শিকু 'The Innocent' বিলাই

  • Home
  • শিকু 'The Innocent' বিলাই

শিকু 'The Innocent' বিলাই বিড়ালের মতো স্নেহ দিতে শিখুন'
যাতে ভালোবাসা শব্দ ছাড়াই প্রকাশ পায়_😻😽
(1)

08/10/2025

এদের শরীরে হাড্ডি নাই নাকি 😹🤣
゚ #শিকু

গভীর রাত আপনিও গভীর ঘুমে কিন্তু আপনার বাসার বিড়ালটার চোঁখে কোনো ঘুম নাই।হয়ত রাত ৪টা ২০ মিনিটে সে সজাগ হয়ে উঠলো। ভাব ভঙ্গ...
08/10/2025

গভীর রাত আপনিও গভীর ঘুমে কিন্তু আপনার বাসার বিড়ালটার চোঁখে কোনো ঘুম নাই।
হয়ত রাত ৪টা ২০ মিনিটে সে সজাগ হয়ে উঠলো।
ভাব ভঙ্গি দেখলে মনে হবে, যেনো যুদ্ধ করতে যাবে। লুকিয়ে থাকা শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে যেকোনো সময়! ঘুমন্ত আপনিও থাকতে পারেন সেই শত্রুর তালিকায়! 😹
ঘরের তেলাপোকা থেকে শুরু করে মেঝেতে পড়ে থাকা কোনো প্যাকেট, যেকোনো কিছু নিয়েই সে মেতে উঠতে পারে খেলাধুলায়। কিন্তু এই চঞ্চলতার হেতু কী?🤔

বিড়ালের এই গভীর রাতের ছোটাছুটিকে বিজ্ঞানের ভাষায় বলে Frenetic Random Activity Periods (FRAPs) সোজা ভাষায় যার নাম জুমিস (zoomies) বিড়াল গোত্রীয় প্রাণীরা মূলত শিকারী প্রাণী।
এরা দিনের বেশিরভাগ সময় আরাম করে কাটায়, আর গভীর রাত থেকে ভোর পর্যন্ত সক্রিয় হয়ে ওঠে শিকার করার জন্য। হাজার বছর ধরে মানুষের সংস্পর্শে থেকেও আদিম এই অভ্যাস তার জিনে রয়ে গেছে খুব ভালো করেই।
এ কারণেই দিনের অনেকটা সময় বিড়াল ঘুমিয়ে কাটায়, আর রাত গভীর হলেই নেমে পড়ে শিকারে।🙀

Cp✍️

ফোনটা চার্জে থাকে যত সময় তত সময়ই জীবন নিয়ে একটু সিরিয়াস হয়। 😂😹ওইটুকুই সময় পায় নিজেকে নিয়ে ভাবার জন্য। 😵‍💫☺️     ゚
08/10/2025

ফোনটা চার্জে থাকে যত সময় তত সময়ই জীবন নিয়ে একটু সিরিয়াস হয়। 😂😹
ওইটুকুই সময় পায় নিজেকে নিয়ে ভাবার জন্য। 😵‍💫☺️

07/10/2025

সাদাটার চেহারাটা দেখো 🥺😹🤣 ゚ #শিকু

বেঈমানের বেঈমান 😹😸🤣
06/10/2025

বেঈমানের বেঈমান 😹😸🤣

ক্যাপশন কি হতে পারে 😹😋
06/10/2025

ক্যাপশন কি হতে পারে 😹😋

05/10/2025

তেমন কিছু না, শুধু তাকাই ছিলাম আর কি এতেই দোষ হয়ে গেলো😹
অপরাধ যারই হোক কেলানি আমার ভাগেই পড়ে ☹️🤗 ゚ #শিকু

04/10/2025

সাদা বিলুটা 😹🙄 #শিকু ゚

বাগানের সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে উনি।🌸😻মাশাআল্লাহ আমার শিকু। 🫶 #শিকু
04/10/2025

