শিকু 'The Innocent' বিলাই

শিকু 'The Innocent' বিলাই বিড়ালের মতো স্নেহ দিতে শিখুন'
যাতে ভালোবাসা শব্দ ছাড়াই প্রকাশ পায়_😻😽

সারাদিন ক্ষুধা লাগে। সারাটা দিন খালি ক্ষুধা লাগে। ভাবতেছি মোটা হয়ে যাচ্ছি জিমে যাবো। কিন্তু লাভ নেই খালি ক্ষুধা লাগে 😹😸 ...
19/07/2025

সারাদিন ক্ষুধা লাগে।
সারাটা দিন খালি ক্ষুধা লাগে।
ভাবতেছি মোটা হয়ে যাচ্ছি জিমে যাবো।
কিন্তু লাভ নেই খালি ক্ষুধা লাগে 😹😸

এখানে কয়টা ফুল দেখতে পাচ্ছেন __!?🤍🥀       ゚
18/07/2025

এখানে কয়টা ফুল দেখতে পাচ্ছেন __!?🤍🥀

কেউ আমাকে নিয়ে গিয়ে ওইখানে ফেলে আয় 😩😻
18/07/2025

কেউ আমাকে নিয়ে গিয়ে ওইখানে ফেলে আয় 😩😻

লালুর গল্প – নিঃশব্দ এক বিদায় 🐾ওর নাম ছিল লালু।রাস্তার বিড়াল…জন্ম থেকে যুদ্ধ, ক্ষুধা, ভয় আর তাড়িয়ে দেওয়া এই ছিলো ওর জীব...
18/07/2025

লালুর গল্প – নিঃশব্দ এক বিদায় 🐾

ওর নাম ছিল লালু।
রাস্তার বিড়াল…
জন্ম থেকে যুদ্ধ, ক্ষুধা, ভয় আর তাড়িয়ে দেওয়া
এই ছিলো ওর জীবন।
একদিন কেউ পোষ মানিয়ে ভালোবেসেছিলো লালুকে
তারপর? ফেলে দিয়েছে — একেবারে চুপচাপ।

তাই মানুষ দেখলেই ও পালিয়ে যেতো।
কিন্তু ক্ষুধা বড় নিষ্ঠুর।
একদিন লালু আমার সামনে দাঁড়ালো…নিঃশব্দে।
ভয়ে কাঁপছিলো তবুও বলছিলো "খুব খিদে পেয়েছে"

আমি ওকে খাওয়ালাম।
লালু একটু শান্তি পেয়েছিলো শুধু ৪ দিনের জন্য।

তারপর একদিন, চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথেই লালু চোঁখ বুজলো কিন্তু আর চোঁখ খুলেলো না।😿

লালু চলে গেছে কিন্তু রাস্তায় ওর মতো আরও হাজার হাজার প্রাণী রয়ে গেছে।
ওরা প্রতিদিন খাবারের জন্য কান্না করে কিন্তু সে কান্না আপনি শুনতে পাবেন না।
ওরা শুধু তাকিয়ে থাকে ভয়ে, লজ্জায়, ক্ষুধায়।

ওরা বাঁচেই বা ক'দিন।
ওদের আশ্রয় দিলে সন্তানের মতো করেই আগলে রাখুন, শখের বশে নিয়ে রাস্তায় ফেলে দিয়েন না।🙏
আপনার সন্তান কত বিরক্ত করে তাই বলে কি পথে ছেড়ে দেন!? ঠিকই তো সামলে নেন ওদেরও সেভাবেই সামলে রাখুন ফেলে দিয়েন না।🙏😿

এটা আমার সাহায্যের আবেদনও না।
শুধু বলছি —
যদি রাস্তার কোন বিড়াল-কুকুরকে দেখতে পান
একটু খাবার দিন একটু পানি দিন।

কারণ আমি জানি,
ক্ষুধার কান্না কতটা নীরব,কতটা কষ্টের।
মায়া অনেকেই করে কিন্তু পাশে খুব কম মানুষই থাকে।

কালেক্টেড_👆

"আমরা চাইলেই ওদের মুখে খাবার তুলে দিতে পারি একটু, আমরা চাইলেই ওদের পাশে থাকতে পারি।
একমুঠো ভালোবাসা একটু খাবার নিয়ে।

