The Times of Bangladesh

The Times of Bangladesh 'The Times of Bangladesh' is a leading News & Media website in Bangladesh. We 'The Times of Bangladesh' are here to serve you the true news about everything.

We are a trustable corner in Bangladesh with trustable news. From Education, Sports, Economy, Politics, Country, State To world- We are here to provide you the most authentic news to your door. So you can trust us to be the first to get all the news. Not only the news, we are here with a lot more for you. Enlite yourself and also get every update about media and keep some entertainment on your pl

ate. We are here with any kind of news to upgrade yourself. So that, you won't miss anything about what is happening around you anymore. Get all the updates and be prepared for anything or keep entertaining yourself with The Times of Bangladesh. Wherefor, We believe you have the right to know the authentic news about times we are living. To know more about us or get the regular updates, follow our page.

23/02/2024

নেত্রকোনার কেন্দুয়া সাহিত্যের উর্বর ভূমি : মুহম্মদ জাফর ইকবাল

#মুহম্মদজাফরইকবাল


#কবিআয়েশউদ্দিনভুঁইয়া
#পথেরবাঁকেবাঁকেপদচিহ্নআঁকাথাকে
#মোড়কউন্মোচন

20/02/2024

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
#একুশেফেব্রুয়ারি #বাংলা #বাংলাভাষা #বাংলাদেশ

ভালো থাকো বাংলা।
20/02/2024

ভালো থাকো বাংলা।

https://youtu.be/pBADFA7iXOE?si=0MzNBXSWj7f9Nrk3
13/02/2024

https://youtu.be/pBADFA7iXOE?si=0MzNBXSWj7f9Nrk3

সংরক্ষিত আসনের জন্য সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত আওয়ামী লীগের আগামীকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এই প্রথম অ.....

অনেকে হয়তো জানেন না ১৪ ফেব্রুয়ারি শুধুমাত্র ভালোবাসা দিবস কিংবা পহেলা বসন্ত নয়।এদিনটিকে International Book Giving Day হি...
12/02/2024

অনেকে হয়তো জানেন না ১৪ ফেব্রুয়ারি শুধুমাত্র ভালোবাসা দিবস কিংবা পহেলা বসন্ত নয়।

এদিনটিকে International Book Giving Day হিসেবেও বিবেচনা করা হয় প্রায় ৪৪ দেশে!

অর্থাৎ আপনি প্রিয় মানুষজনকে বই দিবেন, আবার তারাও আপনাকে বই দিবে! বিশেষত বাচ্চাদেরকে বই উপহার দেয়ার আইডিয়া থেকে এই দিবসটি তৈরি করা হয়।

চাইলে আমরাও এর অংশ হতে পারি। ভালোবাসা ছড়িয়ে দেয়ার পাশাপাশি ছড়িয়ে দিতে পারি বইও!

‘শরীফার গল্প’ পর্যালোচনায় ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটিপাঁচ সদস্যের এই কমিটিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ...
24/01/2024

‘শরীফার গল্প’ পর্যালোচনায় ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

পাঁচ সদস্যের এই কমিটিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশীদকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।

23/01/2024

শীতে গ্রাম বাংলার অপরুপা, রয়ে গেছে পূরণো সেই সেচ পদ্ধতি || The Times of Bangladesh
#কৃষক #কৃষিপ্রযুক্তি #পানিসেচ

শীতে গ্রাম বাংলার অপরুপা, রয়ে গেছে পূরণো সেই সেচ পদ্ধতি || The Times of Bangladesh
23/01/2024

শীতে গ্রাম বাংলার অপরুপা, রয়ে গেছে পূরণো সেই সেচ পদ্ধতি || The Times of Bangladesh

শীতে গ্রাম বাংলার অপরুপা, রয়ে গেছে পূরণো সেই সেচ পদ্ধতি || The Times of Bangladesh গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে...

উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী থাকছে না প্রথম ধাপে আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বা...
22/01/2024

উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী থাকছে না

প্রথম ধাপে আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে জরুরি সভায় নতুন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (২২ জানুয়ারি) দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে জরুরি সভা করেছে দলটি।

সভা শেষে এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

দ্বাদশ সংসদের নারী এমপি বিষয়ে তিনি বলেন, শিডিউল ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫ টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৩টি স্বর্ণপদক, ৬টি রৌপ...
21/01/2024

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫ টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৩টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

গত ১৬ থেকে ১৯ জানুয়ারি গ্রিসের এথেন্সে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।

বাংলাদেশ দলের পক্ষে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেছে রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ্ রহমান, প্রপা হালদার ও মার্জিয়া আফিফা পৃথিবী, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।

পাশাপাশি এই প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে টিম পাই দলের মাহরুজ মোহাম্মদ আয়মান,ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, টিম পাই দলের সদস্য মাহরুজ মোহাম্মদ, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে জিরোথ দলের মিসবাহ উদ্দিন ইনান ও সাদিয়া আক্তার স্বর্ণা, অ্যাফিসিয়েনাদোস দলের মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মাশকুর মালিক মোস্তফা, এআই অটোনমাস ড্রাইভিং সিনিয়র গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী।

বাংলাদেশ দলের পক্ষে ব্রোঞ্জপদক অর্জন করেছে ক্রিয়েটিভ আইডিয়া জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান, এক্সফ্যানাটিক দলের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী ও ফাতিন আল হাবীব নাফিস,রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে টেক অটোক্র্যাটস দলের আন নাফিউ, নামিয়া রউজাত নুবালা ও রুবাইয়্যাত এইচ রহমান।

