Khondaker Ayrin Poly

Khondaker Ayrin Poly Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khondaker Ayrin Poly, Mohammadpur, Rajshahi Division.

পৃথিবীতে যা কিছু স্বচ্ছ, সাধারণ আর প্রাকৃতিক... আমি তাতেই মিশে থাকতে চাই। 🙏
মিথ্যায় আমার এলার্জি আছে। 😥

Owner Of Smart Baby Shop Dhaka Bangladesh. 🛒
Fashion & Graphic Designer With Writer. ✍️
www.smartbabyshop.com.bd

18/10/2025

হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে, যেসব নারী তাদের স্বামীদের জন্য রান্না করেন না, তাদের বৈবাহিক জীবন বেশি সুখী হয়। 🤔🥰

“বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি বড় মাছ নয়, পুটি মাছ ছিল। হারিয়ে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল।”এই ভাবনাটার ভেতরে...
18/10/2025

“বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি বড় মাছ নয়, পুটি মাছ ছিল। হারিয়ে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল।”
এই ভাবনাটার ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা প্রক্রিয়া (psychological defense mechanism) কাজ করে, যাকে মনোবিজ্ঞানে বলে rationalization — অর্থাৎ, কোনো কষ্টকর বা অপ্রত্যাশিত ঘটনার পেছনে যুক্তি খোঁজা, যেন নিজের মানসিক ভার কমে যায়।

🔹 মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ:
যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায় — সেটা সম্পর্ক, বন্ধুত্ব, বা সুযোগ যাই হোক — আমরা প্রথমে একটা “loss” অনুভব করি। মস্তিষ্ক তখন মানসিক ব্যথা থেকে নিজেকে রক্ষা করতে চায়। তাই সে বলে,

> “সে চলে গেছে মানে সে আমার জন্য উপযুক্ত ছিল না।”
এভাবে আমরা কষ্টকে যুক্তির আড়ালে লুকিয়ে ফেলি — এটা এক ধরনের self-healing process।

🔹 বাস্তব দৃষ্টিকোণ থেকে:
সব হারানো মানেই খারাপ নয়। কেউ কেউ আমাদের জীবনে আসে একটা পাঠ শেখানোর জন্য, স্থায়ী থাকার জন্য নয়।
তাই যখন কেউ চলে যায়, হয়তো সে আমাদের জীবনের গতি রোধ করত, আত্মসম্মান ক্ষয় করত, বা আমাদের সম্ভাবনা বুঝতে পারত না।
অর্থাৎ, সবচেয়ে বড় “loss” আসলে কখনো কখনো “relief” হয়ে দাঁড়ায়।

🔹 মনোবিজ্ঞানের দৃষ্টিতে:
যে মানুষটি হারিয়ে গেছে, সে যদি সত্যিই যোগ্য হতো, তবে মানসিক সংযোগ (emotional consistency) বজায় রাখার ক্ষমতা তার থাকত।
কিন্তু অযোগ্য মানুষ সাধারণত সম্পর্ক টিকিয়ে রাখার মতো emotional maturity দেখাতে পারে না। তাই তার প্রস্থান আসলে আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করে।

🔹 সংক্ষেপে:

বড় মাছ সহজে ছুটে যায় না — সে টোপে ধরা পড়ে না।

আর যোগ্য মানুষ সহজে দূরে সরে যায় না — সে পাশে থেকে সমাধান খোঁজে।
তাই যা হারিয়েছ, তা হয়তো হারানোরই ছিল; যা রয়ে গেছে, সেটাই আসল সম্পদ।

পুরুষের ফোন ধরবেন না। ধরলেই মহাবিপদ। আপনি হয়ত ভাববেন আমার স্বামী একটি মেয়ের সাথে কথা বললেও বলতে পারে। কিন্তু ফোন ধরলে দে...
17/10/2025

পুরুষের ফোন ধরবেন না। ধরলেই মহাবিপদ। আপনি হয়ত ভাববেন আমার স্বামী একটি মেয়ের সাথে কথা বললেও বলতে পারে। কিন্তু ফোন ধরলে দেখবেন কয়েকজনের লগে পরকীয়া। তবে সব পুরুষের ক্ষেত্রে না। সুযোগ পাইলে পুরুষ মানুষ আকাম করে না এটা বিলিভ করি না।

