Kamrul Hasan Sagor

Kamrul Hasan Sagor "think before you act."

18/11/2025

আফসোস, শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামালের জীবন একটাই। ওদের যে অপরাধের ফিরিস্তি, সেটা মানব সভ্যতার ইতিহাসের পাতাতেই বিরল। বিশেষ করে শেখ হাসিনার সাথে তুলনীয় কোন ক্রিমিনাল নারী, ইতিহাসে খুঁজে পাইনি।

ওদেরকে একবার মৃত্যুদন্ড দেয়া অনেক লঘু শাস্তি। এই দুইজন যে অপরাধ করেছেন, তা ন্যুনতম ৫০ বার ফাঁসি দেয়ার জন্য যথেষ্ট।

শেখ হাসিনা আর কামাল শুধু হাজার হাজার মানুষকে হত্যা-গুমই করেননি, শুধু পুরো দেশের অর্থনীতি ধ্বংস আর লুটই করেননি সাথে পুরো দেশটাকে ভারতের কাছে বিক্রি করেছেন ১৬ বছর ক্ষমতায় থাকার জন্য৷

মন্ত্রণালয়, আইন আর বিচার বিভাগসহ পুরো দেশের সব সিস্টেম আর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। নির্বাচন কমিশন, পিএসসি আর দুদকের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। শিক্ষাখাতের বারোটা বাজিয়েছেন।

সব ধ্বংস করে আশ্রয় নিয়েছেন ভারত মাতার কোলে। সম্ভবত নাগরিকত্বও আছে ভারতের৷ এই খুনী, রাষ্ট্রদ্রোহী আর লুটেরাদেরকে বিচারের আওতায় এনে ১ম বার মৃত্যুদন্ড দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর তাজুল ইসলামসহ সব রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অসংখ্য ধন্যবাদ।

অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য ব্যর্থতার মাঝেও এই রায় একটা বড় সফলতা হিসেবে গণ্য হবে।

এখন অন্তত নিশ্চিত থাকতে পারেন, আপা আর ফিরবে না তাকে ধরে বেঁধে এনেই লটকাতে হবে!

Atique UA Khan sir

04/08/2025

Domestic flight from China Kunming to China naning.
are seafarers 🥰🌊

টেস্টে খেলে ওয়ানডে ম্যাচ,,,ওয়ানডে তে খেলে টি-টোয়েন্টি ম্যাচ,,,,টি-টোয়েন্টি তে খেলে টেস্ট ম্যাচ,,,,অসাধারণ কম্বিনেশন😃।।।ও...
10/07/2025

টেস্টে খেলে ওয়ানডে ম্যাচ,,,ওয়ানডে তে খেলে টি-টোয়েন্টি ম্যাচ,,,,টি-টোয়েন্টি তে খেলে টেস্ট ম্যাচ,,,,অসাধারণ কম্বিনেশন😃।।।ওদের জ্বালায় দুধ দিয়ে গোসল করে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিতে হবে🥸।।।উনারা ভুলে এদেরকে টাইগার লিখছে মনে হয়।।। কয়েকদিন পর এদের সাথে কেনিয়াও খেলতে অস্বীকৃতি জানাবে😥।।।

অসাধারণ স্থাপত্য শিল্প 😃🥰।।।
08/07/2025

অসাধারণ স্থাপত্য শিল্প 😃🥰।।।

16/06/2025

জীবন থেকে হারিয়ে গেছে শৈশবের সেই দিনগুলো😥।।।এখনো মনের অজান্তে নিজেকে তাদের মাঝে খুঁজে ফিরি।।।
ধন্যবাদ বন্ধু সফিক মন্ডল এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য।।। তোর ধারাভাষ্যটা কিন্তু অসাধারণ ছিল 😀।।।

সবসময় চোখের দেখা সঠিক হয় না!!!এদের তিনজনকে চাইনিজ কুংফু মাস্টার মনে হলেও,,,এরা আসলে অপেশাদার ফুটবলার।।।
13/06/2025

সবসময় চোখের দেখা সঠিক হয় না!!!
এদের তিনজনকে চাইনিজ কুংফু মাস্টার মনে হলেও,,,
এরা আসলে অপেশাদার ফুটবলার।।।

"এক বাবার রাজ্যের মহারাজা তুমি❤️"
16/06/2024

"এক বাবার রাজ্যের মহারাজা তুমি❤️"

Address

GOALANDA
Rajbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share