Arman Khondokar.

Arman Khondokar. Assalamu Alaikum, I am Arman Khandakar,
Welcome to my page.

You are on this page,
You will see different types of videos,
"and" especially here you will see different types of caption thank you,, ☄️🌿📎

প্রাচীন ইউরোপীয়দের গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে আমাদের ধারণা দীর্ঘদিন ধরেই ছিল যে তারা সাদা ত্বকের অধিকারী ছিল। কিন্তু সা...
06/08/2025

প্রাচীন ইউরোপীয়দের গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে আমাদের ধারণা দীর্ঘদিন ধরেই ছিল যে তারা সাদা ত্বকের অধিকারী ছিল। কিন্তু সাম্প্রতিক একটি ডিএনএ গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে। এই গবেষণায় ৪৫,০০০ বছরের পুরনো ৩৪টি দেশের ৩৪৮টি প্রাচীন মানুষের ডিএনএ নমুনা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ইউরোপে হোমো স্যাপিয়েন্সরা ৫০,০০০-৬০,০০০ বছর আগে আসার পর বহু হাজার বছর পর্যন্ত তাদের ত্বক ছিল গাঢ় কালো, চোখ ও চুল ছিল কালো। কারণ হিসেবে এই রংয়ের জিন তারা আফ্রিকান পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিল।

হালকা ত্বকের বৈশিষ্ট্য ইউরোপে প্রথম দেখা যায় প্রায় ১৪,০০০ বছর আগে, কিন্তু তা তখনও বিরল ছিল। এই বৈশিষ্ট্যগুলো সাধারণ হয়ে ওঠে প্রায় ৩,০০০ বছর আগে, ব্রোঞ্জ যুগের শেষ ভাগ বা আয়রন যুগের শুরুতে। গবেষকরা ধারণা করছেন, ঠান্ডা ইউরোপীয় অঞ্চলে.
ভিটামিন ডি তৈরির সুবিধার্থে হালকা ত্বক পরিবেশের সাথে বেশি মানিয়ে নিতে পারতো, ফলে এই জিনের বিস্তার ঘটে। কিন্তু হালকা চোখের রং ছড়িয়ে পড়েছিল যৌন নির্বাচনের মতো প্রাকৃতিক নির্বাচনের বাইরের কারণেও।

একটি ব্যতিক্রমী উদাহরণ পাওয়া গেছে ১৭,০০০ বছর আগের একটি শিশুর দেহাবশেষে-তার চোখ ছিল নীল, কিন্তু ত্বক ও চুল ছিল গাঢ় কালো। মানে, এই বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে ছড়িয়েছিল। গবেষণার মানচিত্রে দেখা যায়, অনেক এলাকায় তাম্রযুগ বা তার পরেও গাঢ় কালো ত্বক বহাল ছিল।

এই গবেষণা আমাদের বলে দেয়, ইউরোপীয়দের শারীরিক বৈশিষ্ট্যের বিবর্তন ধীরে ধীরে ঘটেছে এবং এর পেছনে ছিল পরিবেশগত চাপ, যৌন নির্বাচন এবং কখনো কখনো দৈবচয়নের মতো বিষয়।
Copypest





#বিজ্ঞানপোকা


"হে দুর্বল মনের অধিকারী! তুমি কোথায় আর রাস্তা কোথায়?!এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম।এর জন্যই কেঁদেছেন নূহ।আগুনে নিক্ষিপ্ত ...
31/07/2025

"হে দুর্বল মনের অধিকারী! তুমি কোথায় আর রাস্তা কোথায়?!

এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম।

এর জন্যই কেঁদেছেন নূহ।

আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহীম। য*-বাই হওয়ার জন্য শুয়েছেন ইসমাঈল। স্বল্প মূল্যে বিক্রীত হয়েছেন ইউসুফ, থেকেছেন কারাগারে। করাতে টু'করো টুক'রো হয়েছেন যাকারিয়া। য-*বাই হয়ে গেছেন চরিত্রবান ইয়াহইয়া। কষ্ট সহ্য করেছেন আইয়ূব। অনেক কান্না করেছেন দাউদ। নানা প্রকার কষ্ট ও দারিদ্র্য সহ্য করেছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আর এদিকে তুমি খেল-তামাশায় মেতে আছ!”

ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)

[আল-ফাওয়াইদ: পৃষ্ঠা ৫৪]

Khondokar

তোমাকে ধরে রাখতে পারিনি "এটা যদি হয় আমার ব্যর্থতা। তবে জেনো তুমি থাকতে পারোনি এটাও তোমার চরম ব্যর্থতা। রাখতে পারিনি যে ক...
04/06/2025

তোমাকে ধরে রাখতে পারিনি "এটা যদি হয় আমার ব্যর্থতা। তবে জেনো তুমি থাকতে পারোনি এটাও তোমার চরম ব্যর্থতা। রাখতে পারিনি যে কারণে তুমি সেই কারণকে বুড়ো আঙুল দেখিয়ে থেকে গেলেই পারতে। সম্পর্ক যখন শুরু হয় তখন তো বলোনি আমার বেকারত্ব তোমাকে আলাদা করে দিতে পারে, তবে আজ মাঝ পথে এসে কেন আমার বেকারত্বকে দায়ী হতে হলো সম্পর্কে বিদায়ী বার্তায়? যেদিন তুমি চেয়েছিলে আমি তোমার হবো, একান্ত তোমার। সেদিন কেন মনে হয়নি আমার চাকরিটা আগে দরকার। তুমি যেদিন শুকনো বিকেলকে তরতাজা প্রাণ দিয়ে, হাত ধরে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলেছিলে, শুধু আমাকে চাও ভালবাসার বিনিময়ে। সেদিন কেন বলোনি তোমাকে পাওয়ার জন্য আমাকে বিসিএস ক্যাডারের শক্তিতে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। সময়ে অসময়ে, রাত নেই, দিন নেই খুচরো আলাপে মজে ছিলে। সেদিন কেন বলোনি পড়াশোনা আগে তারপর তোমাকে সময় দিতে। যদি বলাতাম পড়ছি এখন পড়ে কথা হবে। তখন তো ঠিকই বলতে রাজ্যের সব পড়াশোনা আমার নাকি তুমি ফোন করলে চেপে বসে। পরিবারের কথা তখন কেন মনে হয়নি? যখন পড়াশোনার খরচ চালাতাম টিউশনি টাকায়। তখন তো মুখে ঠিকই বলেছিলে আমাকে পাওয়ার জন্য কোন বাধাই বাধা নয়। আমাকে পাওয়ার জন্য যুদ্ধে করবে। কোথায় গেলো তোমার যুদ্ধ যুদ্ধ খেলা? এখন দিব্বি ভালো মানুষ সেজে আমাকে দায়ী করে পরিবারের দোহায় হাত ধরা সহজ কিন্তু সেই হাত সারাজীবন ধরে রাখা কঠিন। দোষ রেখে যাওয়া মানুষের স্বভাব কিন্তু দোষ কাঁধে নিয়ে

বয়ে বেড়ানো যন্ত্রণার

゚viralfbreelsfypシ゚viral Khondokar Khondokar.

03/06/2025

সূন্দর মুরগীর বাচ্চা❤️❤️❤️মাশাআল্লাহ।

Send a message to learn more

21/04/2025

শূন্য ছিলাম ভালো ছিলাম,পূর্ণতা খুজতে গিয়ে কেন দুঃখ পেলাম?

ফিলিস্তিনের পাশে যদি কোন রাস্ট্র দাড়াতে চায় তা হলে এই ভাবে যেন দাড়ায়।Save philistine, savegaza  MotoCop Abu Taw Haa Muha...
07/04/2025

ফিলিস্তিনের পাশে যদি কোন রাস্ট্র দাড়াতে চায় তা হলে এই ভাবে যেন দাড়ায়।

Save philistine, savegaza

MotoCop Abu Taw Haa Muhammad Adnan

Address

Takerhar
Rajoir
TAKERHAT,RAJOIR,MADARIPUR,DHAKA,BANGLADESH,

Alerts

Be the first to know and let us send you an email when Arman Khondokar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share