যেই পুরুষ ব্যস্ততা দেখায়,আপনাকে সময় দেয় না বুঝবেন সে অন্য নারীতে আসক্ত। কোন বিশেষ অনুষ্ঠানে আপনার সাথে না থাকলেও বুঝবেন সে অন্য নারীতে দুর্বল।

যেই পুরুষ বউকে শাড়ি বা অন্য যেকোন পোশাক কিনে না দিয়ে নিজে ফিটফাট থাকে সেই পুরুষের ঝামেলা অনেক। যেই পুরুষ অফিস থেকে প্রতিদিন লেট করে এসে আপনাকে বুকে নিয়ে ব্যস্ততার সুরে বলবে-"আজ অনেক কাজ ছিল" সেই পুরুষ অন্য মেয়ের লগে ডেটিং করে এসেছে। প্রতিদিন কোনকিছুরই এতো ব্যস্ততা??

যারা প্রতিষ্ঠানের মালিক তাদের মধ্যে ঝামেলা আর ঝামেলা। যদি অফিসে মেয়ে কর্মী থাকে আর তাকে সময় দেয় বা প্রমোশন দ্রুত দেয় তাহলে বুঝবেন ঝামেলা আছে।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র যদি বিয়ে করে তাকে সন্দেহে রাখুন। এরা দ্রুত রং বদলায়। কারণ চোখের সামনেই অন্য মেয়ে আর মেয়ে। যেকোন সময় অন্য মেয়েতে আসক্ত হতে পারে।

ব্যাংকে চাকুরি করে কিন্তু ব্যস্ততা বলে রাত ১১ টা পর্যন্ত বাইরে থাকে তাহলে বুঝবেন সে মেয়ে কলিগ নিয়ে ঘুরে।

যেই পুরুষ ইয়ার্কি করে বলে আরেকটা বিয়ে করব। সে অলরেডি বিয়েও করেছে বা করবে।

[বাস্তবতা থেকে বললাম। তবে সব পুরুষের ক্ষেত্রে না কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই একই। তাই সহজ-সরল স্ত্রীরা সময় থাকতেই সচেতন থাকুন। কোন অগাত বিশ্বাসে গা ভাসাবেন না]


Khondaker Ayrin Poly

কিভাবে ২০২৫ - ২৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হবেন (একেবারে ফ্রি) 🔥1. আপনার বিষয়/(Niche) ঠিক করুন – Perplexity দিয়ে2. প্ল্যাটফর...
16/10/2025

কিভাবে ২০২৫ - ২৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হবেন (একেবারে ফ্রি) 🔥

1. আপনার বিষয়/(Niche) ঠিক করুন – Perplexity দিয়ে

2. প্ল্যাটফর্ম বেছে নিন – Facebook, YouTube, TikTok বা Instagram

3. কনটেন্ট আইডিয়া বের করুন – Google Trend দিয়ে

4. স্ক্রিপ্ট লিখুন – Craft + Gemini দিয়ে

5. মোবাইল দিয়েই ভিডিও করুন – iPhone/Android

6. ভিডিও এডিট করুন – CapCut (ফ্রি)

7. থাম্বনেইল বানান – Nano Banana দিয়ে

8. পোস্ট শিডিউল করুন – Content Studio দিয়ে

9. অডিয়েন্স বাড়ান – প্রতিদিন একটিভ থাকুন + ট্রেন্ড ব্যবহার করুন

10. আয় করুন – কনটেন্ট মনিটাইজেশন + ডিজিটাল প্রোডাক্ট

11. গ্রোথ ট্র্যাক করুন – Socialblade.com

✅লেবুর রসের সাথে সবজি খাওয়া পুষ্টিগতভাবে এবং স্বাস্থ্যগতভাবে অত্যন্ত উপকারী। এই সংমিশ্রণে লেবুর নিজস্ব সুবিধা এবং সবজির...
16/10/2025

