03/02/2025
ভালোবাসা শব্দটিই ভালোবাসার। এ শব্দটির প্রতি কার না সফট কর্ণার আছে। কিন্তু আজকের বাস্তবতায় ভালোবাসার জন্যই ‘ভালোবাসা’ শব্দ ব্যবহার করা হয় না। এর আড়ালে কত কিছু, চোখ কপালে উঠার মতো এর মোড়কে কত আয়োজন তা একজন সচেতন মানুষ মাত্রই না বোঝার কথা নয়। যেগুলোকে আজকে ভালোবাসা বলা হচ্ছে সেগুলো যদি ভালোবাসাই হয় তাহলে ঘৃণা কোনটা? ঘৃণার মাপকাঠিই-বা কী?
কখনো কি নিজেকে জিজ্ঞেস করা হয়েছে যে, ভালোবাসার জন্য আলাদা দিবস কেন পালন করা হবে? কেন প্রতিটা দিন ভালোবাসা দিবস হবে না যেখানে ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়? আমার মা বাবা আমাকে ভালোবাসেন বলেই তো তাঁদের ঘরে আমাকে থাকার জায়গা দিচ্ছেন, আমার ভরণপোষণ দিয়ে যাচ্ছেন, খাবারের সময় জোড়াজুড়ি করছেন, নিজে না খেয়ে ভালো খাবারটা আমাকে আগ বাড়িয়ে দিচ্ছেন। বাইরে থেকে একটু দেরি করে আসলে কত পেরেশান হয়ে পড়ছেন। সবচেয়ে বড়ো কথা, আমার রব আমাকে ভালোবাসেন বলেই তো আমার মতো নগণ্য এক বান্দাকে এত এত পাপ করার পরও এই দুনিয়াতে জায়গা দিয়েছেন, এক মুহূর্তের জন্য রিযিক বন্ধ করছেন না। ভালোবাসা যখন প্রতিটা সেকেন্ডে দরকার তখন ‘ভালোবাসা’ কেন দিবস কেন্দ্রিক হবে?
লেখা : রাকিব আলী
#সীরাহ