07/09/2023
জীবনে মসৃনতা আসে না, কোন ভাবেই না। আসলে কারো জীবনই সরল নয়। সামান্য একটু সুখের জন্য কত কিছুই না করি আমরা।একটু ভাল থাকার জন্য কত ঘুমই না মাটি করে দিই।সুখের ডাইমেনশনই আলাদা। পরিমাপ করা কঠিন। জীবন, সুখ এগুলো নিয়ে যত গাল গল্পই শুনি না কেন নিজের সাথে মেলানো কঠিন। হয়ত এক এক জনের গল্পই এক এক রকম। কারো সাথে কারো মিলে না, তবে রুপ কথার মত কারো হয় না।নিজের গল্পটাকে নিজের কাছেই বড় আশ্চার্য মনে হয়। দীর্ঘ পথে হেটে চলা কঠিন। ক্লান্তি আসে, ভয়ানক ক্লান্তি।তবুও জীবন বয়ে চলে। কুয়াশা ঢাকা সকাল, ঘামঝরা দুপুর, কোন কিছুতেই থামে না। কোন আঘাতেও না। অসময়ে কেউ নি:স্ব করে দিলেও না।জীবন কারো জন্য থেমে থাকে না।
সুখ আছে বলেই দুঃখ পেলে এত ভেঙে পড়ি আবার দুঃখ আছে বলেই একটু সুখের দেখা পেলে সেটাকেই আঁকড়ে ধরি। জীবনটা খুব স্বল্প সময় নিয়ে তৈরি ।তারই মধ্যে বড় হওয়া ,পড়াশোনা করা, সেখান থেকে নিজের পায়ে দাঁড়ানো সব মিলেমিশে মানুষের জীবনটা চলতে থাকে।
মানুষের জীবনে চলতে চলতে এমন অনেক বাধা-বিপত্তি আসে যেটাকে কিছু মানুষ ওভারকাম করতে পারে আবার কিছু মানুষ ওভারকাম করতে পারে না বলে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় বা অনেকে ডিপ্রেশনেও চলে যায় ।সেখান থেকেই কয়েকটা উদাহরণ দিচ্ছি
ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন কোথাও ঘুরতে যাচ্ছেন হঠাৎ করে রাস্তা ঘাটে কোনো বিপদ হয়ে শারীরিক কোনো ক্ষতি হলো তাহলে কি আপনি থেমে যাবেন ?
আবার ধরুন পড়াশোনার জীবনে পড়াশোনা করতে করতে কোনো একটি ক্লাসে আপনার রেজাল্ট খারাপ হলো তাহলে কি আপনার পড়াশোনা থামিয়ে দেবেন ?
আবার ধরুন আপনার জীবনসাথী বা আপনার কাছের কোন বন্ধু বান্ধবের কাছে আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন,মানসিকভাবে প্রতিনিয়ত আহত হচ্ছেন, এর পরেও কি কন্টিনিউ করবেন? নাকি তাদের সাথে সম্পর্ক শেষ করবেন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন?
অবশ্যই আমরা যারা বুদ্ধিমান আমরা নতুনকরেই ভাববো নিজেকে নতুনভাবে তৈরি করবো।
এরকম বহু উদাহরণ আছে যা বলে হয়তো শেষ করা যাবে না তবুও বলছি বিপদ বা সমস্যা যত বড়ই হোকনা কেন আপনাকে ঘুরে দাড়াতেই হবে আর থেমে গেলে ওখানেই কিন্তু সবকিছু থেমে যায়।তাই প্রত্যেকটি মানুষের উচিত যেখান থেকে ভেঙে পড়েছে সেখান থেকে নতুন করে কিভাবে তৈরি করা যায় তার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা ।মানুষের জীবন কিন্তু কখনো থেমে থাকে না তাছাড়া একটা জিনিস দেখুন আমাদের জীবনটা তো অনেকটা ঘড়ির কাটার মতনই চলে। সময় কি কখনো থেমে যাচ্ছে আমাদের জন্য? তা তো কখনো হচ্ছে না তাহলে আমরা কেন পিছনে তাকাবো অবশ্যই তাকাবোনা توكلت على الله
সংগৃহীত।