18/11/2025
আফসোস, শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামালের জীবন একটাই। ওদের যে অপরাধের ফিরিস্তি, সেটা মানব সভ্যতার ইতিহাসের পাতাতেই বিরল। বিশেষ করে শেখ হাসিনার সাথে তুলনীয় কোন ক্রিমিনাল নারী, ইতিহাসে খুঁজে পাইনি।
ওদেরকে একবার মৃত্যুদন্ড দেয়া অনেক লঘু শাস্তি। এই দুইজন যে অপরাধ করেছেন, তা ন্যুনতম ৫০ বার ফাঁসি দেয়ার জন্য যথেষ্ট।
শেখ হাসিনা আর কামাল শুধু হাজার হাজার মানুষকে হত্যা-গুমই করেননি, শুধু পুরো দেশের অর্থনীতি ধ্বংস আর লুটই করেননি সাথে পুরো দেশটাকে ভারতের কাছে বিক্রি করেছেন ১৬ বছর ক্ষমতায় থাকার জন্য৷
মন্ত্রণালয়, আইন আর বিচার বিভাগসহ পুরো দেশের সব সিস্টেম আর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। নির্বাচন কমিশন, পিএসসি আর দুদকের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। শিক্ষাখাতের বারোটা বাজিয়েছেন।
সব ধ্বংস করে আশ্রয় নিয়েছেন ভারত মাতার কোলে। সম্ভবত নাগরিকত্বও আছে ভারতের৷ এই খুনী, রাষ্ট্রদ্রোহী আর লুটেরাদেরকে বিচারের আওতায় এনে ১ম বার মৃত্যুদন্ড দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর তাজুল ইসলামসহ সব রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অসংখ্য ধন্যবাদ।
অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য ব্যর্থতার মাঝেও এই রায় একটা বড় সফলতা হিসেবে গণ্য হবে।
এখন অন্তত নিশ্চিত থাকতে পারেন, আপা আর ফিরবে না তাকে ধরে বেঁধে এনেই লটকাতে হবে!
Atique UA Khan sir