28/07/2025
বয়স যত বাড়ে, তত অভিজ্ঞতা বাড়ে। আর অভিজ্ঞতা যত বাড়ে, মানুষ কমে আসে। চেনা জানা হয়তো অনেকেই থাকে, থাকে না খুব বেশি ঘনিষ্ঠতা। রাখতেও ইচ্ছা জাগে না। অ্যান্ড ইটস ওকে! সবাইকে নিয়ে চলতে হবে, অনেক অনেক মানুষ লাগবে, এমন কোনো কথা নেই। জীবনটা অল্প কিছু মানুষের সান্নিধ্যেই সুন্দর! চেষ্টা করবেন, সীমিত মানুষ নিয়ে চলার। কেননা কোয়ান্টিটি থেকে 'কোয়ালিটি' গুরুত্বপূর্ণ! সঙ্গ থেকে 'স্বস্তি' গুরুত্বপূর্ণ! মানুষ থেকে গুরুত্বপূর্ণ 'মানসিক শান্তি'...