24/05/2024
بسم الله الرَّحْن الرحيم
সদ্য দাখিল পাশ করা শিক্ষার্থীদের প্রতি রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপাল জনাব bodrul Hussein মহোয়ের পক্ষ থেকে পরামর্শ:
প্রিয় সন্তানেরা আমার:
# এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে চোখ বন্ধ করে আলিমে ভর্তি হয়ে যাও। আলিম ১ম ও ২য় বর্ষ মিলে ক্লাসে সময় পাবে মাত্র দেড় বছরের মতো। অথচ এ অল্প সময়ের প্রস্তুতির উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ।
# তুমি যদি মাদ্রাসা ছেড়ে দিয়ে কলেজে ভর্তি হও, তাহলে সেখানকার নতুন পরিবেশ ও আবহ বুঝতে-বুঝতেই অনেকটা সময় চলে যাবে। উপরন্তু ওখানকার মেধাবীদের সাথে দৌড়ে সমানতালে এগুতে গিয়ে হয়রানও হয়ে যেতে পারো। এতে করে নিজের ভিতর হীনমন্যতা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর মাদ্রাসায় ভর্তি হলে পূর্ব পরিচিত পথে দুর্বার গতিতে এগুতে পারবে। কম কষ্টে আলিমে ভালো ফলাফল করা সহজ হবে। আলিম ক্লাসে জেনারেল সাবজেক্ট এর পাশাপাশি অর্থ সহ সংক্ষিপ্ত তাফসির, মিশকাতুল মাসবীহর কিতাবুল ঈমান, ইলম, তাহারাত ও সালাত সহ বিভিন্ন বিষয়ে ১২শ- এর মত হাদীছ পড়ার সুযোগ পাবে। সাথে আরবী, ফিকহ, উসূলে ফিকহ, ইসলামের ইতিহাস, বালাগাত মানতিক সহ আরো বিভিন্ন বিষয় তো আছেই। কলেজে গেলে এগুলো কিন্তু পুরোই মিস।
# আচ্ছা, মাদ্রাসা যেকে আলিম পাশ করার পর যদি মদীনা বিশ্ববিদ্যালয়, মক্কা উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয়, জামিয়াতুল ইমাম, আল-আজহার বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, তুরস্ক মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্বসেরা ইসলামি স্কলার হওয়ার সুযোগ থাকে, তাহলে মাদ্রাসা ছেড়ে কলেজে যাবে কোন দুঃখে? শুধু রিজিক ও দুনিয়ার সম্মানের জন্য কুরআন হাদিস পড়ার সুযোগ হাতছাড়া করবে এটা কি ঠিক হবে? রিজিক তো মায়ের পেটে থাকতেই নির্ধারিত হয়ে গেছে। এটা তো বাড়বেও না, কমবেও না। আমাদের কাজ শুধু চেষ্টা করে যাওয়া।
# আমরা মাদ্রাসায় পড়ে কী, না খেয়ে আছি?? অর্থ কি আল্লাহ আমাদেরকেও কম দিয়েছেন? ছোট্ট এই জীবনে আর কত টাকাই বা দরকার? সব চেয়ে বড় দরকার তো দ্বীনের পথে চলতে পারা। যেটা মাদ্রাসায় থাকলে সহজ হয়।
# আর ইজ্জত-সম্মান? সে তো ড, মিজানুর রহমান আজহারীর দিকে তাকালেই দেখতে পাবে। এতটুকু বয়সে তিনি যে সম্মান পেয়েছেন, ঠিক এই বয়সে বাংলাদেশে কতজন এতটা সম্মান পেয়েছেন? এটাও কিন্তু শুধু কুরআনের কারণে।
সুতরাং
হে কলিজার টুকরা প্রিয় সন্তানেরা:
অযথা এদিক-সেদিক না গিয়ে, মাদ্রাসায় চলে আসো। আলিমে ভর্তি হয়ে ক্লাস শুরু করো।
# রাজনগর উপজেলার অন্যতম সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ক্যাম্পাসেই অনলাইনে ভর্তি হতে পারবে। নতুন আঙিকে সাজানো ক্যাম্পাস ভিজিট করে জেনে নাও মাদ্রাসা সম্পর্কে। আমার মাদ্রাসায় পাঠদান করেন বিষয় ভিত্তিক আরবির সুদক্ষ ৬ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক, বাংলা ও ইসলামের ইতিহাসের ১ জন করে সহকারী অধ্যাপক, ইংরেজির ২ জন প্রভাষক এবং সমাজবিজ্ঞান বিভাগের ১জন প্রভাষক।
বি:দ্র: দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ও বেতন ফ্রি করে দেওয়া হবে। দূরের ছাত্রদের আবাসিক সুবিধা আছে।তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যাও প্রাণের প্রতিষ্ঠানে।
আহবানে
মাওলানা মোহাম্মদ বদরুল হোসাইন
অধ্যক্ষ
রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা
প্রয়োজনে ০১৩০৯১২৯৭৫১