25/08/2025
কর্মী সম্মেলন সফলে বড়লেখায় জমিয়তের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলন সফলে বড়লেখা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের ‘যৌথ পরামর্শ সভা’ আজ (সোমবার) বাদ মাগরিব, আকসা এন্ড আয়াত ডাইনিং -এ অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাহেবের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা জামিল আহমদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেন- ছাত্রনেতা হাফিজ সাইফুল ইসলাম রাজিব।
স্বাগত বক্তব্য পেশ করেন- উপজেলা যুব জমিয়ত সভাপতি ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আবিদুর রহমান (সাবেক ভাইস চেয়ারম্যান)।
প্রধান অতিথির বক্তব্য পেশ করেন- মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ি) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম সাহেব।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জমিয়ত নেতা মাওলানা আসআদ উদ্দীন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা শায়খ মুখলিছুর রহমান, যুগ্ম-সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন শাহ আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণভাগ ইউপি শাখা সেক্রেটারি মাওলানা খালিদ আল-হিশাম, অর্থ সম্পাদক ও তালিমপুর ইউপি শাখা সভাপতি মাওলানা আব্দুল হালিম সেলিম, সহ-অর্থ সম্পাদক ও দক্ষিণ শাহবাজপুর ইউপি শাখা সভাপতি মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক ও দক্ষিণ শাহবাজপুর ইউপি সেক্রেটারি মাওলানা আলী হুসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আহমদ, সদস্য মাওলানা জহুর উদ্দীন, জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মুফতি জামিল কাসিমী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, পৌর প্রতিনিধি ও উপজেলা শ্রমিক জমিয়তের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ, উত্তর শাহবাজপুর ইউপি প্রতিনিধি ও উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবিদুর রহমান ফাহমিদ, নিজ বাহাদুরপুর ইউপি প্রতিনিধি ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল হক, কাঠালতলি ইউপি প্রতিনিধি হাফিজ সাদিক আহমদ ও কিবরিয়া আল-মাহমুদ, সুজানগর ইউপি প্রতিনিধি ও উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, সুজানগর ইউপি ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক তারেক আহমদ, সদর ইউপি প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক জমিয়ত নেতা মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আলিম উদ্দীন, উপজেলা ছাত্র জমিয়ত নেতা মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল্লাহ তায়্যিব, মাওলানা হুসাইন বিন রাজন, হাফিজ হুসাইন আহমদ, সালমান আহমদ জমিয়তী, হাফিজ জাফর ইকবাল, হাফিজ জুয়েল আহমদ, হাফিজ নূর আহমদ, হাফিজ আবু বকর সিদ্দিক প্রমুখ।
কর্মী সম্মেলন সফলে সভায় পরামর্শমূলক আলোচনা ও সিদ্ধান্ত হয়। জমিয়ত নেতা মাওলানা ফয়জুর রহমান সাহেবের মুনাযাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।