Somoy kharup

Somoy kharup Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Somoy kharup, Social Media Agency, Dhaka.

06/06/2024

ভাবির রুমের পাশদিয়ে যাচ্ছিলাম।হঠাৎ করে ভাবি ডাক দিলো।

ভাবির রুমে গিয়ে বললাম,
– “ জ্বি ভাবি বলেন? ”

ভাবি বললো,
– “ আমার একটা ফেসবুক আইডি খুলতে হবে।তোর ভাই ফেসবুক বুঝেনা।তুই কি ফেসবুক আইডি খুলতে পারিস? ”

আমি বললাম,
– “ জ্বি ভাবি, পারি। ”

ভাবি আমার হাতে ফোন দিয়ে ফেসবুক আইডি খুলে দিতে বললো। আমি তার ফোন দিয়ে আইডি খুলছিলাম, হঠাৎ করে মাথার মধ্যে শয়তানি বুদ্ধি ভর করলো।

আমি বললাম,
– “ ভাবি, রেফারেন্স ছাড়া আইডি খুলা যাবে না। ”

ভাবি আমার মুখের দিকে তাকিয়ে বললো,
– “ রেফারেন্স আবার কি? ”

আমি বললাম,
– “ রেফারেন্স হলো, পরিচিত কারো আইডির নাম দিতে হবে। যাতে আপনি কোন অপকর্ম করলে, আপনাকে সহজে খুঁজে পায়। ”

ভাবি বললো,
– “ আমি অতসব বুঝিনা, যেটা ভালো হয় কর। ”

আমি বললাম,
– “ ঠিক আছে, আমার রেফারেন্স দিয়ে দিলাম,পরে কোন অঘটন ঘটাইয়েন না, তাহলে আমি বিপদে পড়বো। ”

ভাবির আইডির নাম দিলাম, – ❝ সুবোধের ভাবি ❞

ভাবিকে বোকা বানিয়ে, আমার নাম দিয়ে আইডি খুলে দিলাম।মনে মনে পৈশাচিক হাসি দিলাম। নিজের নামটা প্রচার হোক, মনে মনে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব লাগছিলো।আমি ছাড়া বাড়িতে মোবাইল সম্পর্কে তেমন বুঝতনা কেউ।

একদিন বাবা বললো, - ‘ফেসবুক আইডি খুলে দিতে।’বাবাকেও ভাবির মতো বুঝ দিয়ে, বোকা বানিয়ে আইডি খুলে দিলাম।বাবার আইডির নাম, – ❝ সুবোধের বাবা ❞

বাবা ফেসবুকে ফানি ভিডিও দেখে, আর খিল খিল করে হাসে।বাবার হাসিতে মা প্রচন্ড বিরক্ত। মা আমাকে বললো, – “ তোর বাবাকে কি যেন খুলে দিছিস ফেসবুক নাকি কি যেন কয়, সেগুলো আমাকেও একটা খুলে দে। ”

মাকেও আমার নাম দিয়ে আইডি খুলে দিলাম।মায়ের আইডির নাম, – ❝ সুবোধের মা ❞

বাবার মতো মা'ও এখন ফেসবুকে ফানি ভিডিও দেখে আর হাসে।বাড়ির সবার আইডিই আমার নাম দিয়ে খোলা।

বেশকিছুদিন কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বাবা ফোন করে বাড়ি আসতে বললো।

বাড়িতে গিয়েই দেখি, বাড়ির সবাই নিরব হয়ে থম ধরে আছে। কেউ কোন কথা বলছেনা। মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলো। বিষয়টা কি বুঝতে পারছি না।

বাবা আমাকে দেখে বললো,
– “ ছিঃ ছিঃ, তুই এমন কাজ করবি ভাবতেই পারিনাই।মান সম্মান সব শেষ করে দিলি।লোকের সামনে মুখ দেখাবো কি করে। ছিঃ ছিঃ ”

