18/07/2025
লালুর গল্প – নিঃশব্দ এক বিদায় 🐾
ওর নাম ছিল লালু।
রাস্তার বিড়াল…
জন্ম থেকে যুদ্ধ, ক্ষুধা, ভয় আর তাড়িয়ে দেওয়া
এই ছিলো ওর জীবন।
একদিন কেউ পোষ মানিয়ে ভালোবেসেছিলো লালুকে
তারপর? ফেলে দিয়েছে — একেবারে চুপচাপ।
তাই মানুষ দেখলেই ও পালিয়ে যেতো।
কিন্তু ক্ষুধা বড় নিষ্ঠুর।
একদিন লালু আমার সামনে দাঁড়ালো…নিঃশব্দে।
ভয়ে কাঁপছিলো তবুও বলছিলো "খুব খিদে পেয়েছে"
আমি ওকে খাওয়ালাম।
লালু একটু শান্তি পেয়েছিলো শুধু ৪ দিনের জন্য।
তারপর একদিন, চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথেই লালু চোঁখ বুজলো কিন্তু আর চোঁখ খুলেলো না।😿
লালু চলে গেছে কিন্তু রাস্তায় ওর মতো আরও হাজার হাজার প্রাণী রয়ে গেছে।
ওরা প্রতিদিন খাবারের জন্য কান্না করে কিন্তু সে কান্না আপনি শুনতে পাবেন না।
ওরা শুধু তাকিয়ে থাকে ভয়ে, লজ্জায়, ক্ষুধায়।
ওরা বাঁচেই বা ক'দিন।
ওদের আশ্রয় দিলে সন্তানের মতো করেই আগলে রাখুন, শখের বশে নিয়ে রাস্তায় ফেলে দিয়েন না।🙏
আপনার সন্তান কত বিরক্ত করে তাই বলে কি পথে ছেড়ে দেন!? ঠিকই তো সামলে নেন ওদেরও সেভাবেই সামলে রাখুন ফেলে দিয়েন না।🙏😿
এটা আমার সাহায্যের আবেদনও না।
শুধু বলছি —
যদি রাস্তার কোন বিড়াল-কুকুরকে দেখতে পান
একটু খাবার দিন একটু পানি দিন।
কারণ আমি জানি,
ক্ষুধার কান্না কতটা নীরব,কতটা কষ্টের।
মায়া অনেকেই করে কিন্তু পাশে খুব কম মানুষই থাকে।
কালেক্টেড_👆
"আমরা চাইলেই ওদের মুখে খাবার তুলে দিতে পারি একটু, আমরা চাইলেই ওদের পাশে থাকতে পারি।
একমুঠো ভালোবাসা একটু খাবার নিয়ে।
ডাস্টবিনে খাবার ফেলে দেয়ার আগে পথে পড়ে থাকা কুকুর বিড়ালের কথা একটু ভাবুন।
সাধ্য মতো চেষ্টা করুন ওদের সাহায্য করার।🙏
রেস্টুরেন্টে খেতে বসলে হাজার হাজার টাকা বিল করেন আবার বকশিস দেন ৫০০ টাকা কিন্তু ১০টাকার একটা রুটি কিনে দেয়ার মতো সাহস হয় না একটা অসহায় প্রানীর মুখে!?
ওদের প্রতি নিদয়া হবেন না দয়া করে।
ওরা খুবই অসহায় 😿
কত টাকা পয়সা কতদিকে খরচ করেন সেখান থেকে সামান্য ওদের পিছনে খরচ করলে খুব বেশি ক্ষতি হবে না, বরং সবকিছু আল্লাহর কাছে তোলা থাকবে।
সামনে এসে দাঁড়ালে তাড়িয়ে দিবেন না একটু খাবার দিয়েন ওদের।
সামান্য একটু খাবার পেলেই ওদের হয়ে যায়,ওদের চাহিদা আহামরি বেশি না।😿