মিছে রঙিন মায়ায় অতৃপ্ত আত্মা

মিছে রঙিন মায়ায় অতৃপ্ত আত্মা বিভিন্ন ধরনের কাজ

15/07/2024
15/07/2024

***কবিতা ***শীতের সকাল***

কুয়াসায় ঘেরা আজ- শীতেরি সকাল
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, গুড়ি গুঁড়ি বৃষ্টি- বয়ছে বাদল

কানে দিয়ে মাফলার- গায়ে দিয়ে শাল
,,,,,,,,,,,,,,,,,,,,,,ছুটে চলে কত লোক ওত্তি সকাল

কৃষকের মাঠে যাওয়া কাঁধে নিয়ে হাল
,,,,,,,,,,,,,,,,,,,,,,দেখে মন ভরে যায় গরু মৌস বল

হাড় কাঁপা ঠান্ডায় শিশিরের স্নান
,,,,,,,,,,,,,,,,,,,,,,, শিশু ছুটে মক্তবে শিখতে কুরান

আমাদের গ্রামে আছে -কাক ডাকা ভর
,,,,,,,,,,,,,,,,,,,,,,শিশির ভেজা ঘাসফুল মৃদু রোদ্দুর

সূর্যের ঝিকি মিকি উঁকি পোহাতে
,,,,,,,,,,,,,,,,,,,,মৃদু তাপ মৃদু আলো গায়ে মাখাতে

কলাই এর রুটি হাতে মায়াময়ি ডাক
,,,,,,,,,,,,,,,,,, আই বাবা খেয়ে নে পেট পুরে যাক

ফুল কুড়িয়ে কোন কুড়াতে শিউরে উঠে গা
,,,,,,,,,,,,,,শিশির ভেজা ঘাসে যখন পরে খালি পা

ভাপ নিয়ে খেলা করে শিশুদের দল
,,,,,,,,,,,,,,,,,,দেখে প্রাণ ভরে যায় শীতেরি সকাল।
=====================================================(অনুজ)===============

05/07/2024

********কবিতা ও কবিতার কথা *******

*************গগনওয়ালা *************

গগন তলে কখন এলে ভাবছো কেন আর
তোমার আগেই গল্প সাজা তুমিই তো তাহার,

কোন পথে যে চলবে তুমি সকলি তার জানা
ভালো-মন্দ বুঝে চলো নেইখো কোন মানা,

ফসল পাবে কর্ম করে বীজ বুনছো যার
পূর্ণ পাবে সকল কিছু ভুল হয় না তার,

মহান রবের দয়া সবি বুঝেও না বুঝি
সজাগ হয়ে সবুর করে স্রষ্টারে খুজি,

সালাত ছাড়া মিছে হবে মুসলিমে,র ঐ বেশ
এখন থেকেয় সালাত ধরো শান্তি পাবে বেশ,

অবহেলা করে তোমার দিন কাটছে মিছে
সময় হলেই যেতে হবে গগন ওলার কাছে।
***************(অনুজ)***************