✅লেবুর রসের সাথে সবজি খাওয়া পুষ্টিগতভাবে এবং স্বাস্থ্যগতভাবে অত্যন্ত উপকারী। এই সংমিশ্রণে লেবুর নিজস্ব সুবিধা এবং সবজির সুবিধাগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। 🍋🥬
লেবুর রস ও সবজির যৌথ উপকারিতা ( )
লেবুর রসে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড সবজিতে থাকা কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানকে আপনার শরীরকে সহজে শোষণে সাহায্য করে, যা যৌথ সুবিধা প্রদান করে।
🍋‍🟩১. আয়রন শোষণ বৃদ্ধি ( )
* উপকারিতা: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর মধ্যে একটি। পালং শাক, ডাল বা অন্যান্য উদ্ভিজ্জ খাবারে যে নন-হিম আয়রন ( ) থাকে, তা সহজে শরীরে শোষিত হয় না। লেবুর রসে থাকা ভিটামিন সি এই আয়রনকে এমন ফর্মে রূপান্তরিত করে যা শরীর দ্রুত ও সহজে শোষণ করতে পারে।
* ফলাফল: রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে এবং শরীরের সামগ্রিক শক্তি বজায় রাখতে এই সংমিশ্রণটি খুবই কার্যকর।
❇️২. উন্নত হজম প্রক্রিয়া ( )
* উপকারিতা: লেবুর রসের সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর অ্যাসিডের (গ্যাস্ট্রিক অ্যাসিড) উৎপাদনকে উদ্দীপিত করে। সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
* ফলাফল: অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় খাবার, বিশেষ করে সবজির ফাইবার এবং অন্যান্য কঠিন অংশগুলো দ্রুত ভাঙতে সাহায্য করে। এতে হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যা কমে আসে।
🍋‍🟩৩. কিডনি স্বাস্থ্য সুরক্ষা ( )
* উপকারিতা: লেবুর রসে উচ্চ মাত্রায় সাইট্রেট থাকে, যা সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান।
* ফলাফল: এই সাইট্রেট প্রস্রাবে ক্যালসিয়ামের সাথে মিশে কিডনিতে পাথর ( ) তৈরি হওয়া রোধ করে। সবজির উচ্চ জলীয় উপাদান এবং লেবুর এই বৈশিষ্ট্য একসাথে কিডনির কার্যকারিতা সচল রাখে।
লেবুর রসের নিজস্ব উপকারিতা ( )
সবজির সাথে মিশে যাওয়ার পরও লেবুর নিজস্ব কিছু উপকারিতা বজায় থাকে:
🌟 * রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শ্বেত রক্তকণিকার উৎপাদনকে উদ্দীপিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
* ডিটক্সিফিকেশন: এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ( ) বের করে দিতে সাহায্য করে, বিশেষ করে সকালে উষ্ণ পানির সাথে লেবুর রস খেলে।
* অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ: লেবুতে ফ্ল্যাভোনয়েড-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি ( ) হ্রাস করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে।
সবজির নিজস্ব উপকারিতা ( )
লেবুর রস সবজির পুষ্টি শোষণকে আরও কার্যকর করে তোলে, কিন্তু সবজি নিজে থেকেই শরীরের জন্য গুরুত্বপূর্ণ:
* ভিটামিন ও মিনারেলসের ভান্ডার: সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন A, K, B-ভিটামিন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ থাকে।
* ফাইবার: এটি হজম প্রক্রিয়াকে সচল রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
🌟 * অ্যান্টিঅক্সিডেন্ট: বিভিন্ন রঙের সবজিতে বিভিন্ন ধরনের ফাইটোক্যামিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগ এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে।
গুরুত্বপূর্ণ পরামর্শ
লেবুর রস এবং সবজির সর্বোচ্চ উপকারিতা পেতে হলে মনে রাখবেন:
* তাপ এড়িয়ে চলুন: ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। তাই রান্না করার সময় নয়, বরং রান্না শেষ করে বা খাওয়ার ঠিক আগে ডাল, তরকারি বা সালাদে লেবুর রস যোগ করুন।
* টক ফলের সংমিশ্রণ: টমেটোর মতো অ্যাসিডিক সবজির সাথে অতিরিক্ত লেবুর রস খেলে কারও কারও অ্যাসিডিটি বা হজমের অস্বস্তি হতে পারে।
* সঠিক ব্যবহার: লেবুর রস সালাদ ড্রেসিং, স্যুপ, ডাল বা স্টিমড সবজির উপর ছড়িয়ে দেওয়া সবচেয়ে ভালো উপায়।

