21/08/2024
👉যদি কেউ প্রশ্ন করে, ৯০ দশক থেকে এখন পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রে মার্জিত, ভদ্র, নম্র নায়িকা কে?
তাহলে আমি নির্দ্বিধায় বলবো আমাদের স্বপ্নকন্যা, আমাদের স্বপ্নচারিণী, আমাদের স্বপ্নের নায়িকা, আমাদের প্রিয়তমা প্রিয় শাবনূর✳️
➡️সিনিয়র বলেন, জুনিয়র বলেন কোন অভিনেত্রীকে অসম্মান ও ছোট করে কথা বলতে ওনাকে কখনও শুনিনি। কোন রাজনৈতিক কর্মকান্ডে তিনি নিজেকে জড়িয়েছেন এমন খবর কোথায়ও দেখতে পাইনি। ♥️
➡️উপস্থাপক/উপস্থাপিকা যখনই প্রিয় শাবনূরকে অন্য কোন নায়ক/নায়িকার সম্পর্কে ওনার কাছে থেকে জানতে চেয়েছেন তখনও তিনি মার্জিত ভাবে তাদের সম্পর্কে খুব সুন্দর করে তাদের বিষয়ে বলেছেন।♥️
➡️ওনার হাত ধরেই কত নায়ক তাদের ক্যারিয়ারে সফলতা পেয়েছে ও চলচ্চিত্র অঙ্গনে জায়গা পাকাপোক্ত করতে পেরেছে। তবুও তিনি সেই ক্রেডিট নিজে নিতে চান নি বরং তিনি সব সময় বলেছেন তাদের যোগ্যতা আছে বলেই তারা সফল হয়েছে।
প্রিয় শাবনূর তিনি যে এত বড় নায়িকা (অভিনেত্রী), কখনও ওনার কথাবার্তায় কিঞ্চিৎ পরিমান অ্যাগ্রেসিভ, অ্যারোগ্যান্ট, মারকুটে, ঝগড়াটে স্বভাব ফুটে ওঠে নি।♥️
➡️সিনিয়র জুনিয়র অভিনেত্রীদের সম্পর্কে তিনি যখন কোন কথা বলেন তখন ওনার অভিব্যক্তি, বাচনভঙ্গি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাই। সবাইকে কত সম্মান দিয়ে তিনি কথা বলেন♥️
➡️ওনার বিভিন্ন সময়ের বিভিন্ন সাক্ষাতকার দেখলেই বোঝা যায় তিনি কত অমায়িক ও বড় মনের মানুষ
এই তো সেদিন কিংবদন্তী কন্ঠ শিল্পী কনকচাঁপা ম্যাম অষ্ট্রেলিয়ায় সিডনিতে গিয়েছিলেন ওনার প্রোগ্রামের জন্য। ♥️
➡️ওনার ইচ্ছে থাকা স্বত্বেও প্রিয় শাবনূরের সাথে দেখা করতে যেতে পারছিলেন না হাতে সময় নেই বলে। তাই বলে কি মহানায়িকার সাথে দেখা হবে না
নিশ্চয় হবে, কারন নামটা যে শাবনূর
প্রিয় শাবনূর নিজেই কনকচাঁপা ম্যামের দেবরের বাসায় গিয়েছেন ম্যামের সাথে দেখা করার জন্য।♥️
➡️সিনিয়র অভিনেত্রীদের প্রতি ওনার যে সম্মান দেখেছি ও জুনিয়রদের প্রতি ওনার যে ভালবাসা দেখেছি তাতে হলফ করে বলতেই পারি আমাদের একজন শাবনূর ছিলেন, আছেন যাকে আমরা মহারাণী বলতেই পারি👸 কেননা ওনার মত অমায়িক, মার্জিত, ভদ্র, নম্র নায়িকা ঢাকাই চলচ্চিত্রে আর একটাও নেই।♥️
প্রিয় শাবনূর যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে আনন্দে বাঁচুন❤️
👉 পোস্টটি শেয়ার করে সকল শাবনুর ভক্তদের দেখার সুযোগ করে দিন। ♥️♥️♥️