বাগানের সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে উনি।🌸😻

মাশাআল্লাহ আমার শিকু। 🫶

#শিকু

ঘোড়ার মালিক নাই.🙂অসংখ্য লোক সওয়ারী হয়েছে তার। সাগরপাড়ে এর পিঠে চড়ে ছবিও তোলা হয়েছে বেসুমার,আর মালিকও বহু টাকা কামিয়েছে ত...
03/10/2025

ঘোড়ার মালিক নাই.🙂

অসংখ্য লোক সওয়ারী হয়েছে তার।
সাগরপাড়ে এর পিঠে চড়ে ছবিও তোলা হয়েছে বেসুমার,আর মালিকও বহু টাকা কামিয়েছে তার এই ঘোড়াটির সুস্থ সবল দিনে।

লাবনী পয়েন্টে ঝিনুকের মালা বিক্রি করা মেয়েটি নিঃসঙ্গ মালিকহীন ঘোড়াটি দেখে জানালো,

স্যার, এই ঘোড়া চাইলে আপনিও নিয়া যাইতে পারেন।

বিস্তারিত আলাপে জানলাম কক্সবাজারের সাগর পাড়ের এই ঘোড়াগুলো অসুস্থ হলে মালিকরা সেগুলো ছেড়ে দেন। সাগর পাড়েই ধুঁকে ধুঁকে এদের বাকি জীবন কাটে।
সাগর পাড়েই এরপর এক সময় মরণ ঘনায়।
সৈকতে প্রায়ই ঘোড়ার কঙ্কালেরও দেখা মেলে। 😓

সাগরপাড়ের ঘোড়া মানে শুধু উত্তাল স্রোতের মতো বহমানতার প্রতীক নয়, কখনো তা ঘনিয়ে আসার মৃত্যুরও প্রতীক।

কপি: 🙏

এটা শুধু একটা ছবি নয় এটা থেকে অনেক কিছু শেখার জানার আছে।
প্রয়োজন ফুরিয়ে গেলে শুধু মানুষ নয় পশুপাখিও অমূল্যহীন হয়ে যায়। কদর থাকে না,ভালোবাসা থাকে না যত্ন থাকে না।

যখন তাকে দিয়ে কাঁড়ি কাঁড়ি অর্থ আসতো তখন তার দাম ছিলো ভালোবাসা ছিলো হয়তো যত্নও ছিলো কিন্তু আজ সে দূর্বল তাকে দিয়ে আর অর্থ আসবে না তা মালিক জেনে গেছে ইতিমধ্যে।
তাই তো ফেলে দিলো কোন চিন্তা ভাবনা ছাড়াই।
একবার ভাবলো না তার কি হবে, কি খাবে কিভাবে বেঁচে থাকবে বাকি সময়টুকু।🥺

কার কাছে কেমন লাগে কথাটা আমি জানিনা জানতেও চাই না তবে আমি বলবো জগতের সবথেকে জঘন্য নিকৃষ্ট অকৃতজ্ঞ নিষ্ঠুর স্বার্থবাদি প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজেদের স্বার্থে টান পড়লে যা কিছু
করতে পারে।

ঘোড়াটার কষ্ট একবার চোঁখ বন্ধ করে অনুমান করুন তো কেমন লাগে।
ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো কতটা অসহায় লাগে নিজেকে।😔
আমি মনে করি নিঃস্বার্থ ভাবে ভালোবাসা শুধু পশুপাখিই দিতে জানে মানুষ নয়।🙏

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক,হেদায়েত দিক।

#শিকু

মমতার ভাষা পশুপাখিও বুঝে।😻🫶
03/10/2025

মমতার ভাষা পশুপাখিও বুঝে।😻🫶

03/10/2025

কি সুন্দর করে ঘুমিয়ে আছে আমার বাচ্চাটা মাশাআল্লাহ 🤍🫶 #শিকু ゚

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শিকু 'The Innocent' বিলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share