আত্মীয়তা, সম্পর্ক, বন্ধুত্ব এগুলো এক তরফা হয় না।একটা গাছ বড় করতে যেমন আলো, ছায়া, পানি লাগে, সম্পর্কগুলোও এমন। এগুলো রাখত...
16/10/2025

আত্মীয়তা, সম্পর্ক, বন্ধুত্ব এগুলো এক তরফা হয় না।একটা গাছ বড় করতে যেমন আলো, ছায়া, পানি লাগে, সম্পর্কগুলোও এমন। এগুলো রাখতে এফোর্ট দিতে হয়। এমনি এমনি এক তরফা কেউ চাইলেই, তা বেশি দিন টিকে থেকে না। 🙂

যত বেশি প্রচেষ্টা, সম্পর্ক ততই মধুর। 😊

Khondaker Ayrin Poly

ঢাকায় দিনে নাকি ৩৯ টা ডিভোর্স হচ্ছে। ঘন্টাতে একটিরও বেশী। এটা শুনে সবাই সেই পুরাতন কাসুন্দি নিয়ে বসে পড়েছে। সব দোষ ঐ মেয়...
15/10/2025

ঢাকায় দিনে নাকি ৩৯ টা ডিভোর্স হচ্ছে।
ঘন্টাতে একটিরও বেশী।
এটা শুনে সবাই সেই পুরাতন কাসুন্দি নিয়ে বসে পড়েছে। সব দোষ ঐ মেয়েদের।

কারনঃ
*মেয়েরা এখন বেশী শিক্ষিত হচ্ছে,
*মেয়েরা চাকুরী করেছে,
*মেয়েরা বিজনেস করছে!
*আবার একদল হাসছে আর বলছে দেখো বেপর্দা মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবেই!

একদিন তো রিপন ভাই বলেই বসলো এজন্যই আমি বেশী শিক্ষিত মেয়ে বিয়ে করিনি,আর বউকে চাকুরী করানো আমার পছন্দ না। সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তাকে আর
আমি শুধু বলেছিলাম আপনার মায়ের জরায়ুর অপারেশনটাতো ডা. ফাতিমার কাছেই করিয়েছিলেন তাইনা? আর ডা. ফাতিমাও কারো স্ত্রী। সবাই আপনার স্ত্রীর মতো গৃহীনি হলে বাচ্চা প্রসব করাবেন কার আছে?

রিপন ভাইরে মতো পছন্দ হলে কোন কথা নেই। সুখী হন।
কিন্তু আপনি শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, ধার্মিক, আধুনিক, গালে টোল পড়া, ভুবন ভোলানো হাসির রানী, ধনী শ্বশুরের আদরের দুলালী, বংশীয় ঘরের চাকুরীজীবি নারী বিয়ে করবেন আর সার্ভিস চাইবেন গ্রামের কপালপোড়া সখিনাবিবির মেয়ে সাগিরার মতো। সকাল সন্ধ্যা সে গরম খাবার নিয়ে বসে থাকবে আর বাতাস করবে, কিংবা নায়ক রেড ওয়াইন খেয়ে বাড়িতে ফিরবেন তবুও শাবানার মতো লাথি খেয়েও আপনার জুতা খুলে দিবে, মসজিদে গিয়ে টাকা দান করে আপনার মঙ্গল কামনা করবে এসব ভাবাটা এই একবিংশ শতকে অবান্তর।

আপনার সব অন্যায় সে মুখ বুজে সহ্য করবেনা। আপনি পর্ণ এডিক্টেড হোন কিংবা ইয়াবা তারপরও আপনার পায়ের নিচে জান্নাত বলে তাকে বোকা বানাতে পারবেন না।

একজন উচ্চ শিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙ্গুল তুলে অন্যায় বলার সাহস রাখে। প্রতিবাদ করতে পারে। বরং সে একটু বেশীই সাহসী কারন তার হৃদয়ে রাসুল সা. কে ধারন করে আর আল্লাহ্ ছাড়া কারো কাছে মাথা নত করে না।