এছাড়াও বাংলাদেশ দলের পক্ষে টেকনিক্যাল পদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে অটোমেশন৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।

এথেন্স থেকে বাংলাদেশ দলের দলনেতা ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল জানান, “বাংলাদেশের ছেলেমেয়েরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোবটিক্সে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এ শিক্ষার্থীদের উপযোগী একটি আধুনিক রোবটিক্স ল্যাব দেশে স্থাপন সম্ভব হলে আমাদের বাচ্চারা রোবটিক্স প্রযুক্তিতে আরো বেশি দক্ষ হবে।” এথেন্সে ১৬ সদস্যের বাংলাদেশ দলের সাথে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ দলের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রধান রোবোটিকস কোচ মিশাল ইসলাম।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক সকল বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এর আগে ১৩-১৭ সেপ্টেম্বর, ২০২৩ ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব ও ২৯-৩০ সেপ্টেম্বর, ২০২৩ ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনের আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

রুপগঞ্জে স্বতন্ত্রের পক্ষে কাজ করায় হা*মলা। জ্বালিয়ে দেয়া হল ইউনিয়ন পরিষদ The Times of
16/01/2024

রুপগঞ্জে স্বতন্ত্রের পক্ষে কাজ করায় হা*মলা। জ্বালিয়ে দেয়া হল ইউনিয়ন পরিষদ The Times of

রুপগঞ্জে স্বতন্ত্রের পক্ষে কাজ করায় হা*মলা। জ্বালিয়ে দেয়া হল ইউনিয়ন পরিষদ The Times of Bangladesh ...

16/01/2024

ইরাকে মোসাদের গোপন দপ্তরে ইরানের হামলা

পোষ্ট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। ইরানের এই এলিট ফোর্স সিরিয়ায় আইএস’র বিরুদ্ধেও হামলা চালিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে বলেছে, ‘জায়োনিস্টদের সাম্প্রতিক নৃশংসতার প্রতিক্রিয়ায়, বিপ্লবী গার্ডস ও অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের কমান্ডারদের হত্যার কারণে… ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।’

রয়টার্স স্বাধীনভাবে ইরানের সংবাদ সংস্থার প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স।

ইসরায়েল গত মাসে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডসের তিন কর্মকর্তাকে হত্যা করেছিল। যার মধ্যে একজন সিনিয়র কমান্ডারও ছিলেন, যিনি সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় সেসময় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান।

বিপ্লবী গার্ডসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করছি, শহিদদের রক্তের শেষ বিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত গার্ডসদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে।’

মার্কিন কনস্যুলেটের কাছে একটি আবাসিক এলাকায় কুর্দিস্তানের রাজধানী ইরবিলের উত্তর-পূর্বে হামলার পাশাপাশি সিরিয়াতেও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বিপ্লবী গার্ডস বলেছে, সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে তারা এসব হামরা চালিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে দুটি বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস। ওই বিস্ফোরণে প্রায় ১০০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরবিলের কাছে ইরানের হামলার নিন্দা করেছে। তারা এ ঘটনাকে ইরানের ‘বেপরোয়া’ কাজ বলে অভিহিত করেছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, হামলায় মার্কিন কোনও স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি ও হতাহতের ঘটনা ঘটেনি।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ক্ষেপণাস্ত্রগুলো ট্র্যাক করেছি, যেগুলো উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় আঘাত হেনেছিল। কোনও মার্কিন কর্মী বা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।’

অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘আমরা পরিস্থিতির মূল্যায়ন চালিয়ে যাচ্ছি। তবে প্রাথমিক ইঙ্গিত হলো, এটি একটি বেপরোয়া ও ভুল হামলা ছিল।’

তিনি আর বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে।’

ইরাকি কুর্দি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি ইরবিলে হামলাকে ‘কুর্দি জনগণের বিরুদ্ধে অপরাধ’ বলে নিন্দা করেছেন।

ইরবিলে ইরানের হামলায় অন্তত চারজন বেসামরিক মানুষ নিহত ও ছয়জন আহত হয়েছে। কুর্দিস্তান সরকারের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, হামলাটিকে একটি ‘অপরাধ’।

ইরাকি নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় নিহতদের তালিকায় কোটিপতি কুর্দি ব্যবসায়ী পেশরাউ দিজাই ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তাদের বাড়িতে একটি রকেট বিধ্বস্ত হলে তারা নিহত হোন।

নিরাপত্তা সূত্র আরও জানায়, ইরানের একটি ক্ষেপণাস্ত্র কুর্দি একজন গোয়েন্দা কর্মকর্তার বাড়িতে ও আরেকটি ক্ষেপণাস্ত্র কুর্দি গোয়েন্দা কার্যালয়ে এসে পড়েছিল। ইরাবিল বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ছিল।

ইরান এর আগেও বেশ কয়েকবার ইরাকের কুর্দি অঞ্চলে হামলা চালিয়েছে। দেশটির দাবি, ওই এলাকা ইরানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাশাপাশি চিরশত্রু ইসরায়েলের এজেন্টদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when The Times of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Times of Bangladesh:

Share

THE TIMES OF BANGLADESH

দ্যা টাইমস অফ বাংলাদেশ... (WWW.THETIMESOFBD.COM)

বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই আমাদের লক্ষ । দ্যা টাইমস অফ বাংলাদেশ ১ মার্চ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ।