23/03/2024
মা হিসেবে একটা ছোট্ট রিকোয়েস্ট করি?
কোথাও কোনো ছোটো বাচ্চাকাচ্চা দেখলে বা বাচ্চাকাচ্চার ব্যাপারে কমপ্লিমেন্ট দিতে চাইলে প্লিজ সাথে "মাশাল্লাহ" অথবা "আল্লাহুম্মা বারিক লাহা/লাহু" বলবেন।
বিশ্বাস করেন,
ঠিক যেদিন যেদিন বাবুকে নিয়ে কেউ বলছে - "ছেলেতো একদম ঠান্ডা, সবার কোলে যায়, কাউকে জ্বা!লায় না, কান্নাকাটি করে না।"....
সেই রাতগুলোতে আমাদের ঘরের কারও আর ঘুম হয় নাই! শত দোয়াতেও কাজ হতে চায় না।
একটা মাসুম বাচ্চাকে কষ্ট পেতে দেখা যে কি পরিমাণ কষ্টের, এটা শুধু বাবা-মা হলেই বুঝা যায়।
Cp