সময় পাল্টে গেছে ব্রো! নিজের মানসিকতা পরিবর্তন করুন।
বিয়ের আগে ডিসিশন নিন। কোন মেয়েকে বিয়ে করতে চান?
সেভাবে নিজেকে প্রস্তুত করুন ।

আপনার শিক্ষিত সুন্দরী বউটাও সাতঘাট ঘুরে, লেখাপড়া করে, জবযুদ্ধে জয়ী হয়ে নিজেকে আপনার জন্য স্মার্ট হিসাবে প্রস্তুত করলেও আপনি কিন্তু আপনার দাদা তার দাদার আমলের মতো ক্ষ্যাত মানসিকতা নিয়েই অফিস থেকে বাড়িতে ফিরে লুঙ্গি পরে এসি ছেড়ে দিয়ে মোবাইলে এ্যানি, ব্যানি, এঞ্জেলার সাথে সেক্সচ্যাট শুরু করেন।
বউ তখন বাহিরের পোশাক খুলে এ্যাপ্রণ পরে কিচেনে ঢুকে রান্না করে আর বাচ্চাকে ডাইনিং টেবিলে পড়াতে বসায়।
যিনি ঘর এবং বাহির দুটো সামাল দিচ্ছে এমন দুরন্ত আর ভুবনজয়ী নারীকে পাশে রাখবেন, তার সম্মানে বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন অথচ শতবছরের পুরানো, বাসি, পঁচা, দূর্গন্ধযুক্ত প্রভুত্ববাদ মগজে পুষে রেখে শান্তি কামনা করবেন!

কি অদ্ভুত না!

রাত জেগে আপনার বউটা অসুস্থ বাচ্চা কোলে সারারাত কাটিয়ে দিবে আর আপনি নাকে সর্ষের তৈল দিয়ে তৈলাক্ত ঘুম দিবেন তা নিয়ে সংসারে অশান্তি হতেও পারে। কারন সকাল নটাতে তারও অফিস আছে। সকালের নাস্তাটাও তাকেই বানাতে হবে ভেবে আপনি উঠবেন সকাল ৮টা ১০ এ।

একসময় জরিনাবানুর স্বামী মরেছে আর কপাল খুলেছে পাশে বাড়ির কুদ্দুস চকিদারের। নিয়মিত জরিনাবানুর সাথে লটরপটরে ইতিহাস গ্রামের সবার মুখের মজাদার টপিক হলেও কুদ্দুসের বউটা কিন্তু নিরবে নিভৃতে চোখের পানি ফেলেছে, স্বামীকে বলতে গেলে রক্তাক্ত হয়েছে, সংসার ছেড়ে চলে যেতে বলেছে, কিংবা ভাত কাপড়ের খোটা তাকে রাতদিন শুনে আধমরা হয়ে অসুখে বিসুখে অবহেলা আর অযত্নে মরার মতো করে বেঁচে থাকতে হয়েছে।

কিন্তু ধরেন আপনি যদি আজ আপনার সুন্দরী ফেসবুক ফ্রেন্ড, স্বামী বিদেশ থাকে মারাও যাইনি এমন একজনেরর বাড়িতে গিয়ে দু ঘন্টা কাটিয়ে আসেন তখন আপনার বউ তর্জনি উঁচু করে বলতেই পারে আর যদি কোনদিন এমন করো তবে কিন্তু খবর আছে। সে এটা সহ্য করবেনা। না শুনলে আপনাকে মুখের উপরই বলে দিবে একদিন আমিও আমার কলিগ কে নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে ফুচকা খাবো আর সেলফি তুলবো। সে কিন্তু মুখ বুজে কাঁদবে না।
মাইন্ড ইট।

