MH Zihad

MH Zihad Hlw, my name is Zihad. I am a freelancer

02/03/2024

শেখ রাসেল মিনি স্টেডিয়াম
বালিয়াকান্দি,,, রাজবাড়ী

band

03/08/2023

ইনশাআল্লাহ সামনের মাসের যাচ্ছি
Cox’s Bazar.
আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং কাজ করার পাশাপাশি একটা ট্যুর পেয়েছি।

☑️☑️ফ্রিল্যান্সিং হতে পারে ক্যারিয়ার গড়ার প্রথম পদক্ষেপ‼️ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ।...
01/08/2023

☑️☑️ফ্রিল্যান্সিং হতে পারে ক্যারিয়ার গড়ার প্রথম পদক্ষেপ

‼️ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে । সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?

এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।

তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার।

⭕ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কি ?

মুক্তপেশা মানে হল, ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমে আপনাকে যে কাজ দিবে, আপনি সে কাজে চুক্তিবদ্ধ হবেন, নিজের দক্ষতা দিয়ে কাজটা করবেন, আর সেটা অনলাইনের মাধ্যমেই ক্লায়েন্টকে ডেলিভার করবেন। আর ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমেই আপনাকে পেমেন্ট করবে। কাজ মূলত আপনার দক্ষতা দিয়েই করবেন, শুধু মাধ্যমটা হবে অনলাইন।

⭕ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ?

পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র কিংবা প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মূলত এই বেকারত্ব সমস্যার সৃষ্টি। এমন হাজারো স্নাতক বেকার রয়েছে যাদের স্কিল ভিত্তিক দক্ষতা না থাকায় চাকরি হচ্ছে না। কাজেই ফ্রিল্যান্সিং করে আপনি ছাত্রজীবনেই আপনার স্কিল ভিত্তিক দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ার পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন। ধরে নিন, আপনার আইটি বিষয়ে আগ্রহ রয়েছে কিংবা ওয়েব নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ওয়েব অথবা আইটি বিষয়ক কোর্স করে নিজেকে ক্যারিয়ার জগতের এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কেননা, মুক্তপেশা কোর্স শুধু আপনাকে টাকা উপার্জনের কৌশলই শেখাবে না। আপনাকে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে যথেষ্ট অভিজ্ঞ করে তুলবে। আপনার জ্ঞানের সীমাকে প্রসারিত করবে। আপনার কমিউনিকেশন স্কিল, আইটি নলেজ, ওয়েব মার্কেটিং, মার্কেটিং স্ট্রাটেজি, রাইটি

✅আমি কেন ফ্রিল্যান্সিং করি-১.এটি একটি মুক্ত পেশা।২.এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।৩.এই কাজের জন্য আমার উপর কতৃত্ত...
01/08/2023

✅আমি কেন ফ্রিল্যান্সিং করি-

১.এটি একটি মুক্ত পেশা।
২.এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।
৩.এই কাজের জন্য আমার উপর কতৃত্ত সৃষ্টি করার মতো কেউ থাকবেনা। আমি নিজেই আমার বস হিসেবে কাজ করতে পারব।
৪.আমার সুবিধা মতো সময়ে কাজ করে ইনকাম করতে পারব।
৫.এই কাজের মাধ্যমে নিজেকে একজন দক্ষতাসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো।

আপনিও চাইলে করতে পারেন,,,,

বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ফ্রিলান্সার ড্যান লক😱তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদ...
01/08/2023

বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ফ্রিলান্সার ড্যান লক😱

তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায়
(৮ ০৮,০০,০০,০০০ টাকা)💸💵😱

হংকং এর এই ড্যান লক আজ সকল ফ্রিল্যান্সারদের
আইডল ✊ ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে আজ তিনি বিশ্বের অন্যতম একজন সফল উদ্যোক্তা।🤗

ধৈর্য ধরে কাজ করুন ইনশাআল্লাহ আপনারও সফলতা আসবে🌺🤲


Address

Baliakandi
Rajbari
7730

Alerts

Be the first to know and let us send you an email when MH Zihad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Zihad:

Share