ঘটনা কি বুঝতে পারছি না।সবাই কি তাহলে জেনে গেছে যে, তাদের বোকা বানিয়ে আমার নাম প্রচার করার জন্য, আমার নাম দিয়ে তাদের আইডি খুলে দিছি।

আমি মিন মিন করে বললাম,
– “ বাবা, ফেসবুক আ

"ঘুম থেকে উঠে হাত মুখ ধুঁয়ে মাকে বললাম, " মা..ভাত দাও।"মা মাথা নিচু করে অপরাধীর ন্যায় বললো, " বাপরে..ঘরেতো চাউল নাই। "আম...
21/04/2024

"ঘুম থেকে উঠে হাত মুখ ধুঁয়ে মাকে বললাম, " মা..ভাত দাও।
"মা মাথা নিচু করে অপরাধীর ন্যায় বললো, " বাপরে..ঘরেতো চাউল নাই।
"আমি মায়ের মন খারাপ দেখে জোরপূর্বক হেসে বললাম,
" সমস্যা নেই মা...বাইরে থেকে চা বিস্কুট খেয়ে নিবো। আর আমি কাউকে দিয়ে চাল পাঠিয়ে দিচ্ছি।
"বাড়ীর বড় ছেলে। তিন বোন আর আরেকটা ছোট ভাই আছে। কোনোরকম সারাদিন গ্যারেজে কাজ করে আর বিকেলে দু -তিনটা টিউশনি করে সংসার চালায়। বাবা আমার ছোট ভাই যখন দেড় বছরের তখন স্ট্রো/ক করে মা/রা যান। হাঁটতে হাঁটতে এইসব ভাবতেই বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ।
" চাচা ২ কেজি চাল দাওতো"
"দোকানদার চাচাকে কথাটি বলতেই ওনি দেখেও না দেখার মতো অন্য কাস্টমারদেরকে এইটা সেইটা দিচ্ছেন। আমি আবার বললাম,
" চাচা...
" চাচা সাথে সাথে ক্ষেপে উঠে বললেন,
"বাকি টেহাগুলো আগে দেও এরপরে চাইল দিমু। ৩০০০ টাকার মতো বাকি হইয়া গেছে ওই টেহা না দেওয়া অব্দি কিছু দিবার পারুম না। আঁড়চোখে তাকিয়ে দেখলাম দোকানের সবগুলো মানুষ আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। কান্না পাওয়ার কথা কিন্তু পাচ্ছেনা। ছেলে মানুষের কাঁদলে কি আর চলে! ওইদিন দোকানদারের পা ধরে ভাই বোনকে খাওয়ানোর জন্য চাল এনেছিলাম। আর আজ! আজ আমার ভাইয়ের প্রতিষ্ঠিত, বোনেরা বিবাহিত। একটা বারো এই প'ঙ্গু ভাইটার খোঁজ নেয়না। হারিয়ে ফেলেছিলাম একটা পা এ'ক্সি'ডে'ন্টে। নিজের ছোট ছোট দুইটা ছেলে মেয়ের চেহারা দেখে আফসোস হয়, কেনো যো আগে স্বার্থপর হতে পারেনি। তাহলে আজ হয়তো আমার স্ত্রী আর সন্তান দুটো না তিন বেলা পান্তা নুন খেয়ে থাকতে হতোনা।
সমাপ্ত"
অনুগল্প _স্বার্থপর

Shanto.
সময় না থাকার কারনে বড়ো করতে পারি নি।❤️❤️
জিবন কাহিনি। বাস্তবতা😭😭

19/04/2024

পৃথিবীতে আমরাই সেই শিক্ষিত জাতি যারা কি না।১০০০ টাকা চুরি করা চুরকে বিভিন্ন ভাবে নিযাতন করি।১০০কোটি টাকা চুরি করা চুরকে স্যার বলে ডাকি
👉👉👉মুরতুযা❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoy kharup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share