ডাস্টবিনে খাবার ফেলে দেয়ার আগে পথে পড়ে থাকা কুকুর বিড়ালের কথা একটু ভাবুন।
সাধ্য মতো চেষ্টা করুন ওদের সাহায্য করার।🙏

রেস্টুরেন্টে খেতে বসলে হাজার হাজার টাকা বিল করেন আবার বকশিস দেন ৫০০ টাকা কিন্তু ১০টাকার একটা রুটি কিনে দেয়ার মতো সাহস হয় না একটা অসহায় প্রানীর মুখে!?

ওদের প্রতি নিদয়া হবেন না দয়া করে।
ওরা খুবই অসহায় 😿
কত টাকা পয়সা কতদিকে খরচ করেন সেখান থেকে সামান্য ওদের পিছনে খরচ করলে খুব বেশি ক্ষতি হবে না, বরং সবকিছু আল্লাহর কাছে তোলা থাকবে।

সামনে এসে দাঁড়ালে তাড়িয়ে দিবেন না একটু খাবার দিয়েন ওদের।
সামান্য একটু খাবার পেলেই ওদের হয়ে যায়,ওদের চাহিদা আহামরি বেশি না।😿

_বাবু ডিনার করেছো- কথাটা বলার মতো কেউ নেই,   তাই আমি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি।__😹😼         ゚
17/07/2025

_বাবু ডিনার করেছো- কথাটা বলার মতো কেউ নেই,
তাই আমি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি।__😹😼

কিছু মূহুর্ত কিছু অনুভূতির ক্যাপশন হয় না 😻🤍
17/07/2025

কিছু মূহুর্ত কিছু অনুভূতির ক্যাপশন হয় না 😻🤍

আম্মু : বিয়ে করবি কবে  আমি নাতিনাতনির মুখ  দেখবো না!?😼আমি: এই যে নাও দেখো তোমার নাতির মুখ 😹😻
17/07/2025

আম্মু : বিয়ে করবি কবে আমি নাতিনাতনির
মুখ দেখবো না!?😼

আমি: এই যে নাও দেখো তোমার নাতির মুখ 😹😻

🗣️ :  ছেড়ে যাবে না তো? 🐕‍🦺😺: আমরা কি মানুষ নাকি।😻
16/07/2025

🗣️ : ছেড়ে যাবে না তো?

🐕‍🦺😺: আমরা কি মানুষ নাকি।😻

ছোটবেলায় এভাবে চুল বেঁধেছো কে কে??😺ওরে দেখে শৈশব মনে পড়ে গেলো। এভাবে চুল বেঁধে দিতো আম্মু😻   ゚
15/07/2025

ছোটবেলায় এভাবে চুল বেঁধেছো কে কে??😺
ওরে দেখে শৈশব মনে পড়ে গেলো।
এভাবে চুল বেঁধে দিতো আম্মু😻

কেনো জানি মনে হচ্ছে ভবিষ্যতে এটাই হবে আমার সাথে। 😹😸এখানে কে কে আমার মতো নিজেকে দেখতে পাচ্ছেন ?? 😒
14/07/2025

কেনো জানি মনে হচ্ছে ভবিষ্যতে এটাই হবে
আমার সাথে। 😹😸

এখানে কে কে আমার মতো নিজেকে দেখতে পাচ্ছেন ?? 😒

তারপরেও বলবা কি করছি তোমাদের জন্য 😼😼     ゚
14/07/2025

তারপরেও বলবা কি করছি তোমাদের জন্য 😼😼

জীবনসঙ্গী হতে হবে অবশ্যই পেট লাভার। বিশেষ করে বিড়াল প্রেমি। ❤️😻আমার ভবিষ্যৎ পরিকল্পনা।❤️
13/07/2025

জীবনসঙ্গী হতে হবে অবশ্যই পেট লাভার।
বিশেষ করে বিড়াল প্রেমি। ❤️😻

আমার ভবিষ্যৎ পরিকল্পনা।❤️

Address

Rajarbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিকু 'The Innocent' বিলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share