عالم مفيد

عالم مفيد Assalamua'laikum! Welcome to ISHAQ Comps Family! Thanks for joining us!

The main purpose of this page is to indirectly give the da'wah of Islam through entertainment and highlight the beauty. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও। সহীহ বুখারিঃ ৩৪৬১

আজ থেকে কয়েক বছর আগে প্রথম আলোতে ইসলাম সম্পর্কে লেখালেখির প্রস্তাব পেয়েছিলাম। আমি এই পত্রিকাকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে...
13/06/2025

আজ থেকে কয়েক বছর আগে প্রথম আলোতে ইসলাম সম্পর্কে লেখালেখির প্রস্তাব পেয়েছিলাম। আমি এই পত্রিকাকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে সরাসরি 'না' করি। বলা হয়, আপনি সম্ভবত জানেন না, তারা ইসলাম নিয়ে অনেক কাজ করেন। ইসলাম সম্পর্কে তাদের বিস্তর লেখালেখি ও বইপুস্তক রয়েছে। এখন তারা আরও বৃহত্তর পরিসরে কাজ করতে আগ্রহী। আম জবাবে বলি, আমার ইসলাম আর প্রথম আলোর ইসলাম এক নয়। ফলে ওখানে লেখালেখি করা আমার পক্ষে সম্ভব নয়।

বলা হয়, লেখালেখির মাধ্যমে ওখানে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন। বর্জনের চেয়ে সেটা কি উত্তম নয়? আমি জানাই, তারা সেটা করতে দিবে না। উল্টো আমাকে প্রভাবিত করার চেষ্টা করবে। তাদের ক্ষেত্রে এটাই আমার ব্যক্তিগত দর্শন ও আত্মোপলব্ধি।

আমি বরাবরই এই প্রকারের প্রতিষ্ঠান কিংবা সংগঠন থেকে- যাদের নিজস্ব আদর্শিক বয়ান রয়েছে- দূরাবস্থান করেছি আমার নিজের ঈমানের স্বার্থে। এগুলোতে দাঈ হতে গিয়ে নিজে মাদঊ হয়ে যাওয়া, প্রভাব বিস্তার করতে গিয়ে প্রভাবিত হবার নজির ভুরিভুরি। উম্মাহকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার উদাহরণ অসংখ্য।

সাম্প্রতিক বছরগুলোতে সেটা আরও বেড়েছে। দীন ও উম্মাহর খেদমতের নিয়তে সেক্যুলার প্রতিষ্ঠান, সংগঠন ও দলে যুক্ত হওয়া মাদরাসাপড়ুয়া উল্লেখযোগ্য একটি অংশ আজ নিজের অজান্তেই সেক্যুলার চিন্তা-ভাবনায় প্রভাবিত হয়ে পড়েছেন। নানান বিচ্যুত ও বিচ্ছিন্ন চিন্তা লালন করছেন, মুখ ফসকে বলেও ফেলছেন। কেউ কেউ হুবহু সেক্যুলারদের ভাষায় দীন ও দীনদারদেরকে আক্রমণ করছেন। উদ্দেশ্য জানা না থাকলেও এই শ্রেণীর মাদরাসাপড়ুয়া তরুণ ও তাদের কর্মপদ্ধতি সাধারণ মুসলমানদের জন্য মারাত্মক বরবাদির কারণ হবে। আলিম পরিচয়ে পরিচিত কারও চৈন্তিক ও আদর্শিক স্খলন হাজারও সাধারণ শিক্ষিত দাঈর স্খলনের চেয়ে ভয়াবহ। আমাদের এখনই সতর্ক হতে হবে, করতে হবে।

— উস্তায মীযান হারুন

25/04/2025

যে হাতটা প্রথম ভাত মেখে খাইয়েছিল, পরবর্তীকালে ঐ হাতে যদি ভাত তুলে না দিতে পারো তবে আর মানুষ হলে কই?

05/03/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না, শরীর সৌন্দর্য, শান্তি, ক্যরিয়ার, সব নষ্ট করে দিতে পারে!

Day 1 – Begin with faith, end with purity. ✨
01/03/2025

Day 1 – Begin with faith, end with purity. ✨

15/02/2025

❝ বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি।
মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম ❞

15/02/2025

যদি মনে হয়, আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন। তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে - এরচেয়েও উত্তম কিছু তিনি দিবেন।

- ইন শা আল্লাহ!'❤️

11/02/2025

দৌড় শুরু করার পরও ইউসুফ জানতেন না দরজা খুলে যাবে। মুসা জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
Keep faith on Allah Swt.♥️

01/01/2025

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।

নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্টা খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।
ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন

"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।

কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শে^মিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গ^লা টি%পে তাকে হ^ত্যা না করি।

যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "

ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।
After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba!
--- collected

🥰
12/12/2024

🥰

30/11/2024

মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই

তরবারী বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি। ইজ্জত লুন্ঠন হচ্ছে আর আমরা দোয়া করেই চলেছি।~ আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ
29/11/2024

তরবারী বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি। ইজ্জত লুন্ঠন হচ্ছে আর আমরা দোয়া করেই চলেছি।

~ আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ

Address

Dhaka

Telephone

+8801624074682

Website

Alerts

Be the first to know and let us send you an email when عالم مفيد posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to عالم مفيد:

Share