এখানে গগনওয়ালা বলতে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কথা বলা হয়েছে,
কারণ গগন মানে আকাশ এবং আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা,
গগনতলে কখন এলে বলতে যা বোঝানো হয়েছে, অনেক সময় আমরা আমাদের জন্মের দিন গুলো স্মরণ করি কেও আবার কে কোন বংশমর্যাদা নিয়ে জন্মেছি অথবা আমাদের শারীরিক গঠন নিয়ে চিন্তা করি যে কে কত সুন্দর ইত্যাদি, এসব ভেবে আমাদের কি কোন কাজ আছে? বরং চাইলে আমরা আমাদের কর্ম সম্পর্কে সচেতন হতে পারি।
আমাদের সৃষ্টির পূর্বেই তিনি জন্ম মৃত্যু রিজিক নির্ধারণ করে রেখেছেন, আমাদের কর্মের প্রতিফল হিসেবে তিনি আমাদের তিরস্কার অথবা পুরস্কৃত করবেন,
আমরা আশাবাদী তিনি আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ,
পুঙ্খানুপুঙ্খভাবে যাররা থেকে যাররা পরিমাণ হিসাব নিকাশ লিখিত রাখা হবে তাতে তার কোন ব্যতিক্রম হবে না, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন,
প্রত্যেকেই তার নিজ নিজ কর্মের প্রতিফল ভোগ করবেন,
আমার নিজে, আমার আত্মীয়-স্বজন আমার বন্ধুবান্ধব আমার পরিবেশ আকাশ বাতাস পশুপাখি নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সন্তান-সন্ততি সকল কিছুই আমাদের জন্য তার অনুগ্রহ, তাইতো সচেতন হওয়া আমাদের জন্য জরুরী,
তাইতো মহান স্রষ্টা এক আল্লাহর ইবাদত করি, অথবা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর বড়ত্ব বোঝার চেষ্টা করি,
কেউ প্রশ্ন করে আপনি কি মুসলিম না অন্য কোন ধর্মের তখন তো নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বলি আমি মুসলিম কিন্তু আমি সালাত আদায় করি না, তাহলে?অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদিস গুলো দেখলে পাওয়া যায় না যে নিজেকে মুসলিম দাবি করত অথচ সালাত আদায় করত না এমনটা পাওয়া যায় না,
তাহলে বিষয়টা কি দাড়ালো অবশ্যই আমাকে সালাত আদায় করতে হবে এবং মুসলিম হিসেবেই আল্লাহর কাছে পরিচয় পেতে হবে, আল্লাহ তাআলা কুরআন মাজীদে বলেন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তা থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে সালাত আদায় করতেই হবে,
এতেই আমাদের সুখ এতেই আমাদের শান্তি, অবহেলা করে দিন কাটিয়ে আমার কোন লাভ নেই বরং আমার ডাক আসলে আমাকে চলে যেতে হবে তাই আমরা সকলে সচেতন হই এতেই মিলবে আমাদের মুক্তি আর এটাই হলো এই কবিতার শিক্ষা।

03/07/2024

কত স্বপ্ন কত আশা
---------------------কত যে পেরেশান
মিছে মায়ায় ডুবে আমি
------------------ঠুনকো এই প্রাণ,
হঠাৎ কখন আসবে আমার
-----------------------ঐ পারেরো হাক
শত ক্ষমতার করুন চাহনি
-------------------------মায়াবিনি ডাক,
থমকে আছে জীবন আমার
---------------------------মরণ কিনারে
হারিয়ে ফেলি কখন যেন
-----------------------নিজেই নিজেরে,
পেরিয়ে গেছে অনেক সময়
------------------------- মূল্য বুঝি নাই
শ্বাস থাকিতে বুঝে শুনে
-------------------------পথ চলছি তাই
তোমরা যে যাই বলো ভাই
-----------------ইহকালেই পরকালের
--------- -----------------"সুখ খুঁজে যায়"

03/07/2024

" মিছে মায়ায় অতৃপ্ত" "আত্মা "
কে এই কথাটির অর্থ সুন্দর করে বলবে?

11/04/2024

তাকব্বালাল্লাহু
মিন্না ওয়া মিনকুম

03/04/2024
03/04/2024

লাইলাতুল কদরের দুআ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
’’হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’’
(O Allah, You are Forgiving and love forgiveness, so forgive me)
ইবনে মাজাহ ৩৮৫০, তিরমিযী ৩৫১৩, মিশকাত ২০৯১

Address

গ্রাম রেহাইচর পোস্ট টিকরামপুর চাঁপাইনবাবগঞ্জ, Chapainagar
Rajshahi Division
৬৩০০

Telephone

+8801330163300

Alerts

Be the first to know and let us send you an email when মিছে রঙিন মায়ায় অতৃপ্ত আত্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share