নারীর অন্যায় মেনে না নেবার প্রবনতাকেই আজকাল অহংকার বলে চালানো হচ্ছে। সেটাই মুল সমস্যা।
আপনি ঘন্টার পর ঘন্টা বদনবুকে নাক ডুবিয়ে শুয়ে থাকবেন, সুন্দরী বান্ধবীর সাথে রাতবিরাতে কথা বলবেন, নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাধে ঝুলিয়ে বড়লোকি দেখাবেন! ইউটিউবের অন্ধকার গলিতে ঢুকে নোংরামীতে স্নান করবেন,
দুনিয়ার সকল বন্ধুবান্ধবের বাড়ির কুক্তা বিড়িলের খবর রাখবেন আর স্ত্রীর খোঁজ রাখবেন না! আর প্রতিবাদ করতে গেলে বলবেন উচ্চ শিক্ষিত মেয়েরা উগ্র হয়, বদমেজাজি হয়, অসহিষ্ণু হয়, অধৈর্য্য হয়, বেয়াদব হয়, মুখে মুখে তর্ক করে!
ব্যাপারটা কেমন অলিক হয়ে গেল না?

বিশ্বাস করেন এমন একদিন খুব নিকটে যেদিন চাকুরীজীবী মা এবং বিজনেসম্যান বাবা তার কর্মজীবি মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে তুমি কি কি রান্না করতে পারো? আমার মেয়ে যখন তোমার সন্তান কে গর্ভে ধারন করতে গিয়ে বমি করতে করতে বিছানা থেকে উঠতে পারবে না তখন কি তুমি তাকে এক বাটি স্যুপ বানিয়ে খাওয়াতে পারবে?

ছেলে উত্তর না হলে মুখের উপর তার অভিভাবকদের বলে আসবে পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান। কারন রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে।
নিজের মা ও তো অসুস্থ হতে পারে তাকে দেখার জন্য ছেলেরবউ আছে কিন্তু বউটার অফিস আওয়ারে তো নিজের ছেলেটার কাছে একটু সেবা কি মা আশা করতে পারেনা!

মেয়ের অভিভাবকেরা বুঝে, শুনে, দেখে নিজের সমস্যাগুলোকে অভারকাম করে জামাতা নির্বাচন করবে। কেবলই বর্তমানের ছেলেপক্ষের মতো কেবল চেহারা আর দিঘলকালো চুল দেখে নয়।

সেই সাহসও অর্জন করতে শিখতে হবে।

ডিভোর্সের মুল কারন পুরুষদের অনুন্নত মানসিকতা, প্রভুত্ত্বের প্রবনতা,নারীকে তার সঠিক সম্মান আর মর্যাদা না দেওয়া দায়ী। এমনকি নারীকে মানুষই মনে না করা!

নারীও দুধে ধোয়া না। তবে সব দোষ তার একার না না না।

ডিভোর্সি মেয়ের পিতার সাথে একদিন সময় নিয়ে কথা বলবেন প্লিজ। বাকীটা বুছতে পারবেন!
কিংবা ঐ যে মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছিল তার স্বামী তার ভাইটার সাথে একদিন কথা বলবেন!

নিজেকে কেবল পুরুষ নয় স্ত্রীর ভালো পার্টনা, আর্দশ পিতা, ভাই, পুত্রের স্থানে দাঁড় করিয়ে নিজেদের দিকে আঙ্গুল তুলতে শিখুন। সমস্যা কমে শূন্যে নেমে যাবে। 🙂

Khondaker Ayrin Poly

゚viralシfypシ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viralシalシ

15/10/2025

কিসের "বৃদ্ধাশ্রম" ভাই বিয়ের পরে মেয়েরা যেভাবে বিভিন্ন রকম জ্বালা সহ্য করে! কোনো "বউ আশ্রম" যদি থাকতো অনেক মেয়েরা স্বেচ্ছায় নির্বাসন নিত।

ঠিক কি না আপুরা? 😅

15/10/2025

কিডনি নষ্টের কারণ-
১. দাঁড়িয়ে পানি পান করা।

২. দাঁড়িয়ে প্রস্রাব করা।৩. প্রস্রাব আটকে রাখা।৪. অতিরিক্ত লবণ খাওয়া।৫. ব্যথার ওষুধ বেশি খাওয়া।

15/10/2025

প্রমোশনের জন্যে কঠিন পরিশ্রম করছে আপুটি।
আসল ছবি কমেন্টে!

Address

Mohammadpur
Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Khondaker Ayrin Poly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khondaker Ayrin Poly:

Share