়ার করুন। পরিবর্তনের আওয়াজ তোলেন আজই।

অবাক করা সাদৃশ্য—দুটি কঙ্কালের রহস্যময় মিল!একটি ছবির দিকে তাকালেই চোখ আটকে যায়—দুটি কঙ্কাল পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু ...
01/08/2025

অবাক করা সাদৃশ্য—দুটি কঙ্কালের রহস্যময় মিল!

একটি ছবির দিকে তাকালেই চোখ আটকে যায়—দুটি কঙ্কাল পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু দুটিকে আলাদা করে বোঝা যেন কঠিন! প্রথম কঙ্কালটি দেখে যে কেউ বলবে—এটা মানুষের। মাথার গঠন, পাঁজরের বিন্যাস, মেরুদণ্ডের বাঁক, হাত ও পায়ের হাড়—সবকিছুতেই পরিচিত ছোঁয়া। ঠিক পাশেই আরেকটি কঙ্কাল, কিন্তু তাকালেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি জাগে—এটা মানুষের মতোই, অথচ কিছু একটা যেন ভিন্ন!

দুটির মধ্যে এতটা মিল কীভাবে সম্ভব? এই প্রশ্নই ভাবায় দর্শককে। বিজ্ঞান বলছে, আমাদের দেহের গঠন যেমন আকর্ষণীয়, তেমনি তার উৎপত্তিও জটিল। লক্ষ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা ছিল এমন এক প্রাণী যারা আজকের মানুষ ও অন্যান্য প্রজাতির মধ্যবর্তী একটি ধাপে ছিল। সেই কারণেই কিছু প্রজাতির দেহগঠন আজও মানুষের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়।

ছবির এই দুটি কঙ্কাল যেন একে অপরের প্রতিবিম্ব! কাঁধ, হাত, আঙুল, এমনকি হাঁটুর গঠনেও মিল খুঁজে পাওয়া যায়। কেউ যদি এই মিল খুঁজে পেয়ে বলেন—“দু’টোই মানুষ”, তাহলে তাকেও দোষ দেওয়া যাবে না।

তবে… এখানেই চমক!

আপনারা এতক্ষণ যে কঙ্কাল দু’টি দেখলেন, তার একটি আসলে মানুষের—এটা সহজেই বোঝা যায়। কিন্তু পাশের কঙ্কালটি?
না, এটি কোনো মানুষ নয়।

শেষ পর্যন্ত যদি বলতেই হয়—ছবির ওই কঙ্কালটি আসলে একটি গরিলার!

হ্যাঁ, অবাক হবেন না—মানুষ আর গরিলা একে অপরের জেনেটিক আত্মীয়। আমাদের ডিএনএর প্রায় ৯৮-৯৯ শতাংশ গরিলার সঙ্গে মিলে যায়। তাই এই গঠনগত মিলই প্রমাণ করে—প্রকৃতির খেলা কতটা রহস্যময়, আর আমরা মানুষ হিসেবে কতটা জড়িত এই বিস্ময়কর বিবর্তনের ইতিহাসে।

crimepatrol.news
এইরকম আরও চমকপ্রদ বিজ্ঞান ও ইতিহাসের প্রতিবেদনের জন্য চোখ রাখুন আমাদের পেইজে।

দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে—ধানমণ্ডি ৬ নম্বরে বাস্তব প্রমাণ!”Crimepatrol.news
01/08/2025

দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে—ধানমণ্ডি ৬ নম্বরে বাস্তব প্রমাণ!”
Crimepatrol.news

01/08/2025

Address

124/2, Shantinagar Plaza 4th Floor. New Kakrail Road. Dhaka-1000
Dhaka
DHAKA-1000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+880248310080

Website

https://youtube.com/@crimepatrolnews-s2j?si=dVQk0S0n0bQIPNa5

Alerts

Be the first to know and let us send you an email when Crimepatrol.news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crimepatrol.news:

Share

আহ্বানঃ অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোন

সুপ্রিয় পাঠক/পাঠিকা, আস-সালামু আলাইকুম। www.crimepatrol.news এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির মুক্তির স্বপ্নে বিভোর ছিলেন, তাই স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আজও পরাধীনতার শৃঙ্খল থেকে সত্যিকারের মুক্তি লাভ করতে পারিনি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “জিরো টলারেন্স” নীতি ঘোষণা দিয়ে নিজ দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। আসুন এই উদ্যোগে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে তথ্যযোদ্ধা হয়ে প্রশাসন কে সাহায্য করি। “অপরাধের তথ্য দিন, দেশ গড়ায় অংশ নিন”। আমরা অপরাধের বিরুদ্ধে সোচ্চার, আপনিও থাকুন আমাদের সাথে। দেশটা আমার, আপনার, আমাদের সকলের।

কবি বলেছেন, "আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।" অতএব আমাদের সবাইকে জেগে উঠতে হবে। পরিশেষে আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা।

ধন্যবাদান্তে- মোঃ মিজানুর রহমান, সম্পাদক।